ETV Bharat / entertainment

পুরুলিয়ায় 'দেবী চৌধুরানী'র প্রথম দফার শুটিং সেরে তৃপ্ত শুভ্রজিৎ - দেবী চৌধুরানী

Devi Chowdhurani: পুরুলিয়ায় দেবী চৌধুরানীর প্রথম দফার শুটিং সেরে সেই অভিজ্ঞতা সোশাল মিডিয়ায় শেয়ার করলেন পরিচালক শুভ্রজিৎ মিত্র ৷ কী জানালেন তিনি ?

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 9, 2024, 8:03 PM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি: শেষ হল শুভ্রজিৎ মিত্রর ছবি 'দেবী চৌধুরানী'র প্রথম দফার শুটিং। পুরুলিয়ায় বেশকিছু নতুন লোকেশনে প্রথম দফার শুটিং শুরু হয় চলতি বছরের 27 জানুয়ারি । সব অভিনেতাই শামিল হন সেই সফরে । পুরুলিয়া থেকে ছবি তুলে, রিল বানিয়ে নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করে নিয়েছেন অভিনেতা । খুব সুষ্ঠুভাবে প্রথম দফার শুটিং শেষ হয়েছে বলে সামাজিক মাধ্যমে জানান পরিচালক শুভ্রজিৎ মিত্র । আদিবাসীদের তীর ধনুক হাতেও দেখা গিয়েছে পরিচালককে ।

কেমন ছিল প্রথম দফার শুটিং ? পরিচালকের কাছে এই প্রশ্ন রাখা হলে তিনি বলেন, "সবটাই আমার প্ল্যানমাফিক হয়েছে । আমি সবটা গুছিয়ে নিয়ে কাজে নামতে ভালোবাসি । এ ক্ষেত্রেও কোনও অন্যথা হয়নি । পুরুলিয়ার আবহাওয়াও তখন ভালো ছিল । আমি শুটিং শুরু করার আগেও দু'তিনবার গিয়েছি । ফলে, সবটা আমার চেনা ।"

Devi Chowdhurani
পুরুলিয়ায় শুভ্রজিৎ

পরিচালক আরও বলেন, "আমি জরুরিকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে প্রস্তুতি নিই সবসময় । তাই অসুবিধা হওয়ার সুযোগ নেই । গোটা টিমই গিয়েছিল । প্রত্যেকটা জায়গাতেই সবার শুটিং থাকবে । আর সব জায়গাতেই ঘোড়া চালনা, তরোয়াল চালনা, তীর ধনুক চালনা থাকবে । মোদ্দা কথা, সব জায়গাতে সবই থাকবে আর সবাইকে নিয়ে হবে শুটিং ।"

দ্বিতীয় দফার শুটিং হবে ঝাড়খণ্ড, বীরভূম, কলকাতা ও বিহারে । পরিচালক নিজেই জানিয়েছেন, পান থেকে চুন খসলেই তাঁর কাছে বকা খেয়েছেন টেকনিশিয়ানরা । পরে তাঁরা নিজের ভুলটা শুধরে নিয়েছেন । তবে, অভিনেতাদের অনেকদিনের প্রস্তুতি ছিল । তাই তাঁরা একেবারে রেডি ছিলেন ।

Devi Chowdhurani
পুরুলিয়ায় 'দেবী চৌধুরানী'র প্রথম দফার শুটিং

তিনি আরও বলেন, "আউটডোরে শুটিং করতে গেলে সবসময় সবকিছু সঙ্গ দেয় না । আমি তৈরি থাকি সবরকম পরিস্থিতির জন্য । আমার বিকল্প ভাবা থাকে ।"

প্রসঙ্গত, ভারত, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রয়ী প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি । বলা বাহুল্য, এই প্রথম কোনও বাংলা ছবি তৈরির ক্ষেত্রে তিন দেশ মিলিত হয়েছে । তিন দেশের সমন্বয়ে ছবিটি তৈরি হচ্ছে বলে 'বিএফটিএ' ও অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসেও এই ছবি যেতে পারে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা । সব দিক ঠিক থাকলে চলতি বছরেই মুক্তি পাবে 'দেবী চৌধুরানী'। শ্রাবন্তী চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, অর্জুন চক্রবর্তী রয়েছেন এই ছবিতে । রয়েছেন আরও অনেকে ।

আরও পড়ুন:

  1. ঋত্বিক ঘটককে সেদিন 'না' বলতে পারেননি নার্গিস, অবসরের পরেও করেন 'দুর্বার গতি পদ্মা': বিশ্বজিৎ
  2. শহরের বুকে রেট্রো ফেস্ট, উপার্জিত অর্থ ব্যয় হবে সমাজকল্যাণে
  3. 'এপার-ওপার নয়, একটাই বাংলা আমার'; ভূতপরীর আগমনের দিন আড্ডায় জয়া

কলকাতা, 9 ফেব্রুয়ারি: শেষ হল শুভ্রজিৎ মিত্রর ছবি 'দেবী চৌধুরানী'র প্রথম দফার শুটিং। পুরুলিয়ায় বেশকিছু নতুন লোকেশনে প্রথম দফার শুটিং শুরু হয় চলতি বছরের 27 জানুয়ারি । সব অভিনেতাই শামিল হন সেই সফরে । পুরুলিয়া থেকে ছবি তুলে, রিল বানিয়ে নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করে নিয়েছেন অভিনেতা । খুব সুষ্ঠুভাবে প্রথম দফার শুটিং শেষ হয়েছে বলে সামাজিক মাধ্যমে জানান পরিচালক শুভ্রজিৎ মিত্র । আদিবাসীদের তীর ধনুক হাতেও দেখা গিয়েছে পরিচালককে ।

কেমন ছিল প্রথম দফার শুটিং ? পরিচালকের কাছে এই প্রশ্ন রাখা হলে তিনি বলেন, "সবটাই আমার প্ল্যানমাফিক হয়েছে । আমি সবটা গুছিয়ে নিয়ে কাজে নামতে ভালোবাসি । এ ক্ষেত্রেও কোনও অন্যথা হয়নি । পুরুলিয়ার আবহাওয়াও তখন ভালো ছিল । আমি শুটিং শুরু করার আগেও দু'তিনবার গিয়েছি । ফলে, সবটা আমার চেনা ।"

Devi Chowdhurani
পুরুলিয়ায় শুভ্রজিৎ

পরিচালক আরও বলেন, "আমি জরুরিকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে প্রস্তুতি নিই সবসময় । তাই অসুবিধা হওয়ার সুযোগ নেই । গোটা টিমই গিয়েছিল । প্রত্যেকটা জায়গাতেই সবার শুটিং থাকবে । আর সব জায়গাতেই ঘোড়া চালনা, তরোয়াল চালনা, তীর ধনুক চালনা থাকবে । মোদ্দা কথা, সব জায়গাতে সবই থাকবে আর সবাইকে নিয়ে হবে শুটিং ।"

দ্বিতীয় দফার শুটিং হবে ঝাড়খণ্ড, বীরভূম, কলকাতা ও বিহারে । পরিচালক নিজেই জানিয়েছেন, পান থেকে চুন খসলেই তাঁর কাছে বকা খেয়েছেন টেকনিশিয়ানরা । পরে তাঁরা নিজের ভুলটা শুধরে নিয়েছেন । তবে, অভিনেতাদের অনেকদিনের প্রস্তুতি ছিল । তাই তাঁরা একেবারে রেডি ছিলেন ।

Devi Chowdhurani
পুরুলিয়ায় 'দেবী চৌধুরানী'র প্রথম দফার শুটিং

তিনি আরও বলেন, "আউটডোরে শুটিং করতে গেলে সবসময় সবকিছু সঙ্গ দেয় না । আমি তৈরি থাকি সবরকম পরিস্থিতির জন্য । আমার বিকল্প ভাবা থাকে ।"

প্রসঙ্গত, ভারত, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রয়ী প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি । বলা বাহুল্য, এই প্রথম কোনও বাংলা ছবি তৈরির ক্ষেত্রে তিন দেশ মিলিত হয়েছে । তিন দেশের সমন্বয়ে ছবিটি তৈরি হচ্ছে বলে 'বিএফটিএ' ও অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসেও এই ছবি যেতে পারে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা । সব দিক ঠিক থাকলে চলতি বছরেই মুক্তি পাবে 'দেবী চৌধুরানী'। শ্রাবন্তী চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, অর্জুন চক্রবর্তী রয়েছেন এই ছবিতে । রয়েছেন আরও অনেকে ।

আরও পড়ুন:

  1. ঋত্বিক ঘটককে সেদিন 'না' বলতে পারেননি নার্গিস, অবসরের পরেও করেন 'দুর্বার গতি পদ্মা': বিশ্বজিৎ
  2. শহরের বুকে রেট্রো ফেস্ট, উপার্জিত অর্থ ব্যয় হবে সমাজকল্যাণে
  3. 'এপার-ওপার নয়, একটাই বাংলা আমার'; ভূতপরীর আগমনের দিন আড্ডায় জয়া
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.