ETV Bharat / entertainment

প্রথমবার মেয়ে ইয়ালিনির ছবি প্রকাশ্যে আনলেন শুভশ্রী, প্রতিক্রিয়া নেটপাড়ায় - Subhashree Ganguly - SUBHASHREE GANGULY

Subhashree Shares Daughter Yaalini Picture: ইউভানের জন্মদিনে মেয়ে ইয়ালিনির ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ৷ সামাজিক পাতায় ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানান মা শুভশ্রী ৷ মিষ্টি ইয়ালিনিকে দেখে আদর-ভালোবাসায় ভরালো তারকা থেকে নেটিজেনরা ৷

Subhashree Shares Daughter Yaalini Picture
প্রকাশ্যে শুভশ্রীর মেয়ে ইয়ালিনির প্রথম ছবি (সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 12, 2024, 5:00 PM IST

হায়দরাবাদ, 12 সেপ্টেম্বর: দ্বিতীয়বার কন্যা সন্তানের মা হয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ৷ মেয়ের সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি প্রথম থেকেই ভাগ করে নিয়েছেন পর্দার 'বাবলি' ৷ কিন্তু মেয়ে ইয়ালিনির মুখের ছবি কখনও শেয়ার করেননি ৷ সেই প্রতীক্ষার অবসান ৷ বড় ছেলে ইউভানের জন্মদিনে 10 মাসের ইয়ালিনির মিষ্টি ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করলেন শুভশ্রী ৷

এদিন তিনি সোশাল মিডিয়ায় ইউভানের সঙ্গে বোন ইয়ালিনির দুটো ছবি শেয়ার করেন ৷ ক্যাপশনে লেখেন, "শুভ জন্মদিন দাদা ইউভান, লাভ ইউ ৷" বোঝাই যাচ্ছে, দাদাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে কিউট ইয়ালিনি ৷ প্রথমবার ছবি সামনে আসতেই ঝাপিয়ে পড়েছে নেটপাড়া ৷

কোয়েল মল্লিক ইউভানকে জন্মদিনের শুভেচ্ছা জানান ৷ সুদীপ্তা চট্টোপাধ্যায় লেখেন, "কি মিষ্টি.... দু'দুটো পুতুল ৷" রূপাঞ্জনা মিত্র লেখেন, "ওলে কি মিত্তি ৷" শ্রুতি দাস লেখেন, "অবশেষে প্রতীক্ষার অবসান ৷ সামনে এল ইয়ালিনি ৷ ইউভানকে জন্মদিনের শুভেচ্ছা ৷" অনিন্দিতা বোস লেখেন, "উফফফ বাবা!! বিগ ব্রাদারকে জন্মদিনের শুভেচ্ছা ৷ আদর কিউটিকে ৷" এছাড়াও মানালী দে, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, আকৃতি কক্কর, মনামী ঘোষ সকলেই ইউভানকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ইয়ালিনিকে দেখে ভালাবাসার ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ৷ এমনকী, রাজ চক্রবর্তীও সোশাল মিডিয়ায় ছেলে ইউভানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷

ছোট্ট ইয়ালিনীর বয়স এখন মাত্র দশ। সবে অল্প স্বল্প দাঁড়াতে শিখেছে। তবে ক্য়ামেরার সামনে এক মাথা ঝাঁকড়া চুল, ফোলা গাল ও গোল গোল চোখে ইয়ালিনী সকলের মন জয় করে নিয়েছে ৷ দাদা ইউভানের সঙ্গে তার যে দারুণ বন্ধুত্ব, তা ছবিতে স্পষ্ট । 2023 সালের নভেম্বর মাসে দ্বিতীয়বার মা হয়েছেন শুভশ্রী। মেয়ের নাম রাখেন ইয়ালিনী। যা কিনা দেবী সরস্বতীর আরেক নাম। অন্যদিকে, 2020-তে করোনা অতিমারির সময়ে সুখবর দিয়েছিলেন শুভশ্রী ও রাজ চক্রবর্তী। 12 সেপ্টেম্বর তাঁদের কোল আলো করে আসে প্রথম সন্তান ইউভান।

হায়দরাবাদ, 12 সেপ্টেম্বর: দ্বিতীয়বার কন্যা সন্তানের মা হয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ৷ মেয়ের সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি প্রথম থেকেই ভাগ করে নিয়েছেন পর্দার 'বাবলি' ৷ কিন্তু মেয়ে ইয়ালিনির মুখের ছবি কখনও শেয়ার করেননি ৷ সেই প্রতীক্ষার অবসান ৷ বড় ছেলে ইউভানের জন্মদিনে 10 মাসের ইয়ালিনির মিষ্টি ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করলেন শুভশ্রী ৷

এদিন তিনি সোশাল মিডিয়ায় ইউভানের সঙ্গে বোন ইয়ালিনির দুটো ছবি শেয়ার করেন ৷ ক্যাপশনে লেখেন, "শুভ জন্মদিন দাদা ইউভান, লাভ ইউ ৷" বোঝাই যাচ্ছে, দাদাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে কিউট ইয়ালিনি ৷ প্রথমবার ছবি সামনে আসতেই ঝাপিয়ে পড়েছে নেটপাড়া ৷

কোয়েল মল্লিক ইউভানকে জন্মদিনের শুভেচ্ছা জানান ৷ সুদীপ্তা চট্টোপাধ্যায় লেখেন, "কি মিষ্টি.... দু'দুটো পুতুল ৷" রূপাঞ্জনা মিত্র লেখেন, "ওলে কি মিত্তি ৷" শ্রুতি দাস লেখেন, "অবশেষে প্রতীক্ষার অবসান ৷ সামনে এল ইয়ালিনি ৷ ইউভানকে জন্মদিনের শুভেচ্ছা ৷" অনিন্দিতা বোস লেখেন, "উফফফ বাবা!! বিগ ব্রাদারকে জন্মদিনের শুভেচ্ছা ৷ আদর কিউটিকে ৷" এছাড়াও মানালী দে, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, আকৃতি কক্কর, মনামী ঘোষ সকলেই ইউভানকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ইয়ালিনিকে দেখে ভালাবাসার ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ৷ এমনকী, রাজ চক্রবর্তীও সোশাল মিডিয়ায় ছেলে ইউভানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷

ছোট্ট ইয়ালিনীর বয়স এখন মাত্র দশ। সবে অল্প স্বল্প দাঁড়াতে শিখেছে। তবে ক্য়ামেরার সামনে এক মাথা ঝাঁকড়া চুল, ফোলা গাল ও গোল গোল চোখে ইয়ালিনী সকলের মন জয় করে নিয়েছে ৷ দাদা ইউভানের সঙ্গে তার যে দারুণ বন্ধুত্ব, তা ছবিতে স্পষ্ট । 2023 সালের নভেম্বর মাসে দ্বিতীয়বার মা হয়েছেন শুভশ্রী। মেয়ের নাম রাখেন ইয়ালিনী। যা কিনা দেবী সরস্বতীর আরেক নাম। অন্যদিকে, 2020-তে করোনা অতিমারির সময়ে সুখবর দিয়েছিলেন শুভশ্রী ও রাজ চক্রবর্তী। 12 সেপ্টেম্বর তাঁদের কোল আলো করে আসে প্রথম সন্তান ইউভান।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.