হায়দরাবাদ, 27 অগস্ট: আরজি কর ঘটনায় নির্যাতিতার বিচার চেয়ে প্রতিবাদে উত্তাল চারিদিক ৷ পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে বিনোদন জগতের তারকারা ৷ ধর্ষকমুক্ত সমাজ গড়ার ডাক সকলের ৷ নাহলে ধর্ষকদের দেওয়া হোক কড়া শাস্তি ৷ সরব অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে সঙ্গীত শিল্পী অন্বেষা ৷
মঙ্গলবার ইন্সটা স্টোরিতে শুভশ্রী একটি পোস্ট শেয়ার করেন ৷ যেখানে ধর্ষকদের শাস্তি নিয়ে বিস্ফোরক কথা বলা হয়েছে ৷ পোস্টে লেখা, "একবার মোমবাতির জায়গায় ধর্ষকদের জ্বালিয়ে দেখো, তাহলে হয়তো ধর্ষণ কমে যাবে.. বারবার মেয়েরাই জ্বলবে এমন তো ঠিক নয় ৷" শুভশ্রীর এই পোস্ট স্পষ্ট বার্তা দিচ্ছে যে, সমাজে নারী নিরাপত্তার সুনিশ্চিত করতে বড় পদক্ষেপ করতেই হবে ৷ পাশাপাশি, অভিনেত্রী আরও জানিয়েছেন, দু সপ্তাহ সময় পার হয়ে গিয়েছে ৷ এখনও নির্যাতিতার বিচার হয়নি ৷ আগামী দিনে এই আন্দোলন যাতে থিতিয়ে না যায়, তাও বলা হয়েছে পোস্টে ৷
অন্যদিকে, শুভশ্রীর প্রতিবাদের সঙ্গে সুর মিলিয়েছেন সঙ্গীতশিল্পী অন্বেষা দত্ত গুপ্ত ৷ পাশাপাশি, তিনি রাতে কাজ করা নিয়েও প্রশ্ন তোলেন ৷ তিনি ইন্সটা স্টোরিতে লেখেন, "আমায় যদি রাতে গানের কনসার্ট থেকে ফিরতে হয়, তাহলে আমি কি সেই কাজ করব না? রাতে কাজ করতে মেয়েদের বাধা দেওয়া মানে আমাদের আরও বেশি পিছন দিকে টেনে নিয়ে যাওয়া ৷ এটা কখনই সমস্যার সমাধান হতে পারে না ৷ বিকৃত মানসিকতার মানুষ দিনের আলোতেও জঘন্য কাজ করতে পারে ৷"
রাতের বেলা মেয়েদেরা কাজ করা নিয়ে বিধিনিষেধ আসতেই তা নিয়ে সোচ্চার হয়েছেন সকলেই ৷ অভিনেত্রী শ্রুতি দাস থেকে কনীনিকা বন্দ্যোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, রূপা গঙ্গোপাধ্যায়, সকল তারকা এই নিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন ৷