ETV Bharat / entertainment

মুম্বইয়ে উজ্জ্বল বাংলার তারকাদের মুখ, পুরস্কৃত শুভশ্রী-অনির্বাণ - Subhashree Ganguly - SUBHASHREE GANGULY

Streaming Academy Awards (SIIMA): প্রথম সিরিজেই সেরা আঞ্চলিক অভিনেত্রী হিসাবে পুরস্কার জিতে নিলেন বাংলার নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় ৷ দেবালয় ভট্টাচার্য পরিচালিত 'ইন্দুবালা ভাতের হোটেল' ওয়েব সিরিজের জন্য অভিনেত্রীর ঝুলিতে এল পুরস্কার ৷ তালিকায় রয়েছেন 'ব্যোমকেশ' অনির্বাণ ভট্টাচার্যও ৷

Streaming Academy Awards (SIIMA)
মুম্বইয়ে পুরস্কৃত হলেন শুভশ্রী-অনির্বাণ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 22, 2024, 7:36 PM IST

হায়দরাবাদ, 22 জুলাই: তারকাখচিত রবিবারের সন্ধ্যা ৷ আরব সাগরের তীরে সেরা কাজের জন্য পুরস্কৃত হচ্ছেন জিম শর্ভ, প্রিয়মণি রাজ, নীনা গুপ্তা, ঈশান খট্টর, অদিতি রাও হায়দারী ৷ সেই মঞ্চে পুরস্কৃত হলেন বাংলার দুই শিল্পীও ৷ শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্য সম্মানিত হলেন সিমা অ্যাওয়ার্ডে (SIIMA 2024) ৷ স্ত্রী শুভশ্রীর সাফল্যে উচ্ছ্বসিত পরিচালক রাজ চক্রবর্তী ৷

2023 সালের মার্চ মাসে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে আসে দেবালয় ভট্টাচার্য পরিচালিত 'ইন্দুবালা ভাতের হোটেল' সিরিজ ৷ কল্লোল লাহিড়ীর উপন্যাস অবলম্বনে তৈরি এই সিরিজকে অভিনেত্রী শুভশ্রী নিজের অভিনয় দক্ষতায় জনপ্রিয়তার শিখরে নিয়ে যান ৷ কখনও যুবতী বিধবা আবার কখনও বয়স্কার বেশে তাঁর অভিনয়, ভাব-ভঙ্গি নজর কাড়ে ৷ তাঁর সেই কাজের জন্য মুম্বইয়ে স্ট্রিমিং অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা আঞ্চলিক অভিনেত্রী হিসাবে পুরস্কৃত হন শুভশ্রী ৷ সোমবার সকাল থেকে সেই ভিডিয়ো ও ছবি ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ তাঁর পরিচালক স্বামী রাজ চক্রবর্তীও শুভেচ্ছা জানান ৷ যা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তুলে ধরেন শুভশ্রী ৷

পাশাপাশি, এই মঞ্চে হইচই অরজিনাল সিরিজ 'ব্যোমকেশ ও পিঁজরাপোল'-এ দাপুটে অভিনয়ের জন্য পুরস্কৃত হলেন অনির্বাণ ভট্টাচার্য ৷ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'চিড়িয়াখানা' অবলম্বনে তৈরি হয় ব্যোমকেশের এই চারটি এপিসোড ৷ সুদীপ্ত রায় পরিচালিত এই সিরিজ দাগ কাটে দর্শক মনে ৷ অনির্বাণের দুর্দান্ত অভিনয়ের জন্য তাঁর মুকুটে আসে সেরা অভিনেতা (ক্রিটিকস)-এর পুরস্কার ৷

প্রসঙ্গত, মুম্বইতে এদিনের নানা মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ৷ তিনি পুরস্কার হাতে নিয়ে 'ইন্দুবালা ভাতের হোটেল' টিমকে ধন্যবাদ জানান ৷ আপাতত তাঁর অভিনীত 'বাবলি' মুক্তির অপেক্ষায় ৷ আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে ৷

হায়দরাবাদ, 22 জুলাই: তারকাখচিত রবিবারের সন্ধ্যা ৷ আরব সাগরের তীরে সেরা কাজের জন্য পুরস্কৃত হচ্ছেন জিম শর্ভ, প্রিয়মণি রাজ, নীনা গুপ্তা, ঈশান খট্টর, অদিতি রাও হায়দারী ৷ সেই মঞ্চে পুরস্কৃত হলেন বাংলার দুই শিল্পীও ৷ শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্য সম্মানিত হলেন সিমা অ্যাওয়ার্ডে (SIIMA 2024) ৷ স্ত্রী শুভশ্রীর সাফল্যে উচ্ছ্বসিত পরিচালক রাজ চক্রবর্তী ৷

2023 সালের মার্চ মাসে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে আসে দেবালয় ভট্টাচার্য পরিচালিত 'ইন্দুবালা ভাতের হোটেল' সিরিজ ৷ কল্লোল লাহিড়ীর উপন্যাস অবলম্বনে তৈরি এই সিরিজকে অভিনেত্রী শুভশ্রী নিজের অভিনয় দক্ষতায় জনপ্রিয়তার শিখরে নিয়ে যান ৷ কখনও যুবতী বিধবা আবার কখনও বয়স্কার বেশে তাঁর অভিনয়, ভাব-ভঙ্গি নজর কাড়ে ৷ তাঁর সেই কাজের জন্য মুম্বইয়ে স্ট্রিমিং অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা আঞ্চলিক অভিনেত্রী হিসাবে পুরস্কৃত হন শুভশ্রী ৷ সোমবার সকাল থেকে সেই ভিডিয়ো ও ছবি ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ তাঁর পরিচালক স্বামী রাজ চক্রবর্তীও শুভেচ্ছা জানান ৷ যা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তুলে ধরেন শুভশ্রী ৷

পাশাপাশি, এই মঞ্চে হইচই অরজিনাল সিরিজ 'ব্যোমকেশ ও পিঁজরাপোল'-এ দাপুটে অভিনয়ের জন্য পুরস্কৃত হলেন অনির্বাণ ভট্টাচার্য ৷ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'চিড়িয়াখানা' অবলম্বনে তৈরি হয় ব্যোমকেশের এই চারটি এপিসোড ৷ সুদীপ্ত রায় পরিচালিত এই সিরিজ দাগ কাটে দর্শক মনে ৷ অনির্বাণের দুর্দান্ত অভিনয়ের জন্য তাঁর মুকুটে আসে সেরা অভিনেতা (ক্রিটিকস)-এর পুরস্কার ৷

প্রসঙ্গত, মুম্বইতে এদিনের নানা মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ৷ তিনি পুরস্কার হাতে নিয়ে 'ইন্দুবালা ভাতের হোটেল' টিমকে ধন্যবাদ জানান ৷ আপাতত তাঁর অভিনীত 'বাবলি' মুক্তির অপেক্ষায় ৷ আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.