ETV Bharat / entertainment

আইসিইউতে ভর্তি সুভাষ ঘাই, কেমন আছেন পরিচালক? - SUBHASH GHAI ADMITTED TO ICU

জানা গিয়েছে, পরিচালককে শনিবার সন্ধ্যায় শ্বাসকষ্ট, দুর্বলতা, ঘন ঘন মাথা ঘোরা, কথা বলতে অসুবিধা হওয়ার কারণে আইসিইউতে ভর্তি করা হয়েছে ৷

Etv Bharat
আইসিইউতে ভর্তি পরিচালক সুভাষ ঘাই (পিটিআই)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 8, 2024, 4:24 PM IST

Updated : Dec 8, 2024, 5:03 PM IST

হায়দরাবাদ, 8 ডিসেম্বর: আচমকাই অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান পরিচালক সুভাষ ঘাই ৷ এই মুহূর্তে তাঁকে রাখা হয়েছে ইন্টেনসিভ কেয়ার ইউনিট অর্থাৎ আইসিইউতে ৷ শনিবার মুম্বইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি করা হয় জনপ্রিয় পরিচালককে ৷

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় শ্বাসকষ্ট, দুর্বলতা, ঘন ঘন মাথা ঘোরা, স্মৃতিশক্তি হ্রাস এবং কথা বলতে অসুবিধা হওয়ার কারণে তড়িঘড়ি পরিচালককে হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখান থেকে তাঁকে আইসিইউতে রাখা হয় ৷ 'রাম লক্ষ্মণ', 'খলয়ানক', 'পরদেশ' ও 'তাল'-এর মতো একাধিক হিট ছবি উপহার দিয়েছেন পরিচালক ৷ তাঁর অসুস্থতার খবরে চিন্তিত অনুরাগীরা ৷

যদিও পরিচালকের মুখপাত্র জানিয়েছেন, নরমাল চেক আপের জন্যই হাসপাতালে ভর্তি হয়েছেন সুভাষ ৷ মুখপাত্রের তরফে জানানো হয়েছে, "আমরা সকলকে আশ্বস্ত করে জানাতে চাই পরিচালক একদম সুস্থ আছেন ৷ তিনি সাধারণ চেক আপের জন্য ভর্তি হয়েছেন হাসপাতালে ৷"

মূলত, বলিউডে একজন অভিনেতা হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন সুভাষ ঘাই ৷ 'তকদীর' ও 'আরাধনা'র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি ৷ মুখ্যচরিত্রে অভিনয় করেন 'উমং' ও 'গুমরাহ'-র মতো ছবিতে ৷ তবে অভিনয় জীবনে সাফল্যের মুখ দেখেননি সুভাষ ৷ এরপর তিনি ছবি পরিচালনার কাজে হাত দেন ৷ তৈরি করেন 'বিশ্বনাথ', 'কর্জ', 'মেরি জং', 'কর্মা', 'রাম লক্ষ্মণ', 'সদাগর', 'খলনায়ক', 'পরদেশ'-এর মতো একাধিক কাল্ট সিনেমা ৷

সুভাষ পরিচালিত প্রথম ছবি ছিল 'কালীচরণ' ৷ মুখ্যচরিত্রে দেখা গিয়েছিল শত্রুঘ্ন সিনহাকে ৷ বক্সঅফিসে সেই ছবি ব্যাপক হিট হয় ৷ আট-নয়ের দশকে পরিচালক হিসাবে সুভাষের বলিউডের জমি শক্ত হয় 'বিধাতা', 'কর্মা', 'সদাগর' ছবির হাত ধরে ৷ ছবিতে দিলীপ কুমারের সঙ্গে তাঁর কাজ হিট হয়ে যায় ৷ 'সদাগর' ছবির জন্য তিনি সেরা পরিচালক হিসাবে ফিল্মফেয়ার পুরস্কার পান ৷ পাশাপাশি, সুভাষ ঘাইয়ের হাত ধরে জ্যাকি শ্রফ রাতারাতি হিট হয়ে যান 'হিরো' ছবিতে ৷

ইকবাল ছবির জন্য 2006 সালে সুভাষ ঘাই জেতেন জাতীয় পুরস্কার ৷ 2022 সালে মুক্তি পাওয়া কমেডি-ড্রামা '36 ফার্মহাউস' ছিল পরিচালকের শেষ প্রযোজিত ছবি ৷ যার চিত্রনাচ্য সুভাষ ঘাই নিজেই লিখেছিলেন ৷

হায়দরাবাদ, 8 ডিসেম্বর: আচমকাই অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান পরিচালক সুভাষ ঘাই ৷ এই মুহূর্তে তাঁকে রাখা হয়েছে ইন্টেনসিভ কেয়ার ইউনিট অর্থাৎ আইসিইউতে ৷ শনিবার মুম্বইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি করা হয় জনপ্রিয় পরিচালককে ৷

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় শ্বাসকষ্ট, দুর্বলতা, ঘন ঘন মাথা ঘোরা, স্মৃতিশক্তি হ্রাস এবং কথা বলতে অসুবিধা হওয়ার কারণে তড়িঘড়ি পরিচালককে হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখান থেকে তাঁকে আইসিইউতে রাখা হয় ৷ 'রাম লক্ষ্মণ', 'খলয়ানক', 'পরদেশ' ও 'তাল'-এর মতো একাধিক হিট ছবি উপহার দিয়েছেন পরিচালক ৷ তাঁর অসুস্থতার খবরে চিন্তিত অনুরাগীরা ৷

যদিও পরিচালকের মুখপাত্র জানিয়েছেন, নরমাল চেক আপের জন্যই হাসপাতালে ভর্তি হয়েছেন সুভাষ ৷ মুখপাত্রের তরফে জানানো হয়েছে, "আমরা সকলকে আশ্বস্ত করে জানাতে চাই পরিচালক একদম সুস্থ আছেন ৷ তিনি সাধারণ চেক আপের জন্য ভর্তি হয়েছেন হাসপাতালে ৷"

মূলত, বলিউডে একজন অভিনেতা হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন সুভাষ ঘাই ৷ 'তকদীর' ও 'আরাধনা'র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি ৷ মুখ্যচরিত্রে অভিনয় করেন 'উমং' ও 'গুমরাহ'-র মতো ছবিতে ৷ তবে অভিনয় জীবনে সাফল্যের মুখ দেখেননি সুভাষ ৷ এরপর তিনি ছবি পরিচালনার কাজে হাত দেন ৷ তৈরি করেন 'বিশ্বনাথ', 'কর্জ', 'মেরি জং', 'কর্মা', 'রাম লক্ষ্মণ', 'সদাগর', 'খলনায়ক', 'পরদেশ'-এর মতো একাধিক কাল্ট সিনেমা ৷

সুভাষ পরিচালিত প্রথম ছবি ছিল 'কালীচরণ' ৷ মুখ্যচরিত্রে দেখা গিয়েছিল শত্রুঘ্ন সিনহাকে ৷ বক্সঅফিসে সেই ছবি ব্যাপক হিট হয় ৷ আট-নয়ের দশকে পরিচালক হিসাবে সুভাষের বলিউডের জমি শক্ত হয় 'বিধাতা', 'কর্মা', 'সদাগর' ছবির হাত ধরে ৷ ছবিতে দিলীপ কুমারের সঙ্গে তাঁর কাজ হিট হয়ে যায় ৷ 'সদাগর' ছবির জন্য তিনি সেরা পরিচালক হিসাবে ফিল্মফেয়ার পুরস্কার পান ৷ পাশাপাশি, সুভাষ ঘাইয়ের হাত ধরে জ্যাকি শ্রফ রাতারাতি হিট হয়ে যান 'হিরো' ছবিতে ৷

ইকবাল ছবির জন্য 2006 সালে সুভাষ ঘাই জেতেন জাতীয় পুরস্কার ৷ 2022 সালে মুক্তি পাওয়া কমেডি-ড্রামা '36 ফার্মহাউস' ছিল পরিচালকের শেষ প্রযোজিত ছবি ৷ যার চিত্রনাচ্য সুভাষ ঘাই নিজেই লিখেছিলেন ৷

Last Updated : Dec 8, 2024, 5:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.