ETV Bharat / entertainment

'স্ত্রী'র নজর 600 কোটির দিকে, রাজকুমার-শ্রদ্ধা কি পারবে নতুন রেকর্ড গড়তে? - Stree 2 box Office Review

Stree 2 Box Office Collection: অমর কৌশিক পরিচালিত 'স্ত্রী 2' গ্লোবালি মাত্র 12 দিনে 580 কোটি টাকা ঘরে তুলে নিয়েছে ৷ রাজকুমার রাও-শ্রদ্ধা কাপুর অভিনীত ছবি 600 কোটির ঘরে ঢুকতে আর কদিন লাগবে?

Stree 2 Box Office Collection
রাজকুমার-শ্রদ্ধা কি পারবে নতুন রেকর্ড গড়তে? (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 27, 2024, 7:55 PM IST

হায়দরাবাদ, 27 অগস্ট: হরর-কমেডি ছবি 'স্ত্রী 2' এই রকম সাফল্য করবে তা ভাবতেও পারেননি পরিচালক অমর কৌশিক ৷ মাত্র 12 দিনে 403.05 কোটি টাকা আয় করা মুখের কথা নয় ৷ ইন্ডাষ্ট্রি ট্রেকার স্যাকনিল্ক অনুযায়ী, শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত ছবি সোমবার আয় করেছে 18.05 কোটি টাকা ৷ ফলে ভারতে ছবির আয় ছুঁয়ে যাবে 500 কোটির ক্লাব ৷ কয়েকদিনেই গ্লোবাল বক্সঅফিসে সেই মাইলস্টোন ছুঁয়ে যেতে পারে 600 কোটি টাকায় ৷

দ্বিতীয় সোমবার শুধুমাত্র হিন্দি ভাষায় ছবির আয় 29.02 শতাংশ হয়েছে ৷ গ্লোবালি 'স্ত্রী 2' গ্রস কালেকশনের দিক থেকে ক্রস করে গিয়েছে 589 কোটি টাকা ৷ গ্রস কালেকশনের দিক থেকে ভারতে আয় হয়েছে 498 কোটি টাকা ৷ আন্তর্জাতিক বক্সঅফিস থেকে আয় হয়েছে 91 কোটি টাকা ৷ এমনটাই জানিয়েছে প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মস ৷ এই ছবির সাফল্যের আর একটা বড় কারণ অবশ্যই, চলতি সপ্তাহে বড় কোনও ছবির মুক্তি না পাওয়া ৷

ফলে এখনও পর্যন্ত মার্কেট ধরে রাখতে সক্ষম হয়েছে হরর-কমেডি এই ছবি ৷ কয়েকদিন পরেই প্রেক্ষাগৃেহ আসবে কঙ্গনা রানাওয়াত অভিনীত 'এমারজেন্সি', সিদ্ধান্ত চতুর্বেদীর 'যুধরা' ও করিনা কাপুর খানের 'দ্য বাকিংহাম মার্ডার্স' ৷ ফলে বড় বাজেটের তিনটি ছবির সঙ্গে প্রতিযোগিতায় থাকবে 'স্ত্রী 2'-ও ৷

এক সাক্ষাৎকারে ছবির সাফল্য নিয়ে পরিচালক বলেন, "যখন স্ত্রী 2 ছবির এডিটিং চলছিল, তখনও আমাদের মনে হয়েছিল, এটা দর্শকদের ভালো লাগবে ৷ একজন দর্শক হিসাবে আমি নতুন কিছু তৈরি করতে চেয়েছিলাম ৷" স্বভাবতই পরিচালকের গল্প বলার ধরন, সঙ্গে চিত্রনাট্য দর্শকদের মন জয় করে নিয়েছে, তা বলাই যায় ৷

হায়দরাবাদ, 27 অগস্ট: হরর-কমেডি ছবি 'স্ত্রী 2' এই রকম সাফল্য করবে তা ভাবতেও পারেননি পরিচালক অমর কৌশিক ৷ মাত্র 12 দিনে 403.05 কোটি টাকা আয় করা মুখের কথা নয় ৷ ইন্ডাষ্ট্রি ট্রেকার স্যাকনিল্ক অনুযায়ী, শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত ছবি সোমবার আয় করেছে 18.05 কোটি টাকা ৷ ফলে ভারতে ছবির আয় ছুঁয়ে যাবে 500 কোটির ক্লাব ৷ কয়েকদিনেই গ্লোবাল বক্সঅফিসে সেই মাইলস্টোন ছুঁয়ে যেতে পারে 600 কোটি টাকায় ৷

দ্বিতীয় সোমবার শুধুমাত্র হিন্দি ভাষায় ছবির আয় 29.02 শতাংশ হয়েছে ৷ গ্লোবালি 'স্ত্রী 2' গ্রস কালেকশনের দিক থেকে ক্রস করে গিয়েছে 589 কোটি টাকা ৷ গ্রস কালেকশনের দিক থেকে ভারতে আয় হয়েছে 498 কোটি টাকা ৷ আন্তর্জাতিক বক্সঅফিস থেকে আয় হয়েছে 91 কোটি টাকা ৷ এমনটাই জানিয়েছে প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মস ৷ এই ছবির সাফল্যের আর একটা বড় কারণ অবশ্যই, চলতি সপ্তাহে বড় কোনও ছবির মুক্তি না পাওয়া ৷

ফলে এখনও পর্যন্ত মার্কেট ধরে রাখতে সক্ষম হয়েছে হরর-কমেডি এই ছবি ৷ কয়েকদিন পরেই প্রেক্ষাগৃেহ আসবে কঙ্গনা রানাওয়াত অভিনীত 'এমারজেন্সি', সিদ্ধান্ত চতুর্বেদীর 'যুধরা' ও করিনা কাপুর খানের 'দ্য বাকিংহাম মার্ডার্স' ৷ ফলে বড় বাজেটের তিনটি ছবির সঙ্গে প্রতিযোগিতায় থাকবে 'স্ত্রী 2'-ও ৷

এক সাক্ষাৎকারে ছবির সাফল্য নিয়ে পরিচালক বলেন, "যখন স্ত্রী 2 ছবির এডিটিং চলছিল, তখনও আমাদের মনে হয়েছিল, এটা দর্শকদের ভালো লাগবে ৷ একজন দর্শক হিসাবে আমি নতুন কিছু তৈরি করতে চেয়েছিলাম ৷" স্বভাবতই পরিচালকের গল্প বলার ধরন, সঙ্গে চিত্রনাট্য দর্শকদের মন জয় করে নিয়েছে, তা বলাই যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.