ETV Bharat / entertainment

বক্সঅফিসে ছক্কা হাকাচ্ছে রাজকুমার-শ্রদ্ধার 'স্ত্রী 2', শীঘ্রই ঢুকছে 300 কোটির ক্লাবে - Stree 2 Box Office Collection - STREE 2 BOX OFFICE COLLECTION

Stree 2 BO Collection: ছবি মুক্তির এখনও একসপ্তাহ পার করেনি ৷ তার আগেই বক্সঅফিসে 283 কোটি ঘরে তুলে নিল রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত 'স্ত্রী 2' ৷ অমর কৌশিক পরিচালিত এই ছবি প্রথমদিনেই আয় করে নেয় 60 কোটি টাকার বেশি ৷

Stree 2 BO Collection
রাজকুমার রাও-শ্রদ্ধা কাপুরের 'স্ত্রী 2' বক্সঅফিস (সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 19, 2024, 5:27 PM IST

হায়দরাবাদ, 19 অগস্ট: সারা ভারতে দর্শকদের অফুরন্ত ভালোবাসা পেয়ে যাচ্ছে রাজকুমার রাও শ্রদ্ধা কাপুর অভিনীত 'স্ত্রী 2' ৷ অনুরাগীদের মন জয়ের পাশাপাশি বক্সঅফিসে মাইলস্টোন তৈরি করেছে অমর কৌশিক পরিচালিত হরর-কমেডি ছবি ৷ প্রথম দিনেই ছবির ঝুলিতে আসে 64.8 কোটি টাকা ৷ এখান থেকে রেকর্ড তৈরির যাত্রা শুরু ৷ এক সপ্তাহের মধ্যে গ্লোবালি ছবি আয় করে ফেলেছে 283 কোটি টাকা ৷

এই ছবি আবার শ্রদ্ধা কাপুরের কেরিয়ারে বড় টার্নিং পয়ন্ট বলা যায় ৷ এর আগে বেশিরভাগ 100 কোটির ক্লাবে যাওয়া সিনেমায় প্রধান চরিত্রে থাকতেন কোনও না কোনও হিরো অর্থাৎ অভিনেতা ৷ তবে এবার ঠিক উলটো ৷ যাঁরা 'স্ত্রী 2' দেখেছেন তাঁরা জানেন ছবিতে শ্রদ্ধার ভূমিকা ঠিক কতটা জোড়ালো ৷ ফলে ফিমেল লিড হিসাবে ভারতীয় সিনেমার ইতিহাসে নয়া রেকর্ড তৈরি করলেন শক্তি কাপুরের মেয়ে ৷ রাখি বন্ধনের দিন সোশাল মিডিয়ায় ছবির রেকর্ড শেয়ার করেছেন অভিনেত্রী ৷

ইন্ডাষ্ট্রি ট্রেকার স্যাকনিল্ক অনুযায়ী, প্রথম দিন ভারতের ছবির কালেকশন ছিল 46 কোটি টাকা ৷ বুধবার অর্থাৎ 14 অগস্ট ছিল ছবির স্পেশাল স্ক্রিনিং ৷ ফলে ওই দিন ছবির ঘরে আসে 8 কোটি টাকা ৷ সব মিলিয়ে কালেকশন গিয়ে দাঁড়ায় 54.25 কোটি টাকায় ৷ এরপর গত দুদিনে ছবির ঘরে আসে 91.7 কোটি টাকা ৷ আপাতত স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী খুব তাড়াতাড়ি 'স্ত্রী 2' প্রবেশ করে যাবে 300 কোটির ক্লাবে ৷

স্ত্রী 2 ছবিতে রাজকুমার-শ্রদ্ধা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অপারশক্তি খুরানা ও পঙ্কজ ত্রিপাঠীকে ৷ স্বাধীনতার দিন মুক্তি পায় এই ছবি ৷ তার সঙ্গে প্রেক্ষাগৃহে আসে জন আব্রাহামের 'ভেদা' ও অক্ষয় কুমারের 'খেল খেল মেঁ' ৷ এই দুটি ছবিও এখনও পর্যন্ত মোটামুটি ব্যবসা করতে পেরেছে ৷

হায়দরাবাদ, 19 অগস্ট: সারা ভারতে দর্শকদের অফুরন্ত ভালোবাসা পেয়ে যাচ্ছে রাজকুমার রাও শ্রদ্ধা কাপুর অভিনীত 'স্ত্রী 2' ৷ অনুরাগীদের মন জয়ের পাশাপাশি বক্সঅফিসে মাইলস্টোন তৈরি করেছে অমর কৌশিক পরিচালিত হরর-কমেডি ছবি ৷ প্রথম দিনেই ছবির ঝুলিতে আসে 64.8 কোটি টাকা ৷ এখান থেকে রেকর্ড তৈরির যাত্রা শুরু ৷ এক সপ্তাহের মধ্যে গ্লোবালি ছবি আয় করে ফেলেছে 283 কোটি টাকা ৷

এই ছবি আবার শ্রদ্ধা কাপুরের কেরিয়ারে বড় টার্নিং পয়ন্ট বলা যায় ৷ এর আগে বেশিরভাগ 100 কোটির ক্লাবে যাওয়া সিনেমায় প্রধান চরিত্রে থাকতেন কোনও না কোনও হিরো অর্থাৎ অভিনেতা ৷ তবে এবার ঠিক উলটো ৷ যাঁরা 'স্ত্রী 2' দেখেছেন তাঁরা জানেন ছবিতে শ্রদ্ধার ভূমিকা ঠিক কতটা জোড়ালো ৷ ফলে ফিমেল লিড হিসাবে ভারতীয় সিনেমার ইতিহাসে নয়া রেকর্ড তৈরি করলেন শক্তি কাপুরের মেয়ে ৷ রাখি বন্ধনের দিন সোশাল মিডিয়ায় ছবির রেকর্ড শেয়ার করেছেন অভিনেত্রী ৷

ইন্ডাষ্ট্রি ট্রেকার স্যাকনিল্ক অনুযায়ী, প্রথম দিন ভারতের ছবির কালেকশন ছিল 46 কোটি টাকা ৷ বুধবার অর্থাৎ 14 অগস্ট ছিল ছবির স্পেশাল স্ক্রিনিং ৷ ফলে ওই দিন ছবির ঘরে আসে 8 কোটি টাকা ৷ সব মিলিয়ে কালেকশন গিয়ে দাঁড়ায় 54.25 কোটি টাকায় ৷ এরপর গত দুদিনে ছবির ঘরে আসে 91.7 কোটি টাকা ৷ আপাতত স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী খুব তাড়াতাড়ি 'স্ত্রী 2' প্রবেশ করে যাবে 300 কোটির ক্লাবে ৷

স্ত্রী 2 ছবিতে রাজকুমার-শ্রদ্ধা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অপারশক্তি খুরানা ও পঙ্কজ ত্রিপাঠীকে ৷ স্বাধীনতার দিন মুক্তি পায় এই ছবি ৷ তার সঙ্গে প্রেক্ষাগৃহে আসে জন আব্রাহামের 'ভেদা' ও অক্ষয় কুমারের 'খেল খেল মেঁ' ৷ এই দুটি ছবিও এখনও পর্যন্ত মোটামুটি ব্যবসা করতে পেরেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.