ETV Bharat / entertainment

গণপতির আশীর্বাদে বক্সঅফিসে শ্রীবৃদ্ধি রাজকুমার-শ্রদ্ধার 'স্ত্রী'র - Stree 2 box office collection

Stree 2 Box Office On 25th Day: 25 দিনের মাথাতেও বক্সঅফিস কাবু 'স্ত্রী 2' জ্বরে ৷ অমর কৌশিকের হরর-কমেডি ছবি গণেশ চতুর্থী উপলক্ষ্যে বক্সঅফিসে শ্রীবৃদ্ধি করেছে ৷ মোট আয় পৌঁছে গিয়েছে 527.25 কোটি টাকায় ৷

Stree 2  Box Office On 25th Day
বক্সঅফিসে শ্রীবৃদ্ধি রাজকুমার-শ্রদ্ধার 'স্ত্রী'র (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2024, 7:49 PM IST

হায়দরাবাদ, 9 সেপ্টেম্বর: বক্সঅফিসে অপ্রত্যাশিতভাবে দৌড় রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত 'স্ত্রী 2'-এর ৷ 25 দিনেও ছবির বক্সঅফিস কালেকশন শুধু বাড়ছে না, ভাঙছে বিগ বাজেটের, বিগ হিরোদের একাধিক রেকর্ড ৷ পঞ্চম সপ্তাহে গণপতি বিসর্জন উপলক্ষ্যে বাড়ল ছবির আয় ৷ এক ধাক্কায় 29.41 শতাংশ আয় বেড়েছে 'স্ত্রী 2'-এর ৷

7 তারিখ ছিল গণেশ চতুর্থী ৷ তার আগের দিন অর্থাৎ শুক্রবার ছবির আয় কিছুটা কমেছিল ৷ 15 শতাংশ আয় কমে ৷ তবে তার পরের দিন অর্থাৎ শনিবার আচমকাই বেড়ে যায় ছবির কালেকশন ৷ 88 শতাংশ আয় বেড়ে বক্সঅফিসে আসে 8.5 কোটি টাকা ৷ ইন্ডাষ্ট্রি ট্রেকার স্যাকনিল্ক অনুযায়ী, রবিবার ছবির ব্যবসা হয়েছে আরও ভালো ৷ এই দিন 'স্ত্রী' ঘরে তোলে 10.75 কোটি টাকা ৷ ফলে ভারতে ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে 527.25 কোটি টাকা ৷

রেকর্ড ব্রেকিং মাইলস্টোন

'স্ত্রী 2'-এর এই অ্যাচিভমেন্ট পিছনে ফেলেছে গদর 2 ছবির বক্সঅফিস কালেকশনকে ৷ সানি দেওল ও আমিশা পাটেল অভিনীত 'গদর 2' ভারতে মোট আয় করেছে 525.7 কোটি টাকা ৷ সেই জায়গায় 'স্ত্রী'-র আয় 527.25 কোটি টাকা ৷ এখানেই শেষ নয় ৷ শাহরুখ খানের হিন্দি ভাষায় 'পাঠান' ছবির আয় ছিল 524.53 কোটি টাকা ৷ সেই জায়গায় দাঁড়িয়ে 'স্ত্রী' 2 এই মুহূর্তে ওয়ার্লড ওয়াইড বক্সঅফিসে তুলে নিয়েছে, 751 কোটি টাকা ৷ হাইয়েস্ট-গ্রসিং হিন্দি ছবির তালিকায় 'স্ত্রী 2' রইল দ্বিতীয় স্থানে ৷

চলতি বছর টপ 5 ভারতীয় সিনেমা

RankMovieWorldwide
1কল্কি 2898 এডিRs 1042.15 Cr
2স্ত্রী 2Rs 751 Cr
3ফাইটারRs 358.89 Cr
4হনুমানRs 295.23 Cr
5শয়তানRs 213.79 Cr

(ডেটা সোর্স: স্যাকনিল্ক)

অব্যাহত বক্সঅফিস ঝড়

স্ত্রী 2 ছবি চলার আরও একটা বড় বিষয় হল, এখনও পর্যন্ত বক্সঅফিসে বড় কোনও ছবি মুক্তি পায়নি ৷ কঙ্গনা রানাওয়াত অভিনীত এমারজেন্সি মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে যায় ৷ ফলে সেই দিক থেকে ফাঁকা মাঠে গোল দিচ্ছে এই ছবি ৷ রাজকুমার-শ্রদ্ধা ছাড়াও ছবিতে পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপারশক্তি খুরানার অভিনয় এককথায় অনবদ্য৷

হায়দরাবাদ, 9 সেপ্টেম্বর: বক্সঅফিসে অপ্রত্যাশিতভাবে দৌড় রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত 'স্ত্রী 2'-এর ৷ 25 দিনেও ছবির বক্সঅফিস কালেকশন শুধু বাড়ছে না, ভাঙছে বিগ বাজেটের, বিগ হিরোদের একাধিক রেকর্ড ৷ পঞ্চম সপ্তাহে গণপতি বিসর্জন উপলক্ষ্যে বাড়ল ছবির আয় ৷ এক ধাক্কায় 29.41 শতাংশ আয় বেড়েছে 'স্ত্রী 2'-এর ৷

7 তারিখ ছিল গণেশ চতুর্থী ৷ তার আগের দিন অর্থাৎ শুক্রবার ছবির আয় কিছুটা কমেছিল ৷ 15 শতাংশ আয় কমে ৷ তবে তার পরের দিন অর্থাৎ শনিবার আচমকাই বেড়ে যায় ছবির কালেকশন ৷ 88 শতাংশ আয় বেড়ে বক্সঅফিসে আসে 8.5 কোটি টাকা ৷ ইন্ডাষ্ট্রি ট্রেকার স্যাকনিল্ক অনুযায়ী, রবিবার ছবির ব্যবসা হয়েছে আরও ভালো ৷ এই দিন 'স্ত্রী' ঘরে তোলে 10.75 কোটি টাকা ৷ ফলে ভারতে ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে 527.25 কোটি টাকা ৷

রেকর্ড ব্রেকিং মাইলস্টোন

'স্ত্রী 2'-এর এই অ্যাচিভমেন্ট পিছনে ফেলেছে গদর 2 ছবির বক্সঅফিস কালেকশনকে ৷ সানি দেওল ও আমিশা পাটেল অভিনীত 'গদর 2' ভারতে মোট আয় করেছে 525.7 কোটি টাকা ৷ সেই জায়গায় 'স্ত্রী'-র আয় 527.25 কোটি টাকা ৷ এখানেই শেষ নয় ৷ শাহরুখ খানের হিন্দি ভাষায় 'পাঠান' ছবির আয় ছিল 524.53 কোটি টাকা ৷ সেই জায়গায় দাঁড়িয়ে 'স্ত্রী' 2 এই মুহূর্তে ওয়ার্লড ওয়াইড বক্সঅফিসে তুলে নিয়েছে, 751 কোটি টাকা ৷ হাইয়েস্ট-গ্রসিং হিন্দি ছবির তালিকায় 'স্ত্রী 2' রইল দ্বিতীয় স্থানে ৷

চলতি বছর টপ 5 ভারতীয় সিনেমা

RankMovieWorldwide
1কল্কি 2898 এডিRs 1042.15 Cr
2স্ত্রী 2Rs 751 Cr
3ফাইটারRs 358.89 Cr
4হনুমানRs 295.23 Cr
5শয়তানRs 213.79 Cr

(ডেটা সোর্স: স্যাকনিল্ক)

অব্যাহত বক্সঅফিস ঝড়

স্ত্রী 2 ছবি চলার আরও একটা বড় বিষয় হল, এখনও পর্যন্ত বক্সঅফিসে বড় কোনও ছবি মুক্তি পায়নি ৷ কঙ্গনা রানাওয়াত অভিনীত এমারজেন্সি মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে যায় ৷ ফলে সেই দিক থেকে ফাঁকা মাঠে গোল দিচ্ছে এই ছবি ৷ রাজকুমার-শ্রদ্ধা ছাড়াও ছবিতে পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপারশক্তি খুরানার অভিনয় এককথায় অনবদ্য৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.