ETV Bharat / entertainment

পিছনে পড়ল যশের 'কেজিএফ 2', 15 দিনে কত আয় হল রাজকুমার-শ্রদ্ধার 'স্ত্রী'র? - Stree 2 Box Office Collection

Rajkummar Rao and Shraddha Kapoor's Stree 2: একেই বলে সাফল্য ৷ মাত্র 15 দিনে ভারতীয় বক্সঅফিসে 'স্ত্রী 2' আয় করে ফেলেছে 453.60 কোটি টাকা ৷ পিছনে পড়ল 'কেজিএফ 2' ৷

Rajkummar Rao and Shraddha Kapoor's Stree 2
রাজকুমার-শ্রদ্ধার 'স্ত্রী 2' (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 30, 2024, 7:41 PM IST

হায়দরাবাদ, 30 অগস্ট: প্রেক্ষাগৃহে মাত্র 15 দিন হয়েছে মুক্তি পেয়েছে রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত 'স্ত্রী 2' ৷ প্রথমদিন থেকেই বক্সঅফিসে যেভাবে ছক্কা হাঁকাচ্ছে অমর কৌশিকের ছবি তা পিছনে ফেলেছে বড় বড় তারকাদের ব্লকব্লাস্টার সিনেমা ৷ তৃতীয় সপ্তাহেও আশার আলো দেখাচ্ছে হরর-কমেডি এই ছবি ৷

  • 15 দিনে স্ত্রী 2-এর বক্সঅফিস কালেকশন

প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মস শুক্রবার নতুন একটি পোস্টার সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ৷ নির্মাতাদের খবর অনুযায়ী, এই ছবির ভারতে গ্রস কালেকশন হয়েছেন 535.24 কোটি টাকা ৷ অন্যদিকে, নেট কালেকশন হয়েছে 453.60 কোটি টাকা ৷ ইন্ডাষ্ট্রি ট্রেকার স্যাকনিল্ক অনুযায়ী 15তম দিন অর্থাৎ বৃহস্পতিবার ছবি আয় করেছে 8.5 কোটি টাকা ৷ বুধবার ছবির আয় ছিল 9.75 কোটি টাকা ৷

  • 6th টপ-গ্রসিং হিন্দি সিনেমা

ছবির শুধু বক্সঅফিস সাফল্য আলোচ্য বিষয় নয় ৷ 15তম দিনে ছবি পিছনে ফেলেছে যশ অভিনীত 'কেজিএফ 2'-এর বক্সঅফিস কালেকশনকেও ৷ যশের ছবি 15দিনে আয় করেছিল 435 কোটি টাকা ৷ সেই তুলনায় অনেকটাই এগিয়ে রাজকুমার-শ্রদ্ধার ছবি ৷ ফলে ভারতীয় ছবির বক্সঅফিসে এই মুহূর্তে ষষ্ঠস্থানে রয়েছে 'স্ত্রী 2' ৷

  • বক্সঅফিসে টপ 10-এ থাকা হিন্দি সিনেমার তালিকা (অগস্ট 30, 2024 পর্যন্ত)
SLMovieIndia Net
1জওয়ানRs 582.31 Cr
2গদর 2Rs 525.7 Cr
3পাঠানRs 524.53 Cr
4বাহুবলি 2: দ্য কনক্লুশনRs 510.99 Cr
5অ্যানিম্যালRs 502.98 Cr
6স্ত্রী 2Rs 453.60 Cr (নির্মাতাদের মতে)
7কেজিএফ 2 Rs 435.33 Cr
8দঙ্গলRs 374.43 Cr
9সঞ্জু Rs 342.57 Cr
10পিকে Rs 340.8 Cr

(সোর্স: স্যাকনিল্ক)

  • ভারতে কী 500 কোটির ঘরে প্রবেশ করতে পারবে স্ত্রী 2?

এখন প্রশ্ন উঠেছে ভারতীয় প্রেক্ষাগৃহে যেভাবে এই সিনেমা দর্শকদের ভালোবাসা পাচ্ছে তাতে 500 কোটির মাইলস্টোন ছুঁতে পারবে কি না ৷ মনে করা হচ্ছে, চলতি উইকএন্ডে বাড়বে টিকিট বিক্রির সংখ্যা ৷ কেন না, এখনও পর্যন্ত কোনও বড় সিনেমার মুক্তি নেই ৷ ফলে মনে করা হচ্ছে, সেই সুযোগটা অবশ্যই কাজে লাগাবেন ছবির নির্মাতারা

হায়দরাবাদ, 30 অগস্ট: প্রেক্ষাগৃহে মাত্র 15 দিন হয়েছে মুক্তি পেয়েছে রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত 'স্ত্রী 2' ৷ প্রথমদিন থেকেই বক্সঅফিসে যেভাবে ছক্কা হাঁকাচ্ছে অমর কৌশিকের ছবি তা পিছনে ফেলেছে বড় বড় তারকাদের ব্লকব্লাস্টার সিনেমা ৷ তৃতীয় সপ্তাহেও আশার আলো দেখাচ্ছে হরর-কমেডি এই ছবি ৷

  • 15 দিনে স্ত্রী 2-এর বক্সঅফিস কালেকশন

প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মস শুক্রবার নতুন একটি পোস্টার সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ৷ নির্মাতাদের খবর অনুযায়ী, এই ছবির ভারতে গ্রস কালেকশন হয়েছেন 535.24 কোটি টাকা ৷ অন্যদিকে, নেট কালেকশন হয়েছে 453.60 কোটি টাকা ৷ ইন্ডাষ্ট্রি ট্রেকার স্যাকনিল্ক অনুযায়ী 15তম দিন অর্থাৎ বৃহস্পতিবার ছবি আয় করেছে 8.5 কোটি টাকা ৷ বুধবার ছবির আয় ছিল 9.75 কোটি টাকা ৷

  • 6th টপ-গ্রসিং হিন্দি সিনেমা

ছবির শুধু বক্সঅফিস সাফল্য আলোচ্য বিষয় নয় ৷ 15তম দিনে ছবি পিছনে ফেলেছে যশ অভিনীত 'কেজিএফ 2'-এর বক্সঅফিস কালেকশনকেও ৷ যশের ছবি 15দিনে আয় করেছিল 435 কোটি টাকা ৷ সেই তুলনায় অনেকটাই এগিয়ে রাজকুমার-শ্রদ্ধার ছবি ৷ ফলে ভারতীয় ছবির বক্সঅফিসে এই মুহূর্তে ষষ্ঠস্থানে রয়েছে 'স্ত্রী 2' ৷

  • বক্সঅফিসে টপ 10-এ থাকা হিন্দি সিনেমার তালিকা (অগস্ট 30, 2024 পর্যন্ত)
SLMovieIndia Net
1জওয়ানRs 582.31 Cr
2গদর 2Rs 525.7 Cr
3পাঠানRs 524.53 Cr
4বাহুবলি 2: দ্য কনক্লুশনRs 510.99 Cr
5অ্যানিম্যালRs 502.98 Cr
6স্ত্রী 2Rs 453.60 Cr (নির্মাতাদের মতে)
7কেজিএফ 2 Rs 435.33 Cr
8দঙ্গলRs 374.43 Cr
9সঞ্জু Rs 342.57 Cr
10পিকে Rs 340.8 Cr

(সোর্স: স্যাকনিল্ক)

  • ভারতে কী 500 কোটির ঘরে প্রবেশ করতে পারবে স্ত্রী 2?

এখন প্রশ্ন উঠেছে ভারতীয় প্রেক্ষাগৃহে যেভাবে এই সিনেমা দর্শকদের ভালোবাসা পাচ্ছে তাতে 500 কোটির মাইলস্টোন ছুঁতে পারবে কি না ৷ মনে করা হচ্ছে, চলতি উইকএন্ডে বাড়বে টিকিট বিক্রির সংখ্যা ৷ কেন না, এখনও পর্যন্ত কোনও বড় সিনেমার মুক্তি নেই ৷ ফলে মনে করা হচ্ছে, সেই সুযোগটা অবশ্যই কাজে লাগাবেন ছবির নির্মাতারা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.