ETV Bharat / entertainment

সাত দিনেই 400 কোটির ক্লাবে ঢুকে গেল রাজকুমার-শ্রদ্ধার 'স্ত্রী 2' - stree 2 Box Office Collection

Stree 2 Box Office Success: এত কম সময়ে 'স্ত্রী 2' বক্সঅফিসে ম্যাজিক দেখাবে তা অনুমান করা যায়নি ৷ মাত্র 7 দিনে ছবি আয় করে ফেলল 400 কোটি টাকা ৷ রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত হরর-কমেডি ছবি এখনও খেল দেখাচ্ছে বক্সঅফিসে ৷

Stree 2 Box Office Success
রাজকুমার-শ্রদ্ধার 'স্ত্রী 2' ছবির বক্সঅফিস কালেকশন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 22, 2024, 5:22 PM IST

হায়দরাবাদ, 22 অগস্ট: শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও এবং পঙ্কজ ত্রিপাঠী অভিনীত হরর কমেডি সিক্যুয়েল, 'স্ত্রী 2', স্বাধীনতা দিবসে মুক্তির পর থেকে বক্স অফিসে ঝড় তুলেছে। অমর কৌশিক পরিচালিত এই ছবি সকলের প্রত্যাশা ছাড়িয়ে গিয়েছে ৷ 2024 সালে সবচেয়ে বড় ব্লকব্লাস্টার হিট ছবির তালিকায় জায়গা পাকা করে নিল 'স্ত্রী 2' ৷

মাত্র সাত দিনে ভারতে ছবির আয় হয়েছে 274.35 কোটি টাকা ৷ যা এককথায় দ্বিগুণ আয় 2018 সালে মুক্তি পাওয়া 'স্ত্রী' ছবির তুলনায় ৷ সেই ছবি মোট আয় করেছিল 130 কোটি টাকা ৷ এবার প্রেক্ষাগৃহে আরও বেশি দর্শক টানছে রাজকুমার-শ্রদ্ধার ছবি ৷ যদিও বুধবার 26 শতাংশ ছবির আয় কমেছে ৷ ইন্ডাষ্ট্রি ট্রেকার স্যাকনিল্ক অনুযায়ী, এই দিন আয় হয়েছে মোট 19 কোটি টাকা ৷ তার মধ্যেও ছবির বক্সঅফিস গতি বেশ ভালো বলা যায় ৷

এদিকে গ্লোবালি গ্রস কালেকশন হিসাবে 'স্ত্রী 2' আয় করে ফেলেছে 401 কোটি টাকা ৷ 2024 সালে সেকেন্ড হাইয়েস্ট গ্রসিং ছবি হিসাবে তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে 'স্ত্রী 2' ৷ প্রথম স্থানে রয়েছে কল্কি 2898 এডি ৷ যা আয় করেছিল 1100 কোটি টাকা ৷ কমেডি হরর এই ছবি একাধিক বক্সঅফিস রেকর্ড ভেঙে দিয়েছে ৷ যার মধ্যে রয়েছে 'ফাইটার' (354 কোটি টাকা), 'হনুমান' (294.18 কোটি টাকা) ও 'মঞ্জুমেল বয়েজ' (241.56 কোটি টাকা) ৷

ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বুধবার পর্যন্ত 'স্ত্রী 2' ছবির নির্মাতারা ছবির ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন শেয়ার করেছে ৷ পোস্টে লেখা, "এক সপ্তাহে দুর্দান্ত সাফল্য ৷ ধন্যবাদ দর্শকদের অফুরন্ত ভালোবাসার জন্য ৷" এই পোস্টে এক নেটিজেন লেখেন, "ওর নাম স্ত্রী, বক্সঅফিস সুনামি আনতে পারে ৷" এছাড়াও অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন ছবির টিমকে ৷ বক্সঅফিসে এই মূহূর্তে বড় কোন ছবির মুক্তি নেই ৷ ফলে মনে করা হচ্ছে, 'স্ত্রী 2' একাই ছক্কা হাঁকাবে ৷ তবে সেপ্টেম্বরে কঙ্গনা রানাওয়াত ও করিনা কাপুর খানের ছবি রয়েছে মুক্তির অপেক্ষায় ৷ ততদিন স্ত্রী আর কী কী রেকর্ড করে, তা সময় বলবে ৷

হায়দরাবাদ, 22 অগস্ট: শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও এবং পঙ্কজ ত্রিপাঠী অভিনীত হরর কমেডি সিক্যুয়েল, 'স্ত্রী 2', স্বাধীনতা দিবসে মুক্তির পর থেকে বক্স অফিসে ঝড় তুলেছে। অমর কৌশিক পরিচালিত এই ছবি সকলের প্রত্যাশা ছাড়িয়ে গিয়েছে ৷ 2024 সালে সবচেয়ে বড় ব্লকব্লাস্টার হিট ছবির তালিকায় জায়গা পাকা করে নিল 'স্ত্রী 2' ৷

মাত্র সাত দিনে ভারতে ছবির আয় হয়েছে 274.35 কোটি টাকা ৷ যা এককথায় দ্বিগুণ আয় 2018 সালে মুক্তি পাওয়া 'স্ত্রী' ছবির তুলনায় ৷ সেই ছবি মোট আয় করেছিল 130 কোটি টাকা ৷ এবার প্রেক্ষাগৃহে আরও বেশি দর্শক টানছে রাজকুমার-শ্রদ্ধার ছবি ৷ যদিও বুধবার 26 শতাংশ ছবির আয় কমেছে ৷ ইন্ডাষ্ট্রি ট্রেকার স্যাকনিল্ক অনুযায়ী, এই দিন আয় হয়েছে মোট 19 কোটি টাকা ৷ তার মধ্যেও ছবির বক্সঅফিস গতি বেশ ভালো বলা যায় ৷

এদিকে গ্লোবালি গ্রস কালেকশন হিসাবে 'স্ত্রী 2' আয় করে ফেলেছে 401 কোটি টাকা ৷ 2024 সালে সেকেন্ড হাইয়েস্ট গ্রসিং ছবি হিসাবে তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে 'স্ত্রী 2' ৷ প্রথম স্থানে রয়েছে কল্কি 2898 এডি ৷ যা আয় করেছিল 1100 কোটি টাকা ৷ কমেডি হরর এই ছবি একাধিক বক্সঅফিস রেকর্ড ভেঙে দিয়েছে ৷ যার মধ্যে রয়েছে 'ফাইটার' (354 কোটি টাকা), 'হনুমান' (294.18 কোটি টাকা) ও 'মঞ্জুমেল বয়েজ' (241.56 কোটি টাকা) ৷

ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বুধবার পর্যন্ত 'স্ত্রী 2' ছবির নির্মাতারা ছবির ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন শেয়ার করেছে ৷ পোস্টে লেখা, "এক সপ্তাহে দুর্দান্ত সাফল্য ৷ ধন্যবাদ দর্শকদের অফুরন্ত ভালোবাসার জন্য ৷" এই পোস্টে এক নেটিজেন লেখেন, "ওর নাম স্ত্রী, বক্সঅফিস সুনামি আনতে পারে ৷" এছাড়াও অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন ছবির টিমকে ৷ বক্সঅফিসে এই মূহূর্তে বড় কোন ছবির মুক্তি নেই ৷ ফলে মনে করা হচ্ছে, 'স্ত্রী 2' একাই ছক্কা হাঁকাবে ৷ তবে সেপ্টেম্বরে কঙ্গনা রানাওয়াত ও করিনা কাপুর খানের ছবি রয়েছে মুক্তির অপেক্ষায় ৷ ততদিন স্ত্রী আর কী কী রেকর্ড করে, তা সময় বলবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.