ETV Bharat / entertainment

গণেশ পুজোয় মেতে বলি সেলেবরা, কেমন কাটালেন বাদশা-ভাইজান ? - Ganesh Chaturthi 2024 - GANESH CHATURTHI 2024

Ganesh Chaturthi 2024: মায়ানগরী মেতে উঠেছে তাদের সবচেয়ে বড় উৎসবে ৷ গণেশ চতুর্থী উদযাপনে গা ভাসিয়েছেন বলি সেলেবরাও ৷ কেউ বাড়িতে পুজো করছেন তো আবার কেউ লালবাগচায় সিদ্ধিদাতাকে দর্শন করছেন ৷ তবে ভক্তকূল মুখিয়ে রয়েছে বলিউডের দুই খান শাহরুখ ও সলমনের গণেশ চতুর্থী পালনের কর্মকাণ্ড জানতে ৷ কীভাবে গণেশ পুজোয় মাতলেন বাদশা ও ভাইজান ?

Ganesh Chaturthi 2024
গণেশ চতুর্থী উদযাপনে শাহরুখ খান এবং সলমন খান (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 8, 2024, 5:02 PM IST

হায়দরাবাদ, 8 সেপ্টেম্বর: প্রত্যেক বছরই নিয়ম করে গণেশ পুজোয় মেতে ওঠেন বলিউড সুপারস্টার শাহরুখ খান এবং সলমন খান ৷ এবারও তার ব্যতিক্রম হল না ৷ গণেশ চতুর্থী মুম্বইয়ে পরিবারের সঙ্গেই কাটালেন বাদশা ও ভাইজান ৷ শাহরুখ শনিবার তাঁর বাসভবন মন্নতে সিদ্ধিদাতা গণেশকে স্বাগত জানিয়েছেন ৷ অন্যদিকে সলমন পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে বোন অর্পিতার বাড়িতে গণেশ চতুর্থী উদযাপনে মাতেন ।

শাহরুখ বাড়ির গণেশ পুজোর ছবি সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ৷ যেখানে বাপ্পার মূর্তির সঙ্গে স্ত্রী গৌরীর এক ঝলক শেয়ার করেছেন বাদশা । সঙ্গে ভক্তদের উদ্দেশে মিষ্টি বার্তাও দিয়েছেন তিনি ৷ ইনস্টাগ্রামে ছবির সঙ্গে শাহরুখ লিখেছেন, "গণেশ চতুর্থীর এই পবিত্র দিনে বাপ্পা আমাদের ও পরিবারকে স্বাস্থ্য, ভালবাসা এবং আনন্দে ভরিয়ে তুলুক ৷ সঙ্গে অবশ্যই অনেক মোদক দিয়েও ভরিয়ে দিক ৷"

অন্যদিকে সলমনের বোন অর্পিতা খান এবং তাঁর স্বামী আয়ুষ শর্মার বাড়িতে গণেশ পুজো হয় ৷ সেখানেই দেখা গেল ভাইজানকে ৷ শুধু তিনি একা নন, বাবা সেলিম খান, ভাই আরবাজ খান এবং সোহেল খান-সহ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন অর্পিতার বাড়িতে । সলমন তাঁর ছোট ভাগনির সঙ্গে বাপ্পার আরতি অনুষ্ঠানে অংশ নেন ৷ গণেশ চতুর্থী উপলক্ষে ভাইজানের পরনে ছিল বাদামী শার্ট এবং সাদা প্যান্ট ।

সোশাল মিডিয়ায় অর্পিতা খানের বাড়ির গণেশ পুজোর একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে ৷ সেখানে সলমন তো অনুরাগীদের নজর কেড়েছেন, তবে নেটিজেনদের চোখ এড়ায়নি ওই অনুষ্ঠানে সলমনের চর্চিত বান্ধবী ইউলিয়া ভান্তুরের উপস্থিতি ৷ ভারতীয় পোশাকে অভিনেত্রী-মডেলকে সলমনের পরিবারের সঙ্গে দেখা গিয়েছে ৷ ভাইজানের আরতির সময় সেখানেই দাঁড়িয়েছিলেন ইউলিয়া ৷ জানা গিয়েছে, বাড়ির সকলের সঙ্গে দিনটি উদযাপন করে সলমন পরে আম্বানি পরিবারের গণেশ চতুর্থী অনুষ্ঠানেও অংশ নেন ।

হায়দরাবাদ, 8 সেপ্টেম্বর: প্রত্যেক বছরই নিয়ম করে গণেশ পুজোয় মেতে ওঠেন বলিউড সুপারস্টার শাহরুখ খান এবং সলমন খান ৷ এবারও তার ব্যতিক্রম হল না ৷ গণেশ চতুর্থী মুম্বইয়ে পরিবারের সঙ্গেই কাটালেন বাদশা ও ভাইজান ৷ শাহরুখ শনিবার তাঁর বাসভবন মন্নতে সিদ্ধিদাতা গণেশকে স্বাগত জানিয়েছেন ৷ অন্যদিকে সলমন পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে বোন অর্পিতার বাড়িতে গণেশ চতুর্থী উদযাপনে মাতেন ।

শাহরুখ বাড়ির গণেশ পুজোর ছবি সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ৷ যেখানে বাপ্পার মূর্তির সঙ্গে স্ত্রী গৌরীর এক ঝলক শেয়ার করেছেন বাদশা । সঙ্গে ভক্তদের উদ্দেশে মিষ্টি বার্তাও দিয়েছেন তিনি ৷ ইনস্টাগ্রামে ছবির সঙ্গে শাহরুখ লিখেছেন, "গণেশ চতুর্থীর এই পবিত্র দিনে বাপ্পা আমাদের ও পরিবারকে স্বাস্থ্য, ভালবাসা এবং আনন্দে ভরিয়ে তুলুক ৷ সঙ্গে অবশ্যই অনেক মোদক দিয়েও ভরিয়ে দিক ৷"

অন্যদিকে সলমনের বোন অর্পিতা খান এবং তাঁর স্বামী আয়ুষ শর্মার বাড়িতে গণেশ পুজো হয় ৷ সেখানেই দেখা গেল ভাইজানকে ৷ শুধু তিনি একা নন, বাবা সেলিম খান, ভাই আরবাজ খান এবং সোহেল খান-সহ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন অর্পিতার বাড়িতে । সলমন তাঁর ছোট ভাগনির সঙ্গে বাপ্পার আরতি অনুষ্ঠানে অংশ নেন ৷ গণেশ চতুর্থী উপলক্ষে ভাইজানের পরনে ছিল বাদামী শার্ট এবং সাদা প্যান্ট ।

সোশাল মিডিয়ায় অর্পিতা খানের বাড়ির গণেশ পুজোর একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে ৷ সেখানে সলমন তো অনুরাগীদের নজর কেড়েছেন, তবে নেটিজেনদের চোখ এড়ায়নি ওই অনুষ্ঠানে সলমনের চর্চিত বান্ধবী ইউলিয়া ভান্তুরের উপস্থিতি ৷ ভারতীয় পোশাকে অভিনেত্রী-মডেলকে সলমনের পরিবারের সঙ্গে দেখা গিয়েছে ৷ ভাইজানের আরতির সময় সেখানেই দাঁড়িয়েছিলেন ইউলিয়া ৷ জানা গিয়েছে, বাড়ির সকলের সঙ্গে দিনটি উদযাপন করে সলমন পরে আম্বানি পরিবারের গণেশ চতুর্থী অনুষ্ঠানেও অংশ নেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.