ETV Bharat / entertainment

'স্বস্তিকার সঙ্গে যখন প্রেম করতাম...' প্রাক্তনের স্মৃতিতে ডুব সৃজিতের - Srijit Mukherji with Swastika

author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 14, 2024, 12:20 PM IST

Srijit on Swastika: অনেকদিন আগেই দু'জনার দু'টি পথ আলাদা হয়ে গিয়েছে ৷ প্রেমের সম্পর্কে চিড় ধরলে কী বন্ধুত্ব নষ্ট হয়? এমন প্রশ্ন যাঁরা করেন তাঁদের কাছে উত্তর হতে পারে সৃজিত ও স্বস্তিকা মুখোপাধ্যায়ের সম্পর্ক ৷ কাজ ও বন্ধুত্বের সম্পর্ক কীভাবে গুছিয়ে রেখেছেন তাঁরা ৷ খোলা মনে ইটিভি ভারতের সঙ্গে আড্ডায় জানালেন পরিচালক-অভিনেত্রী ৷

Srijit on Swastika
প্রাক্তন প্রেমিকার স্মৃতিতে ডুব সৃজিতের (ইটিভি ভারত)

কলকাতা, 14 সেপ্টেম্বর: প্রেম প্রণয়ের সম্পর্ক অনেকদিন আগে ভেঙে গেলেও বন্ধুত্ব অটুট স্বস্তিকা এবং সৃজিত মুখোপাধ্যায়ের মধ্যে। সম্প্রতি সৃজিতের টেক্কা ছবিতে কাজ করেছেন স্বস্তিকা ৷ প্রেম-বন্ধুত্বের আঙিনায় কেমন ছিল তাঁদের জার্নি, ইটিভি ভারতে সঙ্গে আড্ডায় উঠে এল তেমনই অজানা কিছু কথা ৷

খোলামেলা আড্ডায় সৃজিত ও স্বস্তিকা মুখোপাধ্যায় (ইটিভি ভারত)

পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বলেন, "স্বস্তিকা ভীষণ ইমোশনাল মানুষ। দরদী মানুষ। আমরা যখন প্রেম করতাম স্বস্তিকা আমার পরিবারের জন্য তো জামা কাপড় কিনতই। পাশাপাশি আমি ছোটবেলায় যার দোকান থেকে এগরোল কিনে খেতাম তার জন্যও জামা কিনেছিল স্বস্তিকা। অর্থাৎ, স্বস্তিকা যাঁকে ভালোবাসে তাঁর ঘরের মানুষগুলোকেই শুধু নয়, তাঁর পরিচিত বাইরের মানুষগুলোকেও ভালোবাসে। ভালোবাসার মানুষের শৈশবের সেন্টিমেন্টটাও ওর কাছে দামী।"

ছবিতে কাজ প্রসঙ্গকে সৃজিত বলেন, "স্বস্তিকা যে কোনও চরিত্রকে একটার থেকে আলাদা করতে পারে খুব সহজে। একইভাবে মায়ের চরিত্রগুলোকেও একটার থেকে আরেকটাকে আলাদা করে তোলে নিমেষে। 'ক্রিমনাল জাস্টিস'-এ সে একরকমের মা আবার 'নিখোঁজ'-এ আরেক রকমের, আবার 'কলা'তে আরেক রকমের। 'টেক্কা'র ইরা এদের থেকে আবার একেবারেই আলাদা।"

সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় 'জাতিস্মর', 'শাহজাহান রিজেন্সি'তে অভিনয় করেন স্বস্তিকা। স্বস্তিকা জানিয়েছেন, "সৃজিতের পরিচালনায় 'শাহজাহান রিজেন্সি' আজও মানুষ মনে রেখেছে ৷ 'জাতিস্মর' নিয়ে আজও মানুষ কথা বলে। আমার বিশ্বাস 'টেক্কা'ও নজির গড়বে ৷

উল্লেখ্য, ফিল্মি কেরিয়ারে একাধিক মায়ের চরিত্র করা হয়ে গিয়েছে স্বস্তিকার। যুক্ত হল 'টেক্কা'। স্বস্তিকা বলেন, "ঋজু (সৃজিত) আমাকে অনেকদিন আগে থেকেই চেনে। ও আমার মাতৃসত্তাটার সঙ্গে অনেক আগে থেকেই পরিচিত। ফলে, একজন কিডন্যাপ হয়ে যাওয়া মেয়ের মায়ের মনের অবস্থা এবং তার ফলে তার অভিব্যক্তি কী হতে পারে, সেটা আমি কতটা ফুটিয়ে তুলতে পারি ঋজু জানে। তাই পরিচালকের দৃষ্টিকোণ থেকে আমার সেই মাতৃসত্তাটাকেও ঋজু কাজে লাগাতে পেরেছে।"

প্রসঙ্গত, লেখক ভাস্কর চট্টোপাধ্যায় সৃজিত মুখোপাধ্যায়ের বন্ধু। তিনি জনার্দন মাইতি নামে একটি ডিটেকটিভ চরিত্রের স্র‍ষ্টা। তাঁরই সৃষ্টি এই 'টেক্কা'। এই প্রথম সিনেমার জন্য চিত্রনাট্য ও গল্প লিখলেন ভাস্কর চট্টোপাধ্যায়। বন্ধুর কাছ থেকে গল্পটা পেয়ে হিন্দিতে করার কথা ভেবেছিলেন সৃজিত। তবে, মুম্বইতে কাজ অনেক দেরিতে হয়। সেখানে আমলাতান্ত্রিকতার বড় বাড়বাড়ন্ত। তাই বাংলাতেই ছবিটি করার সিদ্ধান্ত নেন সৃজিত মুখোপাধ্যায়। যেখানে এক সময়ের প্রেমিকা স্বস্তিকা মুখোপাধ্যায়কে নিয়ে এলেন একজন মায়ের চরিত্রে ৷ শুধু তাই নয়, এদিন কথায় কথায় উঠে আসে আরজি কর প্রসঙ্গও ৷

কলকাতা, 14 সেপ্টেম্বর: প্রেম প্রণয়ের সম্পর্ক অনেকদিন আগে ভেঙে গেলেও বন্ধুত্ব অটুট স্বস্তিকা এবং সৃজিত মুখোপাধ্যায়ের মধ্যে। সম্প্রতি সৃজিতের টেক্কা ছবিতে কাজ করেছেন স্বস্তিকা ৷ প্রেম-বন্ধুত্বের আঙিনায় কেমন ছিল তাঁদের জার্নি, ইটিভি ভারতে সঙ্গে আড্ডায় উঠে এল তেমনই অজানা কিছু কথা ৷

খোলামেলা আড্ডায় সৃজিত ও স্বস্তিকা মুখোপাধ্যায় (ইটিভি ভারত)

পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বলেন, "স্বস্তিকা ভীষণ ইমোশনাল মানুষ। দরদী মানুষ। আমরা যখন প্রেম করতাম স্বস্তিকা আমার পরিবারের জন্য তো জামা কাপড় কিনতই। পাশাপাশি আমি ছোটবেলায় যার দোকান থেকে এগরোল কিনে খেতাম তার জন্যও জামা কিনেছিল স্বস্তিকা। অর্থাৎ, স্বস্তিকা যাঁকে ভালোবাসে তাঁর ঘরের মানুষগুলোকেই শুধু নয়, তাঁর পরিচিত বাইরের মানুষগুলোকেও ভালোবাসে। ভালোবাসার মানুষের শৈশবের সেন্টিমেন্টটাও ওর কাছে দামী।"

ছবিতে কাজ প্রসঙ্গকে সৃজিত বলেন, "স্বস্তিকা যে কোনও চরিত্রকে একটার থেকে আলাদা করতে পারে খুব সহজে। একইভাবে মায়ের চরিত্রগুলোকেও একটার থেকে আরেকটাকে আলাদা করে তোলে নিমেষে। 'ক্রিমনাল জাস্টিস'-এ সে একরকমের মা আবার 'নিখোঁজ'-এ আরেক রকমের, আবার 'কলা'তে আরেক রকমের। 'টেক্কা'র ইরা এদের থেকে আবার একেবারেই আলাদা।"

সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় 'জাতিস্মর', 'শাহজাহান রিজেন্সি'তে অভিনয় করেন স্বস্তিকা। স্বস্তিকা জানিয়েছেন, "সৃজিতের পরিচালনায় 'শাহজাহান রিজেন্সি' আজও মানুষ মনে রেখেছে ৷ 'জাতিস্মর' নিয়ে আজও মানুষ কথা বলে। আমার বিশ্বাস 'টেক্কা'ও নজির গড়বে ৷

উল্লেখ্য, ফিল্মি কেরিয়ারে একাধিক মায়ের চরিত্র করা হয়ে গিয়েছে স্বস্তিকার। যুক্ত হল 'টেক্কা'। স্বস্তিকা বলেন, "ঋজু (সৃজিত) আমাকে অনেকদিন আগে থেকেই চেনে। ও আমার মাতৃসত্তাটার সঙ্গে অনেক আগে থেকেই পরিচিত। ফলে, একজন কিডন্যাপ হয়ে যাওয়া মেয়ের মায়ের মনের অবস্থা এবং তার ফলে তার অভিব্যক্তি কী হতে পারে, সেটা আমি কতটা ফুটিয়ে তুলতে পারি ঋজু জানে। তাই পরিচালকের দৃষ্টিকোণ থেকে আমার সেই মাতৃসত্তাটাকেও ঋজু কাজে লাগাতে পেরেছে।"

প্রসঙ্গত, লেখক ভাস্কর চট্টোপাধ্যায় সৃজিত মুখোপাধ্যায়ের বন্ধু। তিনি জনার্দন মাইতি নামে একটি ডিটেকটিভ চরিত্রের স্র‍ষ্টা। তাঁরই সৃষ্টি এই 'টেক্কা'। এই প্রথম সিনেমার জন্য চিত্রনাট্য ও গল্প লিখলেন ভাস্কর চট্টোপাধ্যায়। বন্ধুর কাছ থেকে গল্পটা পেয়ে হিন্দিতে করার কথা ভেবেছিলেন সৃজিত। তবে, মুম্বইতে কাজ অনেক দেরিতে হয়। সেখানে আমলাতান্ত্রিকতার বড় বাড়বাড়ন্ত। তাই বাংলাতেই ছবিটি করার সিদ্ধান্ত নেন সৃজিত মুখোপাধ্যায়। যেখানে এক সময়ের প্রেমিকা স্বস্তিকা মুখোপাধ্যায়কে নিয়ে এলেন একজন মায়ের চরিত্রে ৷ শুধু তাই নয়, এদিন কথায় কথায় উঠে আসে আরজি কর প্রসঙ্গও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.