কলকাতা, 2 জুলাই: রেশন দুর্নীতি কাণ্ডে জড়িয়েছে টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্তর নাম । ইডির দরবারে একবার নয়, দু'বার হাজিরা দিয়েছেন তিনি । এবার জানা গিয়েছে ইডি'কে 70 লক্ষ টাকা ফেরত দিতে প্রস্তুত টলিকুইন। দুর্নীতির সঙ্গে যুক্ত না-থাকলে কেন টাকা ফেরত দিচ্ছেন ? এই প্রশ্ন তুলে সোশাল মিডিয়ায় সরব অভিনেত্রী শ্রীলেখা মিত্র ৷ নিন্দায় সরব নেটিজেনরাও ৷ অন্যদিকে, এই বিষয়ে ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে, তিনি ফোন ধরেননি ৷
শ্রীলেখা মিত্র সোশাল মিডিয়ায় লেখেন, "চুরি না করলে টাকা ফেরত দিচ্ছেন কেন ? 70 লাখ টাকা তো মুখের কথা নয় । সাধারণ মানুষের থেকে চুরি করা টাকা । কেউ নিজের গ্যাট থেকে এমনি এমনি এতগুলো টাকা দেন না । ক্যামেরার সামনে হাত নেড়ে কী প্রমাণ করার চেষ্টা ? লজ্জাও করে না ? তারপরেও মিডিয়া এনাদের নম্বর ওয়ান শিরোপা দেবেন ? আমার ইউটিউব ভিডিয়ো নিয়ে মিডিয়ার এক অংশ এবং ইন্ডাস্ট্রি এনাদের হয়েও কথা বলবেন।" তিনি আরও লেখেন, "দুর্নীতির কোনও সীমা নেই আর এখন । ছিঃ ধিক্কার জানাই । আমার এই পোস্টে ইন্ডাস্ট্রির লোকজন নির্বাক থাকবেন।"
উল্লেখ্য, গত জুন মাসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা রেশন দুর্নীতি কাণ্ডে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে প্রায় 5 ঘণ্টা সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করেন । তদন্তের মাত্র দু'সপ্তাহের মধ্যেই 70 লক্ষ টাকা ইডিকে ফেরাতে চাইছেন 'টলি কুইন' ৷ মঙ্গলবার ইডি সূত্রে এমনটাই জানা গিয়েছে ৷ অভিযোগ, রেশন দুর্নীতি কাণ্ডে একাধিক প্রভাবশালী ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন অভিযুক্তদের সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্তের নাম জড়িয়ে যায় ৷ তাঁর নাম সামনে আসতেই তলব করে ইডি ৷ এরপরেই তদন্তকারী আধিকারিকদের তরফে জানা গিয়েছে, 70 লক্ষ টাকা ফেরত দিতে চান টলিউডের প্রথম সারির অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ৷
এই খবর সামনে আসতেই অভিনেত্রী শ্রীলেখা মিত্র যেমন তোপ দেগেছেন তেমনই নেটিজেনরাও ক্ষোভ প্রকাশ করেছেন ৷ কেউ লিখেছেন, "কী অবস্থা...! আরও কত নাম বেরোবে দেখে যাও শুধু ৷" আবার কেউ লিখেছেন, "এটা বুঝলাম না । তিনি টাকা ফেরত দিচ্ছেন কেন ? এমন করতে কারওকে দেখিনি ৷ কত বড় বড় চোর এল গেল ! বিদেশে বসে আছে সব ৷" আবার এক নেটিজেন লিখেছেন, "ধরা পড়লেই ভালো মানুষ সাজা, ভালোমানুষের মুখোশ পড়ে টাকা ফেরত দেওয়া.. না হলে, সবকিছুই যে চলতো মসৃণভাবে, চাকচিক্যময় মোড়কে..ইডি না ডাকলে এতো বিশাল অংকের টাকা ফেরত দেওয়ার কথা ভাবাও হত না.. অঙ্ক সত্যিই কঠিন, জটিল !!"