ETV Bharat / entertainment

পরনে বেনারসি-হাতে শাঁখাপলা, বাঙালি বধূর সাজে বিয়ের পিঁড়িতে সৃজিতা - SREEJITA DE WEDDING PICS

পরনে সোনালী জড়ির কাজ করা লাল বেনারসি শাড়ি ৷ মাথায় শোলার মুকুট ৷ হাতে শাখা-পলা ৷ বিয়ের ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী সৃজিতা দে ৷

Sreejita De
সৃজিতার বাঙালি মতে বিয়ে (আইএএনএস)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 14, 2024, 5:32 PM IST

হায়দরাবাদ, 14 নভেম্বর: সাতপাকে বাধা পড়লেন বাঙালি অভিনেত্রী সৃজিতা দে ৷ একেবারে বাঙালি সাজে মন কাড়লেন সৃজিতা ৷ গোয়াতে বসেছিল বিয়ের আসর ৷ নীল আকাশ ও নীল সমুদ্রকে সাক্ষী রেখে বিয়ে করলেন তাঁরা ৷ সেই ছবি সোশাল মিডিয়ায় আসতেই নিমেষে ভাইরাল ৷

বাঙালি বধূর বেশে সৃজিতাকে লাগছে অপূর্ব ৷ অন্যদিকে, ঘিয়ে রঙের শেরওয়ানিতে হ্যান্ডসাম হাঙ্ক মাইকেলও কম যান না৷ বিয়ের একাধিক মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন সৃজিতা ৷

গত বছর জুলাইয়ে খ্রিস্টান মতে এক গীর্জায় বিয়ে করেন 'উত্তরন' ও 'নজর' খ্যাত বাঙালি অভিনেত্রী ৷ সোশাল মিডিয়ায় সেই ছবিও তিনি শেয়ার করেছিলেন ৷ সাদা রঙের গাউনে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে তাঁর বিয়ে ছিল ঠিক রূপকথার মতোই ৷ মাইকেল বহম পেপের সঙ্গে তিন বছরের প্রেম জীবন পেরিয়ে তাঁরা বিয়ের বন্ধনে আবদ্ধ হন ৷ মাইকেল মূলত জার্মানির বাসিন্দা ৷ এখন তিনি ভারতে রয়েছেন ৷

সৃজিতার বিয়ের প্রথম ছবিতে দেখা গিয়েছে, আগুনের চারপাশে 'সাত ফেরে' নিচ্ছেন সৃজিতা ৷ দ্বিতীয় ছবিতে দেখা গিয়েছে, মাইকেলের কাঁধে মাথা রেখেছেন অভিনেত্রী ৷ সিঁথিতে রাঙানো লাল সিঁদুরে ৷ পরের ছবিতে দেখা গিয়েছে, হাতে পান পাতা নিয়ে নাচতে নাচতে মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছেন 'উত্তরণ' অভিনেত্রী ৷ বেনারসি শাড়ির সঙ্গে ম্যাচিং ভারী গয়না সাজ করেছে সম্পূর্ণ ৷

বুলেট বাইকে সোয়্যাগ স্টাইলে এন্ট্রি মাইকেলের ৷ তারপরেই ছবিতে আসে সেই মাহেন্দ্রক্ষণ ৷ যে নিয়ম না হলে বিয়ে যেন অসম্পূর্ণ থেকে যায় ৷ আর তা হল সিঁদুর দান ৷ কয়েন দিয়ে সৃজিতার সিঁথিতে লাল সিঁদুর পরিয়ে দেন মাইকেল ৷ সৃজিতার চোখে মুখে যেন তখন এক অন্য ভালোলাগাময় অনুভূতির ছবি ৷ একাধিক ছবিতে স্পষ্টভাবে ফুটে উঠেছে বাঙালির বিয়ের নানা নিয়ম-রীতি ৷ বাদ পরেনি কলাগাছ তৈরি করা বা শ্বশুরবাড়ির যাওয়ার আগে পিছনে খই ফেলা ৷ সব মিলিয়ে সৃজিতার বাঙালি বিয়ের ছবি দেখে আপ্লুত অনুরাগীরাও ৷

2021 সালে তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল ৷ কিন্তু অতিমারি করোনার কারণে তা পিছিয়ে যায় ৷ প্যারিসের আইফেল টাওয়ারের সামনে সৃজিতাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন মাইকেল ৷ খ্রিস্টান মতে বিয়ের পর এবার বাঙালি মতে বিয়ে সারলেন সৃজিতা-মাইকেল ৷

হায়দরাবাদ, 14 নভেম্বর: সাতপাকে বাধা পড়লেন বাঙালি অভিনেত্রী সৃজিতা দে ৷ একেবারে বাঙালি সাজে মন কাড়লেন সৃজিতা ৷ গোয়াতে বসেছিল বিয়ের আসর ৷ নীল আকাশ ও নীল সমুদ্রকে সাক্ষী রেখে বিয়ে করলেন তাঁরা ৷ সেই ছবি সোশাল মিডিয়ায় আসতেই নিমেষে ভাইরাল ৷

বাঙালি বধূর বেশে সৃজিতাকে লাগছে অপূর্ব ৷ অন্যদিকে, ঘিয়ে রঙের শেরওয়ানিতে হ্যান্ডসাম হাঙ্ক মাইকেলও কম যান না৷ বিয়ের একাধিক মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন সৃজিতা ৷

গত বছর জুলাইয়ে খ্রিস্টান মতে এক গীর্জায় বিয়ে করেন 'উত্তরন' ও 'নজর' খ্যাত বাঙালি অভিনেত্রী ৷ সোশাল মিডিয়ায় সেই ছবিও তিনি শেয়ার করেছিলেন ৷ সাদা রঙের গাউনে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে তাঁর বিয়ে ছিল ঠিক রূপকথার মতোই ৷ মাইকেল বহম পেপের সঙ্গে তিন বছরের প্রেম জীবন পেরিয়ে তাঁরা বিয়ের বন্ধনে আবদ্ধ হন ৷ মাইকেল মূলত জার্মানির বাসিন্দা ৷ এখন তিনি ভারতে রয়েছেন ৷

সৃজিতার বিয়ের প্রথম ছবিতে দেখা গিয়েছে, আগুনের চারপাশে 'সাত ফেরে' নিচ্ছেন সৃজিতা ৷ দ্বিতীয় ছবিতে দেখা গিয়েছে, মাইকেলের কাঁধে মাথা রেখেছেন অভিনেত্রী ৷ সিঁথিতে রাঙানো লাল সিঁদুরে ৷ পরের ছবিতে দেখা গিয়েছে, হাতে পান পাতা নিয়ে নাচতে নাচতে মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছেন 'উত্তরণ' অভিনেত্রী ৷ বেনারসি শাড়ির সঙ্গে ম্যাচিং ভারী গয়না সাজ করেছে সম্পূর্ণ ৷

বুলেট বাইকে সোয়্যাগ স্টাইলে এন্ট্রি মাইকেলের ৷ তারপরেই ছবিতে আসে সেই মাহেন্দ্রক্ষণ ৷ যে নিয়ম না হলে বিয়ে যেন অসম্পূর্ণ থেকে যায় ৷ আর তা হল সিঁদুর দান ৷ কয়েন দিয়ে সৃজিতার সিঁথিতে লাল সিঁদুর পরিয়ে দেন মাইকেল ৷ সৃজিতার চোখে মুখে যেন তখন এক অন্য ভালোলাগাময় অনুভূতির ছবি ৷ একাধিক ছবিতে স্পষ্টভাবে ফুটে উঠেছে বাঙালির বিয়ের নানা নিয়ম-রীতি ৷ বাদ পরেনি কলাগাছ তৈরি করা বা শ্বশুরবাড়ির যাওয়ার আগে পিছনে খই ফেলা ৷ সব মিলিয়ে সৃজিতার বাঙালি বিয়ের ছবি দেখে আপ্লুত অনুরাগীরাও ৷

2021 সালে তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল ৷ কিন্তু অতিমারি করোনার কারণে তা পিছিয়ে যায় ৷ প্যারিসের আইফেল টাওয়ারের সামনে সৃজিতাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন মাইকেল ৷ খ্রিস্টান মতে বিয়ের পর এবার বাঙালি মতে বিয়ে সারলেন সৃজিতা-মাইকেল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.