কলকাতা, 20 জুলাই: সামনেই আরও একটি 24 জুলাই। মহানায়ক উত্তম কুমারের 45তম প্রয়াণবার্ষিকী। প্রত্যেকবারের মতো এবারও মহানায়কের স্মরণে উদ্যোগ নেওয়া হয়েছে শিল্পী সংসদের তরফ থেকে। নন্দনে শুরু হচ্ছে 'উত্তম চলচ্চিত্র উৎসব 2024'। 24 তারিখ থেকে 7 অগস্ট পর্যন্ত চলবে এই উৎসব। যেখানে প্রতিদিন দু'টি করে মহানায়কের সিনেমা দেখার সুযোগ পাবেন দর্শকরা ৷
শিল্পী সংসদের এক্সিকিউটিভ মেম্বার রত্না ঘোষাল বলেন, "প্রতি বছরের মতো এবছরেও এদিন সকালে প্রথমে টালিগঞ্জ ট্রাম ডিপোর মোড়ে মহানায়কের মূর্তিতে মাল্যদান করা হবে ৷ এরপর তাঁকে নিয়ে বক্তব্য রাখবেন বিশিষ্ট মানুষেরা। নন্দনে দাদার (মহানায়ক) অভিনীত ছবি দেখানোর সূচণা হবে। পরে রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হবে 'উত্তম কলারত্ন পুরস্কার অনুষ্ঠান'। এটা চলবে রাত সাড়ে 9টা থেকে 10টা পর্যন্ত। সুতরাং 24 জুলাই সকাল থেকে রাত-শুধু দাদাকে ঘিরেই কাটবে। গান, গল্প, আলোচনা সবই থাকবে।"
এই ব্যাপারে মহানায়কের নাতনি নবমিতা চট্টোপাধ্যায় বলেন, "দাদু চিরকালই প্রাসঙ্গিক। বিদেশেও দাদুকে নিয়ে আলোচনা হয়। আমাদের পরিবারের কাছে গর্বের। আমার মনে হয় সব বাঙালির কাছেই সেটা গর্বের।"
একনজরে দেখে নেওয়া যাব কবে মহানায়ক উত্তম কুমারের কোন কোন ছবি দেখানো হবে?
24 জুলাই- 'সাড়ে চুয়াত্তর' এবং 'সবার উপরে'
25 জুলাই- 'মৌচাক' এবং 'মন নিয়ে'
26 জুলাই- 'অ্যান্টনি ফিরিঙ্গি' আর 'সদানন্দের মেলা'
27 জুলাই- 'রাইকমল' আর 'সাথীহারা'
28 জুলাই- 'চৌরঙ্গী' আর 'সূর্যতোরণ'
29 জুলাই- 'উত্তরায়ণ' আর 'অন্ধ অতীত'
30 জুলাই- 'জীবন তৃষ্ণা' আর 'পৃথিবী আমারে চায়'
31 জুলাই- 'রাজকুমারী' আর 'কখনও মেঘ'
1 অগস্ট- 'অবাক পৃথিবী' আর 'শুন বরনারী'
2 অগস্ট- 'প্রিয়বান্ধবী' আর 'পুত্রবধূ'।
3 অগস্ট- 'রাজকন্যা' আর 'যদি জানতেম'।
4 অগস্ট- 'অভয়ের বিয়ে' আর 'শেষ অঙ্ক'
5 অগস্ট- শ্যামলী' আর 'উপহার'
6 অগস্ট- 'জীবনমৃত্যু' আর 'একটি রাত'
7 অগস্ট - 'সেই চোখ' আর 'থানা থেকে আসছি'।
জানা গিয়েছে, নন্দনের 1,2 ও 3 নম্বর প্রেক্ষাগৃহে দেখানো হবে উত্তম কুমারের এই সমস্ত ছবি। দুঃস্থ শিল্পীদের সাহায্যার্থেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে শিল্পী সংসদের তরফে।