ETV Bharat / entertainment

'খাদান একাদশ' বনাম 'দাদা একাদশ'- ক্রিকেট ম্যাচে মুখোমুখি দেব-সৌরভ - KHADAAN MOVIE PROMOTION

দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখোমুখি 'কুইন অফ দ্য ইন্ডিয়ান ক্রিকেট' ঝুলন গোস্বামী ৷ খাদান টিমের সঙ্গে জমে গেল শীতের মাঠে ক্রিকেট খেলা ৷

sourav-ganguly-jhulan-goswami-Jisshu Sengupta
খাদান একাদশ বনাম 'দাদা একাদশ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : 17 hours ago

কলকাতা, 17 ডিসেম্বর: টিম 'খাদান'-এর সঙ্গে ব্যাটে-বলে মাঠে প্রতিযোগিতায় সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামী ৷ বাংলার দাদার সঙ্গে ক্রিকেট খেলায় মাতল টিম 'খাদান' ৷ মুক্তির অপেক্ষায় দেব-যীশু সেনগুপ্ত 'খাদান' ৷ 20 ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি ৷

দেব-সহ টিম 'খাদান' এই মুহূর্তে ব্যস্ত বেঙ্গল ট্যুর নিয়ে। দেব-যীশুর পাশাপাশি, ইধিকা পাল, বরখা বিস্ত, নীলায়ণ চট্টোপাধ্যায়-সহ বাকিরা সারা বাংলায় প্রচারে ব্যস্ত। এরই ফাঁকে ক্রিকেট খেলায় মাতল টিম 'খাদান'। ঘটনাটা নিছকই ক্রিকেট খেলায় মেতে ওঠা নয়। 'খাদান একাদশ'-এর বিপক্ষ শিবিরে ছিল টিম 'দাদা একাদশ'।

'দাদা একাদশ'-এর অধিনায়ক ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে, এদিন দেবের দলে অর্থাৎ 'খাদান একাদশ' টিমের হয়ে ব্যাট, বল হাতে দেখা যায় 'কুইন অফ দ্য ইন্ডিয়ান ক্রিকেট' ঝুলন গোস্বামীকে। এদিন ব্যাট ধরেন দেব, যিশু সেনগুপ্ত-সহ সঙ্গীত পরিচালক নীলায়ণ চট্টোপাধ্যায়, অভিনেতা পার্থসারথি চক্রবর্তী, জন ভট্টাচার্য, দেবের আপ্ত সহায়ক সায়ন্তন রায় সহ 'খাদান' টিমের আরও অনেকে।

ওদিকে সৌরভের টিমেও ছিলেন দক্ষ খিলাড়িরা। সব মিলিয়ে জমজমাট খেলা হল এদিন। দিনের শেষে ম্যাচের ফলাফল ড্র। টিম 'খাদান' তো বটেই এদিনের ম্যাচে বিপক্ষ শিবিরের খেলোয়াড়দের পরনেও ছিল 'খাদান'-এর টি-শার্ট। এই খেলা নিয়ে স্বভাবতই উচ্ছ্বসিত দুই দলের খেলোয়াড়রা। তার উপরে প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক এবং প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেট অধিনায়কের সঙ্গে খেলা কম কথা নয়।

sourav-ganguly-jhulan-goswami-Jisshu Sengupta
খাদান একাদশ' বনাম 'দাদা একাদশ (ইটিভি ভারত)

উল্লেখ্য, যীশু সেনগুপ্ত এক সময়ের দুঁদে ক্রিকেটার। মন দিয়ে খেলতেন। 'খাদান' ছবিতে যীশুকে দেখা যাবে মোহন দাসের ভূমিকায়। তাঁর বিপরীতে স্নেহা বসু। ওদিকে দেবকে এই ছবিতে দেখা যাবে দ্বৈত চরিত্রে। শ্যাম এবং শ্যামের ছেলের চরিত্রে থাকবেন দেব। তাঁর বিপরীতে বরখা বিস্ত এবং ইধিকা পাল। 20 ডিসেম্বর সাড়ম্বরে মুক্তি পাবে এই ছবি। ছবির প্রচারের এও ছিল এক পদ্ধতি, তা বলাই বাহুল্য।

কলকাতা, 17 ডিসেম্বর: টিম 'খাদান'-এর সঙ্গে ব্যাটে-বলে মাঠে প্রতিযোগিতায় সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামী ৷ বাংলার দাদার সঙ্গে ক্রিকেট খেলায় মাতল টিম 'খাদান' ৷ মুক্তির অপেক্ষায় দেব-যীশু সেনগুপ্ত 'খাদান' ৷ 20 ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি ৷

দেব-সহ টিম 'খাদান' এই মুহূর্তে ব্যস্ত বেঙ্গল ট্যুর নিয়ে। দেব-যীশুর পাশাপাশি, ইধিকা পাল, বরখা বিস্ত, নীলায়ণ চট্টোপাধ্যায়-সহ বাকিরা সারা বাংলায় প্রচারে ব্যস্ত। এরই ফাঁকে ক্রিকেট খেলায় মাতল টিম 'খাদান'। ঘটনাটা নিছকই ক্রিকেট খেলায় মেতে ওঠা নয়। 'খাদান একাদশ'-এর বিপক্ষ শিবিরে ছিল টিম 'দাদা একাদশ'।

'দাদা একাদশ'-এর অধিনায়ক ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে, এদিন দেবের দলে অর্থাৎ 'খাদান একাদশ' টিমের হয়ে ব্যাট, বল হাতে দেখা যায় 'কুইন অফ দ্য ইন্ডিয়ান ক্রিকেট' ঝুলন গোস্বামীকে। এদিন ব্যাট ধরেন দেব, যিশু সেনগুপ্ত-সহ সঙ্গীত পরিচালক নীলায়ণ চট্টোপাধ্যায়, অভিনেতা পার্থসারথি চক্রবর্তী, জন ভট্টাচার্য, দেবের আপ্ত সহায়ক সায়ন্তন রায় সহ 'খাদান' টিমের আরও অনেকে।

ওদিকে সৌরভের টিমেও ছিলেন দক্ষ খিলাড়িরা। সব মিলিয়ে জমজমাট খেলা হল এদিন। দিনের শেষে ম্যাচের ফলাফল ড্র। টিম 'খাদান' তো বটেই এদিনের ম্যাচে বিপক্ষ শিবিরের খেলোয়াড়দের পরনেও ছিল 'খাদান'-এর টি-শার্ট। এই খেলা নিয়ে স্বভাবতই উচ্ছ্বসিত দুই দলের খেলোয়াড়রা। তার উপরে প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক এবং প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেট অধিনায়কের সঙ্গে খেলা কম কথা নয়।

sourav-ganguly-jhulan-goswami-Jisshu Sengupta
খাদান একাদশ' বনাম 'দাদা একাদশ (ইটিভি ভারত)

উল্লেখ্য, যীশু সেনগুপ্ত এক সময়ের দুঁদে ক্রিকেটার। মন দিয়ে খেলতেন। 'খাদান' ছবিতে যীশুকে দেখা যাবে মোহন দাসের ভূমিকায়। তাঁর বিপরীতে স্নেহা বসু। ওদিকে দেবকে এই ছবিতে দেখা যাবে দ্বৈত চরিত্রে। শ্যাম এবং শ্যামের ছেলের চরিত্রে থাকবেন দেব। তাঁর বিপরীতে বরখা বিস্ত এবং ইধিকা পাল। 20 ডিসেম্বর সাড়ম্বরে মুক্তি পাবে এই ছবি। ছবির প্রচারের এও ছিল এক পদ্ধতি, তা বলাই বাহুল্য।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.