ETV Bharat / entertainment

আরজি করের সঙ্গে কাকতালীয়ভাবে মিলে গিয়েছে 'ভর্গ', কী বলছেন সৌরভ-প্রান্তিকা? - Sourav Prantika Movie

author img

By ETV Bharat Entertainment Team

Published : 2 hours ago

Bharga Promotion: মুক্তির অপেক্ষায় শুভম রায়ের পরিচালিত 'ভর্গ' ৷ মুখ্যচরিত্রে সৌরভ দাস ও প্রান্তিকা দাস ৷ শুটিংয়ের অভিজ্ঞতা থেকে আরও নানান বিষয়ে খোলাখুলি আড্ডা ইটিভি ভারতের সঙ্গে ৷

Bharga Promotion
মুখোমুখি আড্ডায় সৌরভ-প্রান্তিকা (ইটিভি ভারত)

কলকাতা, 21 সেপ্টেম্বর: সৌরভ দাস ও প্রান্তিকা দাসের ছবি মুক্তির অপেক্ষায় ৷ একদিকে এই ছবি সমাজের কঠিন ছবি তুলে ধরতে চলেছে অন্যদিকে সমাজের জন্যই বড় সিদ্ধান্তের কথা ভেবেছে 'ভর্গ' টিম ৷ ইটিভি ভারতের সঙ্গে সাক্ষাৎকারে ছবির নানা বিষয় নিয়ে আলোচনা প্রসঙ্গে উঠে আসে তাঁদের 'নোবেল কজ'-এর কথাও ৷

অভিনেতা-অভিনেত্রী জানিয়েছেন 27 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে এই ছবি মুক্তি পাচ্ছে ৷ ছবি থেকে যে লভ্যাংশ বেরিয়ে আসবে তা ব্যবহার করা হবে হাসপাতাল নির্মাণে ৷ শিল্পীরা জানিয়েছেন, নদিয়ায় একটা হাসপাতাল নির্মাণের কাজে ব্যয় হবে সিনেমার লভ্যাংশের টাকা ৷ শুভম রায়ের পরিচালনায় আসছে 'ভর্গ'। ভক্তিপদ দাসের প্রযোজনায় 'আকাশ অঞ্জলি প্রোডাকশন'-এর ব্যানারে আসছে এই ছবি।

ইটিভি ভারতের সঙ্গে আড্ডায় সৌরভ প্রান্তিকা (ইটিভি ভারত)

জানা গিয়েছে, একদিকে বাবা এবং মেয়ের নিবিড় সম্পর্ক অন্যদিকে প্রেমিক কৌস্তভের সঙ্গে শর্মিলার ভালোবাসা। আদতে 'ভর্গ' পারিবারিক ছবি। তবে কাকতালীয়ভাবে সাম্প্রতিককালে ঘটে যাওয়া আরজি কর কাণ্ডের সঙ্গেও ছবির মিল রয়েছে বলে জানিয়েছেন অভিনেতা সৌরভ দাস ও প্রান্তিকা দাস ৷ ইটিভি ভারতের সঙ্গে খোলামেলা আড্ডায় উঠে এল আরও অনেক কথা ৷

ছবিতে সৌরভ নিজের চরিত্র সম্পর্কে বলেন, "আমার চরিত্রের নাম কৌস্তভ ৷ সে একটা কাজ করে ৷ প্রেমে পড়তে ভালবাসে ৷ শেষপর্যন্ত একটা সিরিয়াস প্রেমে পড়ে যায় ৷ সেখান থেকে সম্পর্ক পরিণতি পায় ৷ তারপর এমন কিছু একটা ঘটে যেখান থেকে গল্প নতুন মোড় নেয় ৷" প্রান্তিকা ছবিতে নিজের চরিত্র সম্পর্কে বলেন, "আমার চরিত্রের নাম শর্মিলা ৷ মধ্যবিত্ত পরিবারের মেয়ে ৷ গ্রামে থাকলেও স্বপ্ন দেখে ৷ ভালোবাসতে খুব ভালোবাসে ৷ বাবাকে ভীষণ ভালোবাসে সে ৷ গল্পে রিভেঞ্জ আছে, রোমান্স আছে ৷ এমন কিছু আছে যা দর্শককে ভাবাবে ৷"

ছবিতে একে অপরের সঙ্গে কাজ করে খুশি প্রান্তিকা এবং সৌরভ। আগেও কাজ করেছেন দু'জনে। তবে, 'ভর্গ' আগে মুক্তি পাচ্ছে। প্রান্তিকা বলেন, "সৌরভ দা'র সঙ্গে সব কথা শেয়ার করা যায়। যেমন ভালো অভিনেতা তেমনই ভালো বন্ধু।"
সৌরভের কথায়, " এটা একটা টিম গেম। আমি একাই ভালো করে বেরিয়ে যাব সেটা হয় না। সেরকমটাও যে কেউ করে না ইন্ডাস্ট্রিতে তা নয়। তবে, আমি এই পন্থায় বিশ্বাসী নই। আমরা সবাই মিলে কাজটা করেছি। প্রান্তিকা বেশ ভালো অভিনেত্রী। শুভমের এটা পরিচালক হিসেবে প্রথম কাজ। সেই জায়গায় শুভম যে এরকম একটা কাজ করবে আর সেখানে আমাকে মুখ্য চরিত্রে ভাববে তাতেই আমি খুশি।"

কলকাতা, 21 সেপ্টেম্বর: সৌরভ দাস ও প্রান্তিকা দাসের ছবি মুক্তির অপেক্ষায় ৷ একদিকে এই ছবি সমাজের কঠিন ছবি তুলে ধরতে চলেছে অন্যদিকে সমাজের জন্যই বড় সিদ্ধান্তের কথা ভেবেছে 'ভর্গ' টিম ৷ ইটিভি ভারতের সঙ্গে সাক্ষাৎকারে ছবির নানা বিষয় নিয়ে আলোচনা প্রসঙ্গে উঠে আসে তাঁদের 'নোবেল কজ'-এর কথাও ৷

অভিনেতা-অভিনেত্রী জানিয়েছেন 27 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে এই ছবি মুক্তি পাচ্ছে ৷ ছবি থেকে যে লভ্যাংশ বেরিয়ে আসবে তা ব্যবহার করা হবে হাসপাতাল নির্মাণে ৷ শিল্পীরা জানিয়েছেন, নদিয়ায় একটা হাসপাতাল নির্মাণের কাজে ব্যয় হবে সিনেমার লভ্যাংশের টাকা ৷ শুভম রায়ের পরিচালনায় আসছে 'ভর্গ'। ভক্তিপদ দাসের প্রযোজনায় 'আকাশ অঞ্জলি প্রোডাকশন'-এর ব্যানারে আসছে এই ছবি।

ইটিভি ভারতের সঙ্গে আড্ডায় সৌরভ প্রান্তিকা (ইটিভি ভারত)

জানা গিয়েছে, একদিকে বাবা এবং মেয়ের নিবিড় সম্পর্ক অন্যদিকে প্রেমিক কৌস্তভের সঙ্গে শর্মিলার ভালোবাসা। আদতে 'ভর্গ' পারিবারিক ছবি। তবে কাকতালীয়ভাবে সাম্প্রতিককালে ঘটে যাওয়া আরজি কর কাণ্ডের সঙ্গেও ছবির মিল রয়েছে বলে জানিয়েছেন অভিনেতা সৌরভ দাস ও প্রান্তিকা দাস ৷ ইটিভি ভারতের সঙ্গে খোলামেলা আড্ডায় উঠে এল আরও অনেক কথা ৷

ছবিতে সৌরভ নিজের চরিত্র সম্পর্কে বলেন, "আমার চরিত্রের নাম কৌস্তভ ৷ সে একটা কাজ করে ৷ প্রেমে পড়তে ভালবাসে ৷ শেষপর্যন্ত একটা সিরিয়াস প্রেমে পড়ে যায় ৷ সেখান থেকে সম্পর্ক পরিণতি পায় ৷ তারপর এমন কিছু একটা ঘটে যেখান থেকে গল্প নতুন মোড় নেয় ৷" প্রান্তিকা ছবিতে নিজের চরিত্র সম্পর্কে বলেন, "আমার চরিত্রের নাম শর্মিলা ৷ মধ্যবিত্ত পরিবারের মেয়ে ৷ গ্রামে থাকলেও স্বপ্ন দেখে ৷ ভালোবাসতে খুব ভালোবাসে ৷ বাবাকে ভীষণ ভালোবাসে সে ৷ গল্পে রিভেঞ্জ আছে, রোমান্স আছে ৷ এমন কিছু আছে যা দর্শককে ভাবাবে ৷"

ছবিতে একে অপরের সঙ্গে কাজ করে খুশি প্রান্তিকা এবং সৌরভ। আগেও কাজ করেছেন দু'জনে। তবে, 'ভর্গ' আগে মুক্তি পাচ্ছে। প্রান্তিকা বলেন, "সৌরভ দা'র সঙ্গে সব কথা শেয়ার করা যায়। যেমন ভালো অভিনেতা তেমনই ভালো বন্ধু।"
সৌরভের কথায়, " এটা একটা টিম গেম। আমি একাই ভালো করে বেরিয়ে যাব সেটা হয় না। সেরকমটাও যে কেউ করে না ইন্ডাস্ট্রিতে তা নয়। তবে, আমি এই পন্থায় বিশ্বাসী নই। আমরা সবাই মিলে কাজটা করেছি। প্রান্তিকা বেশ ভালো অভিনেত্রী। শুভমের এটা পরিচালক হিসেবে প্রথম কাজ। সেই জায়গায় শুভম যে এরকম একটা কাজ করবে আর সেখানে আমাকে মুখ্য চরিত্রে ভাববে তাতেই আমি খুশি।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.