ETV Bharat / entertainment

সোনাক্ষী-জাহিরের প্রেম কাহিনীতে বড় ভূমিকা নিয়েছিলেন সলমন - Sonakshi Zaheer wedding reception - SONAKSHI ZAHEER WEDDING RECEPTION

Newlyweds Sonakshi Sinha and Zaheer Iqbal: সোনাক্ষী সিনহা-জাহির ইকবালের বিয়েতে চাঁদের হাট ৷ সোনার ওয়েডিং রিসেপশন লুক ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ কারা কারা এলেন দাবাং গার্লের বিয়ের অনুষ্ঠানে?

Newlyweds Sonakshi Sinha and Zaheer Iqbal
সোনাক্ষী সিনহা-জাহির ইকবাল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 24, 2024, 1:12 PM IST

Updated : Jun 24, 2024, 3:15 PM IST

হাদরাবাদ, 24 জুন: কাছের বন্ধু ও পরিবার সাক্ষী রেখে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন সোনাক্ষী সিনহা-জাহির ইকবাল ৷ সাত বছরের প্রণয় পেল পরিণতি ৷ বিয়ের দিলেই রাখা হয়েছিল রিসেপশন পার্টি ৷ সেখানে নব বর-কনেকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন অনেকেই ৷ রিসেপশন পার্টিতে তাঁদের নাচের ভিডিয়ো ও ছবি ঘুরে বেড়াচ্ছে নেটপাড়ায়৷

সোনাক্ষী-জাহিরের প্রেমকাহিনী (ইটিভি ভারত)

দাবাং গার্লের বিয়ের সাজ সাধারণ হলেও তাঁতে ছিল আভিজাত্যের ছোঁয়া ৷ সোনার এলিগ্যান্ট লুক দেখে মুগ্ধ নেটপাড়া ৷ বিয়ের পর প্রথম স্বামী জাহিরকে সঙ্গে নিয়েই পাপারাৎজিদের সামনে আসেন সোনাক্ষী ৷ তাঁকে দেখা যায় ক্রিমসন সিল্ক শাড়িতে ৷ জাহিরের পরনে ছিল ক্রিম রঙের শেরওয়ানি ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাক্ষীর দাবাং হিরো সলমন খান ৷ সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি জানান, সোনাক্ষী-জাহিরের প্রেম কাহিনীতে তাঁর বড় ভূমিকা রয়েছে ৷ ভাইজানকে এদিন দেখা গিয়েছে ব্ল্যাক কোর্ট প্যান্টের সঙ্গে ব্লু শার্টে ৷

রিসেপশনে সোনা বেছে নিয়েছিলেন লাল রঙের শাড়ি ৷ গয়না হিসাবে সোনাক্ষী বেছে নিয়েছিলেন সবুজ রঙের চোকার ও সোনার হার ৷ সঙ্গে ম্যাচিং কানের ও লাল চুড়ি ৷ মাথায় জুঁই ফুলের সাজ, সোনাক্ষীর সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে ৷ মাথায় চওড়া সিঁদুর ৷

স্টাইলের দিক থেকে কম যাননি জাহির ইকবালও ৷ সাদা শেরওয়ানিতে তাঁকে লাগছিল দুর্দান্ত ৷ বি-টাউনের নতুন বর-কনে পরিবারের সঙ্গে ছবি তোলার পর আলাদা করে পাপারাৎজিদের ক্যামেরায় ফ্রেমবন্দি হন ৷ মেয়ের বিয়েতে খোশমেজাজে দেখা গিয়েছে বাবা শত্রুঘ্ন সিনহা ও তাঁর স্ত্রীকেও ৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ অভিনেত্রী সাইরা বানু, রেখা থেকে শুরু অদিতি রাও হায়দারি, সিদ্ধার্থ, রিচা চাড্ডা, আলি ফজল ও সঞ্জিদা শেখ ৷

হাদরাবাদ, 24 জুন: কাছের বন্ধু ও পরিবার সাক্ষী রেখে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন সোনাক্ষী সিনহা-জাহির ইকবাল ৷ সাত বছরের প্রণয় পেল পরিণতি ৷ বিয়ের দিলেই রাখা হয়েছিল রিসেপশন পার্টি ৷ সেখানে নব বর-কনেকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন অনেকেই ৷ রিসেপশন পার্টিতে তাঁদের নাচের ভিডিয়ো ও ছবি ঘুরে বেড়াচ্ছে নেটপাড়ায়৷

সোনাক্ষী-জাহিরের প্রেমকাহিনী (ইটিভি ভারত)

দাবাং গার্লের বিয়ের সাজ সাধারণ হলেও তাঁতে ছিল আভিজাত্যের ছোঁয়া ৷ সোনার এলিগ্যান্ট লুক দেখে মুগ্ধ নেটপাড়া ৷ বিয়ের পর প্রথম স্বামী জাহিরকে সঙ্গে নিয়েই পাপারাৎজিদের সামনে আসেন সোনাক্ষী ৷ তাঁকে দেখা যায় ক্রিমসন সিল্ক শাড়িতে ৷ জাহিরের পরনে ছিল ক্রিম রঙের শেরওয়ানি ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাক্ষীর দাবাং হিরো সলমন খান ৷ সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি জানান, সোনাক্ষী-জাহিরের প্রেম কাহিনীতে তাঁর বড় ভূমিকা রয়েছে ৷ ভাইজানকে এদিন দেখা গিয়েছে ব্ল্যাক কোর্ট প্যান্টের সঙ্গে ব্লু শার্টে ৷

রিসেপশনে সোনা বেছে নিয়েছিলেন লাল রঙের শাড়ি ৷ গয়না হিসাবে সোনাক্ষী বেছে নিয়েছিলেন সবুজ রঙের চোকার ও সোনার হার ৷ সঙ্গে ম্যাচিং কানের ও লাল চুড়ি ৷ মাথায় জুঁই ফুলের সাজ, সোনাক্ষীর সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে ৷ মাথায় চওড়া সিঁদুর ৷

স্টাইলের দিক থেকে কম যাননি জাহির ইকবালও ৷ সাদা শেরওয়ানিতে তাঁকে লাগছিল দুর্দান্ত ৷ বি-টাউনের নতুন বর-কনে পরিবারের সঙ্গে ছবি তোলার পর আলাদা করে পাপারাৎজিদের ক্যামেরায় ফ্রেমবন্দি হন ৷ মেয়ের বিয়েতে খোশমেজাজে দেখা গিয়েছে বাবা শত্রুঘ্ন সিনহা ও তাঁর স্ত্রীকেও ৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ অভিনেত্রী সাইরা বানু, রেখা থেকে শুরু অদিতি রাও হায়দারি, সিদ্ধার্থ, রিচা চাড্ডা, আলি ফজল ও সঞ্জিদা শেখ ৷

Last Updated : Jun 24, 2024, 3:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.