হায়দরাবাদ, 13 নভেম্বর: অজয় দেবগণ ও করিনা কাপুর খান অভিনীত সিংঘম এগেইন ও কার্তিক আরিয়ান-বিদ্যা বালান অভিনীত ভুল ভুলাইয়া 3 200 কোটির ক্লাবে হাসতে হাসতে পৌঁছে গিয়েছে ৷ তবে প্রতিযোগিতায় হার-জিত তো থাকবেই ৷ এক্ষেত্রেও তাই হয়েছে ৷ বলা ভাল উলটাপুরাণ ৷ শুরুতে অজয় দেবগণের দৌড় যেভাবে পিকআপ নিয়েছিল তা এখন বেশ থিতিয়ে গিয়েছে ৷
বরং স্লো বাট স্টেডি গেম খেলছে কার্তিক আরিয়ানের ছবি ৷ ফলও মিলেছে হাতেনাতে ৷ বক্সঅফিসে 12 দিনের মাথায় হিসেব করলে দেখা যায়, সিংঘমকে পিছনে ফেলে বেশ কিছুটা এগিয়ে গিয়েছে রুহবাবা ৷
ভুল ভুলাইয়া 3 বক্সঅফিস (12তম দিন)
ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুযায়ী, 12তম দিনে ভুল ভুলাইয়া 3 ঘরে তুলেছে 4.25 কোটি টাকা ৷ ভারতে ছবির মোট আয় গিয়ে দাঁড়াল 208.25 কোটি টাকা ৷ পরিচালক আনিজ বাজমির হরর-কমেডি ছবিতে রুহবাবার জার্নি ও মঞ্জুলিকার ট্যুইস্ট দর্শকদের হলমুখী করছে তা বলা যয়া ৷ এছাড়াও মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরি, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্রা ছবিতে এক্সট্রা অভিনয়ের মশলা দিয়েছেন ৷ যা ছবির ব্যালেন্সকে আরও পারফেক্ট করে তুলেছে ৷ মূলত এই ছবি তৈরি করতে গিয়ে খরচ হয়েছে প্রায় 150 কোটি টাকার মতো ৷ সেই জায়গায় দাঁড়িয়ে ছবির বক্সঅফিস গতি আরও বড় সাফল্যের দিকে দ্রুত এগোচ্ছে ৷
সিংঘম এগেইন বক্সঅফিস(12তম দিন)
রোহিত শেঠ্ঠী পরিচালিত অ্যাকশন-প্যাকড ছবিতে কে নেই? অজয় দেবগণ, করিনা কাপুর খান ছাড়াও দীপিকা পাড়ুকোন, অর্জুন কাপুর, রণবীর সিং, টাইগার শ্রফ অভিনীত ছবিতে বিনোদনের ভরপুর মশালা দর্শকরা পাচ্ছেন ৷ মঙ্গলবার এই ছবির আয় হয়েছে 3.50 কোটি টাকা ৷ সব মিলিয়ে ভারতে ছবির আয় 214.50 কোটি টাকা ৷ কপ ইউনিভার্সের এই ছবি দ্বিতীয় সপ্তাহে আয়ের দিক থেকে কিছুটা স্লো হয়ে গিয়েছে ৷ ছবির বাজেট 350-375 কোটি টাকা ৷ সেই টাকা ঘরে তুলতে বেশ কসরত করতে হচ্ছে সিংঘম এগেইন ছবিকে ৷
বক্সঅফিস তালিকা
সিংঘম এগেইন | ভারতে মোট আয় | ভুল ভুলাইয়া 3 | ভারতে মোট আয় | |
প্রথম সপ্তাহের আয় | Rs 173 কোটি | প্রথম সপ্তাহের আয় | Rs 158.25 কোটি | |
অষ্টম দিন | Rs 8 কোটি | অষ্টম দিন | Rs 9.25 কোটি | |
নবম দিন | Rs 12.25 কোটি | নবম দিন | Rs 15.5 কোটি | |
দশম দিন | Rs 13.5 কোটি | দশম দিন | Rs 16 কোটি | |
একাদশতম দিন | Rs 4.25 কোটি | একাদশতম দিন | Rs 5 কোটি | |
দ্বাদশতম দিন | Rs 3.50 কোটি (সম্ভাব্য আয়) | দ্বাদশতম দিন | Rs 4.25 কোটি (সম্ভাব্য আয়) | |
Total | Rs 214.50 কোটি টাকা | Total | Rs 208.25 কোটি টাকা |
(বক্সঅফিস রিপোর্ট: স্যাকনিল্ক)