ETV Bharat / entertainment

মঞ্জুলিকা-রুহবাবাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলল সিংঘম - SINGHAM AGAIN VS BHOOL BHULAIYAA 3

মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষীত সিনেমা 'সিংঘম এগেইন' ও 'ভুল ভুলাইয়া 3' ৷ প্রথম দিনেই বক্সঅফিসে কে কাকে মাত দিল?

Singham Again Vs Bhool Bhulaiyaa 3 Box Office Day 1
বক্সঅফিসে লড়াই 'সিংঘম এগেইন' ও 'ভুল ভুলাইয়া 3' (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 1, 2024, 12:25 PM IST

হায়দরাবাদ, 1 নভেম্বর: দিওয়ালি উপলক্ষ্যে বলিউডের দুটি বিগ বাজেটের সিনেমা মুক্তি পেয়েছে সিলভার স্ক্রিনে ৷ স্বভাবতই বক্সঅফিস দখলে প্রতিযোগিতায় রোহিত শেঠ্ঠী ও আনিজ বাজমির ছবি ৷ অজয় দেবগণ ফিরেছেন 'সিংঘম এগেইন' ছবি নিয়ে অন্যদিকে কার্তিক আরিয়ান ফিরেছেন 'ভুল ভুলাইয়া 3' নিয়ে ৷ প্রথমদিনের বক্সঅফিসে আশার আলো দেখল কোন ছবি, দেখে নেওয়া যাক সেই রিপোর্ট ৷

সিংঘম এগেইন বক্সঅফিস

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুযায়ী, ছবি মুক্তির প্রথম দিনেই ভালো রেসপন্স করেছে সিংঘম এগেইন ৷ ভারতে প্রথমদিনে এই ছবির আয় 2.45 কোটি টাকা (নির্দিষ্ট সময়ে ভিত্তিতে) ৷ ছবিতে মুখ্যচরিত্র অবশ্যই অজয় দেবগণ ৷ তাঁর স্ত্রীর চরিত্রে আরও একবার পর্দায় করিনা কাপুর খান ৷ লেডি সিংঘমের চরিত্রে নয়া চমক দিয়েছেন দীপিকা পাড়ুকোন ৷ ছবিতে দেখা যাবে একঝাঁক বলি তারকাদের ৷ তালিকায় রয়েছেন টাইগার শ্রফ, অর্জুন কাপুর, রবি কিষাণ, রণবীর সিং, অক্ষয় কুমার ৷ উপরি পাওনা চুলবুল পাণ্ডে তথা সলমন খানের এন্ট্রি ৷

ভুল ভুলাইয়া 3 বক্সঅফিস

ডোমেস্টিক বক্সঅফিসে সিংঘমের তুলনায় কিছুটা ফিকে পড়ল আনিজ বাজমির হরর-কমেডি ছবি ৷ স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, কার্তিক আরিয়ান রুহবাবা হিসাবে হিসাবে ফিরে এলেও এখনও পর্যন্ত তার ছাপ বক্সঅফিসে পড়েনি ৷ আয় হয়েছে 1.9 কোটি টাকা (নির্দিষ্ট সময় পর্যন্ত) ৷ মঞ্জুলিকার মতো আইকনিক চরিত্র নিয়ে ফিরেছেন বিদ্যা বালানও ৷ ছবিতে অতিরিক্ত সংযোজন মাধুরী দীক্ষিত ৷ সঙ্গে রাজপাল যাদব, সঞ্জয় মিশ্রা, তৃপ্তি দিমরি ও বিজয় রাজ ৷ ভয় ও হাসির মিশেলে এই ছবিকে ভালোই লড়াই করতে হবে কপ ইউনিভার্স ছবির সঙ্গে ৷

যদিও শুরুর দিকে 'সিংঘম এগেইন', 'ভুল ভুলাইয়া 3'-কে টেক্কা দিলেও পিকচার আভি বাকি হ্যায় ৷ উৎসবের আমেজে বলিউডের জনপ্রিয় জোনের দুই ছবির রেস সবেমাত্র শুরু হল ৷ আগামী দিনে বক্সঅফিস মাত কে দেয়, তা সময় বলবে ৷

হায়দরাবাদ, 1 নভেম্বর: দিওয়ালি উপলক্ষ্যে বলিউডের দুটি বিগ বাজেটের সিনেমা মুক্তি পেয়েছে সিলভার স্ক্রিনে ৷ স্বভাবতই বক্সঅফিস দখলে প্রতিযোগিতায় রোহিত শেঠ্ঠী ও আনিজ বাজমির ছবি ৷ অজয় দেবগণ ফিরেছেন 'সিংঘম এগেইন' ছবি নিয়ে অন্যদিকে কার্তিক আরিয়ান ফিরেছেন 'ভুল ভুলাইয়া 3' নিয়ে ৷ প্রথমদিনের বক্সঅফিসে আশার আলো দেখল কোন ছবি, দেখে নেওয়া যাক সেই রিপোর্ট ৷

সিংঘম এগেইন বক্সঅফিস

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুযায়ী, ছবি মুক্তির প্রথম দিনেই ভালো রেসপন্স করেছে সিংঘম এগেইন ৷ ভারতে প্রথমদিনে এই ছবির আয় 2.45 কোটি টাকা (নির্দিষ্ট সময়ে ভিত্তিতে) ৷ ছবিতে মুখ্যচরিত্র অবশ্যই অজয় দেবগণ ৷ তাঁর স্ত্রীর চরিত্রে আরও একবার পর্দায় করিনা কাপুর খান ৷ লেডি সিংঘমের চরিত্রে নয়া চমক দিয়েছেন দীপিকা পাড়ুকোন ৷ ছবিতে দেখা যাবে একঝাঁক বলি তারকাদের ৷ তালিকায় রয়েছেন টাইগার শ্রফ, অর্জুন কাপুর, রবি কিষাণ, রণবীর সিং, অক্ষয় কুমার ৷ উপরি পাওনা চুলবুল পাণ্ডে তথা সলমন খানের এন্ট্রি ৷

ভুল ভুলাইয়া 3 বক্সঅফিস

ডোমেস্টিক বক্সঅফিসে সিংঘমের তুলনায় কিছুটা ফিকে পড়ল আনিজ বাজমির হরর-কমেডি ছবি ৷ স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, কার্তিক আরিয়ান রুহবাবা হিসাবে হিসাবে ফিরে এলেও এখনও পর্যন্ত তার ছাপ বক্সঅফিসে পড়েনি ৷ আয় হয়েছে 1.9 কোটি টাকা (নির্দিষ্ট সময় পর্যন্ত) ৷ মঞ্জুলিকার মতো আইকনিক চরিত্র নিয়ে ফিরেছেন বিদ্যা বালানও ৷ ছবিতে অতিরিক্ত সংযোজন মাধুরী দীক্ষিত ৷ সঙ্গে রাজপাল যাদব, সঞ্জয় মিশ্রা, তৃপ্তি দিমরি ও বিজয় রাজ ৷ ভয় ও হাসির মিশেলে এই ছবিকে ভালোই লড়াই করতে হবে কপ ইউনিভার্স ছবির সঙ্গে ৷

যদিও শুরুর দিকে 'সিংঘম এগেইন', 'ভুল ভুলাইয়া 3'-কে টেক্কা দিলেও পিকচার আভি বাকি হ্যায় ৷ উৎসবের আমেজে বলিউডের জনপ্রিয় জোনের দুই ছবির রেস সবেমাত্র শুরু হল ৷ আগামী দিনে বক্সঅফিস মাত কে দেয়, তা সময় বলবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.