ETV Bharat / entertainment

বক্সঅফিসে সিংঘমের পথ আটকানো মুশকিল, চিন্তায় রুহবাবা - SINGHAM AGAIN VS BHOOL BHULAIYAA 3

অ্যাডভান্স বুকিংয়ের দিক থেকে আরব এমিরেটসে 'ভুল ভুলাইয়া 3'-এর সঙ্গে প্রতিযোগিতায় 'সিংঘম এগেইন' ৷ কার পাল্লা ভারী?

Singham Again Vs Bhool Bhulaiyaa 3
বক্সঅফিস প্রতিযোগিতায় সিংঘম এগেইন-ভুল ভুলাইয়া 3 (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 26, 2024, 2:17 PM IST

হায়দরাবাদ, 26 অক্টোবর: এবার দিওয়ালিতে বক্সঅফিসেও বোমা ফাটতে চলেছে ৷ একদিকে রোহিত শেট্টির কপ ইউনিভার্স অন্যদিকে আনিজ বাজমির হরর-কমেডি ছবি ৷ দুই ভিন্ন ধারার ছবি পর্দায় মুখোমুখি ৷ একইসঙ্গে মুক্তি পাচ্ছে 'ভুল ভুলাইয়া 3' ও 'সিংঘম এগেইন' ৷ হাতে আর মাত্র কয়েকটা দিন ৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অ্যাডভান্স বুকিং ৷ কে কাকে টেক্কা দিচ্ছে, দেখে নেওয়া যাক একনজরে ৷

ছবি ঘোষণার পর থেকেই সিংঘম এগেইন নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ লক্ষ্য করা গিয়েছে ৷ রোহিত শেঠ্ঠীর পুলিশের দলে অজয় দেবগণ, অক্ষয় কুমার ও রণবীরের সিংয়ের পাশাপাশি নাম লিখিয়েছেন অভিনেতা টাইগার শ্রফ- দীপিকা পাড়ুকোন ৷ ভিলেনের চরিত্রে অতিরিক্ত পাওনা অর্জুন কাপুর ৷ সঙ্গে জ্যাকি শ্রফ-করিনা কাপুর খানও ৷ মাল্টিস্টারার এই ছবি কপ ইউনিভার্সের পঞ্চম ফ্রাঞ্চাইজি ও সিংঘম ফ্রাঞ্চাইজির তৃতীয় ছবি ৷

রিপোর্ট অনুসারে প্রি-সেলসের দিক থেকে 'ভুল ভুলাইয়া 3'-র থেকে এগিয়ে রয়েছে 'সিংঘম এগেইন' ৷ বিশেষ করে ইউনাইটেড আরব এমিরেটস মার্কেটে ৷ ভক্স প্রেক্ষাগৃহে 64টি শোয়ে ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে 505টি টিকিট ৷ ভারতীয় মুদ্রায় আয় হয়েছে 6.6 লাখ টাকা ৷ অন্যদিকে, 'ভুল ভুলাইয়া 3'-র টিকিট বিক্রি হয়েছে 269টি ৷ ঘরে এসেছে 3.59 লাখ টাকা ৷ অর্থাৎ প্রায় 84 শতাংশ বেশি আয় হয়েছে অজয় দেবগণের ছবির ৷

আনিজ বাজমি পরিচালিত 'ভুল ভুলাইয়া 3'-তে কার্তিক আরিয়ানের পাশাপাশি প্রধান চরিত্রে রয়েছেন বিদ্যা বালান, মাধুরী দিক্ষীত, তৃপ্তি দিমরি, বিজয় রাজ, রাজপাল যাদব ও সঞ্জয় মিশ্রা ৷ পয়লা নভেম্বর সিংঘম নাকি রুহবাবা কার বক্সঅফিসের পাল্লা ভারী হবে, নজর থাকবে সেই দিকে ৷

হায়দরাবাদ, 26 অক্টোবর: এবার দিওয়ালিতে বক্সঅফিসেও বোমা ফাটতে চলেছে ৷ একদিকে রোহিত শেট্টির কপ ইউনিভার্স অন্যদিকে আনিজ বাজমির হরর-কমেডি ছবি ৷ দুই ভিন্ন ধারার ছবি পর্দায় মুখোমুখি ৷ একইসঙ্গে মুক্তি পাচ্ছে 'ভুল ভুলাইয়া 3' ও 'সিংঘম এগেইন' ৷ হাতে আর মাত্র কয়েকটা দিন ৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অ্যাডভান্স বুকিং ৷ কে কাকে টেক্কা দিচ্ছে, দেখে নেওয়া যাক একনজরে ৷

ছবি ঘোষণার পর থেকেই সিংঘম এগেইন নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ লক্ষ্য করা গিয়েছে ৷ রোহিত শেঠ্ঠীর পুলিশের দলে অজয় দেবগণ, অক্ষয় কুমার ও রণবীরের সিংয়ের পাশাপাশি নাম লিখিয়েছেন অভিনেতা টাইগার শ্রফ- দীপিকা পাড়ুকোন ৷ ভিলেনের চরিত্রে অতিরিক্ত পাওনা অর্জুন কাপুর ৷ সঙ্গে জ্যাকি শ্রফ-করিনা কাপুর খানও ৷ মাল্টিস্টারার এই ছবি কপ ইউনিভার্সের পঞ্চম ফ্রাঞ্চাইজি ও সিংঘম ফ্রাঞ্চাইজির তৃতীয় ছবি ৷

রিপোর্ট অনুসারে প্রি-সেলসের দিক থেকে 'ভুল ভুলাইয়া 3'-র থেকে এগিয়ে রয়েছে 'সিংঘম এগেইন' ৷ বিশেষ করে ইউনাইটেড আরব এমিরেটস মার্কেটে ৷ ভক্স প্রেক্ষাগৃহে 64টি শোয়ে ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে 505টি টিকিট ৷ ভারতীয় মুদ্রায় আয় হয়েছে 6.6 লাখ টাকা ৷ অন্যদিকে, 'ভুল ভুলাইয়া 3'-র টিকিট বিক্রি হয়েছে 269টি ৷ ঘরে এসেছে 3.59 লাখ টাকা ৷ অর্থাৎ প্রায় 84 শতাংশ বেশি আয় হয়েছে অজয় দেবগণের ছবির ৷

আনিজ বাজমি পরিচালিত 'ভুল ভুলাইয়া 3'-তে কার্তিক আরিয়ানের পাশাপাশি প্রধান চরিত্রে রয়েছেন বিদ্যা বালান, মাধুরী দিক্ষীত, তৃপ্তি দিমরি, বিজয় রাজ, রাজপাল যাদব ও সঞ্জয় মিশ্রা ৷ পয়লা নভেম্বর সিংঘম নাকি রুহবাবা কার বক্সঅফিসের পাল্লা ভারী হবে, নজর থাকবে সেই দিকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.