ETV Bharat / entertainment

রামদূত হয়ে ধরা দিলেন রণবীর, 'জয় বজরংবলী' গানে ম্যাজিক একগুচ্ছ স্টারের - SINGHAM AGAIN SONG JAI BAJRANGBALI

ধুন্ধুমার অ্যাকশন ও মশালাদার সংলাপে আগেই মুক্তি পেয়েছে 'সিংঘম এগেইন'এর ট্রেলার ৷ এবার ছবির প্রথম গান 'জয় বজরংবলী' প্রকাশ পেল ৷ দেখুন ভিডিয়ো ৷

SINGHAM AGAIN SONG JAI BAJRANGBALI
রামদূত হয়ে ধরা দিলেন রণবীর (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 19, 2024, 9:10 PM IST

মুম্বই, 19 অক্টোবর: দিপাবলীতেই আসছে 'সিংঘম এগেইন' ৷ বলিউডের একগুচ্ছ স্টার এই কপ-ইউনিভার্সে জায়গা করে নিয়েছেন। কে নেই এই ছবিতে ৷ অক্ষয় কুমার, অজয় দেবগণ, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, করিনা কাপুর, জ্যাকি শ্রফ, টাইগার শ্রফ, অর্জুন কাপুর-সহ অন্যান্যরা ৷ অতয়েব পরিচালক রোহিত শেট্টির 'সিংঘম এগেইন' পরিকল্পনা যে দর্শকদের মনে কতটা দাগ ফেলবে তা খানিকটা এখন থেকেই বোঝা যাচ্ছে ৷ এরইমাঝে রাম-হনুমান কীর্তির ঝলক দেখিয়ে মুক্তি পেল 'জয় বজরংবলী'।

পয়লা নভেম্বর দিওয়ালি উপলক্ষে প্রেক্ষাগৃহে আসছে 'সিংহম এগেইন'। গত 7 তারিখ প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার ৷ আর আজ 'হনুমান চালিশা'র আঁধারে 'জয় বজরংবলী' গান মুক্তি পেল ৷ স্বানন্দ কিরকিরের লেখা কথায় গান বেঁধেছেন থামান এস। কর্তব্যপরায়ণ রামদূতের ভূমিকায় দেখা গেল রণবীর সিংকে ৷ রামের ভূমিকায় অজয় দেবগণ ৷ অজয় দেবগণের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন সীতা করিনা কাপুর ৷ তাঁকে ফেরাতে প্রতিজ্ঞাবদ্ধ বজরংবলী। তাই রাম, অজয় দেবগণের সেনাপতি হয়ে ময়দানে নেমেছে রণবীর সিং।

এই ছবিতে থাকছে দীপিকা পাড়ুকোন এই ছবিতে এক বিশেষ চরিত্রে অভিনয় করছেন। নাম লেডি সিংঘম ৷ রয়েছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারও ৷ ভরপুর অ্যাকশনের পাশাপাশি রণবীরের কমেডি ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছে, তা সহজেই অনুমান করা যায়। সিংঘম ফ্র্যাঞ্চাইজি, তার রোমাঞ্চকর অ্যাকশন সিকোয়েন্স এবং আকর্ষণীয় বর্ণনার জন্য পরিচিতি পেয়েছে ৷

2011 সালে সিংঘম দিয়ে শুরু হয়েছিল রোহিতের যাত্রা ৷ তারপর 2014 সালে সিংঘম রিটার্নস, উভয়ই বক্স অফিসে বড় সাফল্য ছিল। আর 2024-এ 'সিংঘম এগেইন' ৷ 'সিংঘম এগেইন' মুক্তির দিনই মুক্তি পাচ্ছে কার্তিক আরিয়ান, বিদ্য়া বালান, তৃপ্তী দিমড়ি অভিনীত ভুল ভুলাইয়া 3।

মুম্বই, 19 অক্টোবর: দিপাবলীতেই আসছে 'সিংঘম এগেইন' ৷ বলিউডের একগুচ্ছ স্টার এই কপ-ইউনিভার্সে জায়গা করে নিয়েছেন। কে নেই এই ছবিতে ৷ অক্ষয় কুমার, অজয় দেবগণ, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, করিনা কাপুর, জ্যাকি শ্রফ, টাইগার শ্রফ, অর্জুন কাপুর-সহ অন্যান্যরা ৷ অতয়েব পরিচালক রোহিত শেট্টির 'সিংঘম এগেইন' পরিকল্পনা যে দর্শকদের মনে কতটা দাগ ফেলবে তা খানিকটা এখন থেকেই বোঝা যাচ্ছে ৷ এরইমাঝে রাম-হনুমান কীর্তির ঝলক দেখিয়ে মুক্তি পেল 'জয় বজরংবলী'।

পয়লা নভেম্বর দিওয়ালি উপলক্ষে প্রেক্ষাগৃহে আসছে 'সিংহম এগেইন'। গত 7 তারিখ প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার ৷ আর আজ 'হনুমান চালিশা'র আঁধারে 'জয় বজরংবলী' গান মুক্তি পেল ৷ স্বানন্দ কিরকিরের লেখা কথায় গান বেঁধেছেন থামান এস। কর্তব্যপরায়ণ রামদূতের ভূমিকায় দেখা গেল রণবীর সিংকে ৷ রামের ভূমিকায় অজয় দেবগণ ৷ অজয় দেবগণের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন সীতা করিনা কাপুর ৷ তাঁকে ফেরাতে প্রতিজ্ঞাবদ্ধ বজরংবলী। তাই রাম, অজয় দেবগণের সেনাপতি হয়ে ময়দানে নেমেছে রণবীর সিং।

এই ছবিতে থাকছে দীপিকা পাড়ুকোন এই ছবিতে এক বিশেষ চরিত্রে অভিনয় করছেন। নাম লেডি সিংঘম ৷ রয়েছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারও ৷ ভরপুর অ্যাকশনের পাশাপাশি রণবীরের কমেডি ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছে, তা সহজেই অনুমান করা যায়। সিংঘম ফ্র্যাঞ্চাইজি, তার রোমাঞ্চকর অ্যাকশন সিকোয়েন্স এবং আকর্ষণীয় বর্ণনার জন্য পরিচিতি পেয়েছে ৷

2011 সালে সিংঘম দিয়ে শুরু হয়েছিল রোহিতের যাত্রা ৷ তারপর 2014 সালে সিংঘম রিটার্নস, উভয়ই বক্স অফিসে বড় সাফল্য ছিল। আর 2024-এ 'সিংঘম এগেইন' ৷ 'সিংঘম এগেইন' মুক্তির দিনই মুক্তি পাচ্ছে কার্তিক আরিয়ান, বিদ্য়া বালান, তৃপ্তী দিমড়ি অভিনীত ভুল ভুলাইয়া 3।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.