ETV Bharat / entertainment

রবিবারে সুখবর! বাবা হলেন দুর্নিবার, মোহরের কোল আলো করে এল নয়া সদস্য - নয়া সদস্য

Durnibar Saha: গত অক্টোবর মাসে দুই থেকে যে তিন হতে চলেছেন তার খবর নিজেই জানিয়েছিলেন মোহর তথা ঐন্দ্রিলা ৷ আর রবিবার কোল আলো করে ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিলেন দুর্নিবার-জায়া ৷ এই সুখবর দম্পতি জানিয়েছেন সোশাল মিডিয়ায় ৷

বাবা হলেন দুর্নিবার
Durnibar Saha and Oindrila Sen
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 4, 2024, 3:32 PM IST

Updated : Feb 4, 2024, 4:26 PM IST

কলকাতা, 4 ফ্রেবুয়ারি: বাবা-মা হলেন দুর্নিবার সাহা এবং ঐন্দ্রিলা ওরফে মোহর সেন। রবিবার সকালে এই সুখবর সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন দুর্নিবার। তাঁদের জীবনে যে নয়া সদস্য আসছে তা গত অক্টোবর মাসেই জানিয়েছিলেন তাঁরা ৷ এদিন ইনস্টাগ্রামে একটি কার্ড শেয়ার করেছেন দুর্নিবার। সেখানে গায়ক লিখেছেন, "কখনও ভাবতেই পারিনি কান্নার শব্দ আমাদের এই ভাবে মুখে হাসি ফোটাবে।" এরপর তিনি জানিয়েছেন, তাঁদের পুত্র সন্তান হয়েছে। মোহর-দুর্নিবার- নতুন মা-বাবাকে ভালোবাসা জানিয়েছেন নেটিজেনরা। পোস্টের ক্য়াপশনে গায়কের আরও সংযাজন "আমরা তিন হলাম ৷"

উল্লেখ্য, চলতি বছর মার্চ মাসে বিয়ের বন্ধনে আবদ্ধ হন দুর্নিবার ও ঐন্দ্রিলা ৷ এর আগে 2021 সালে মীনাক্ষী মুখোপাধ্যায়কে বিয়ে করেছিলেন সঙ্গীতশিল্পী ৷ তবে বছর ঘুরতে না-ঘুরতেই সেই বিয়েতে ধরে ভাঙন ৷ দুর্নিবারের প্রথম বিয়ে ভাঙার পর তিনি প্রেমে পড়েন মোহর তথা ঐন্দ্রিলার ৷ আর তার জন্য কম কটাক্ষের শিকার হননি গায়ক ৷ মার্চ মাসে প্রেমের সম্পর্ক বিয়েতে পরিণতি পায় ৷ অভিনেতা প্রসেনজিৎ নিজে দাঁড়িয়ে তাঁদের বিয়ের দায়িত্ব দাদা হিসেবে গ্রহণ করেছিলেন ৷

তারপর বেশ কিছুটা সময় নানা ঝড়-ঝাপটা গিয়েছে তাঁদের জীবনে ৷ অনেকে সোশাল মিডিয়ায় দুর্নিবারের বিয়ে ভাঙার কারণ হিসাবে দায়ী করেন ঐন্দ্রিলাকে ৷ তবে সব বিতর্ককে পিছনে ফেলে জয় হয় তাঁদের ভালোবাসার ৷ আর এবার তাঁরা দুই থেকে তিন হলেন ৷ এই খবরে নেটিজেনরা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ অক্টোবরে সুখবর শোনার পর গত 18 জানুয়ারি সাধভক্ষণের অনুষ্ঠান হয় ঐন্দ্রিলার ৷ সেদিন সারেগামাপা খ্যাত গায়ক গায়ক ও তাঁর স্ত্রীর পরনে ছিল ঢাকাই পাঞ্জাবি। অন্যদিকে ঐন্দ্রিলা সেজেছিলেন সাদা গরদের শাড়ি এবং সোনার গয়নায়।

আরও পড়ুন:

  1. দেবীপক্ষের সূচনায় খুশির খবর শোনালেন দুর্নিবার-ঐন্দ্রিলা, পরিবারে আসছে ছোট্ট সদস্য
  2. শুভদৃষ্টি থেকে মালাবদল- মোহর-দুর্নিবারের বিয়ের মধ্যমণি বুম্বাদা
  3. বিয়ের পিঁড়িতে ঐন্দ্রিলা-দুর্নিবার! হলুদ বেশে ধরা দিলেন বর-কনে

কলকাতা, 4 ফ্রেবুয়ারি: বাবা-মা হলেন দুর্নিবার সাহা এবং ঐন্দ্রিলা ওরফে মোহর সেন। রবিবার সকালে এই সুখবর সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন দুর্নিবার। তাঁদের জীবনে যে নয়া সদস্য আসছে তা গত অক্টোবর মাসেই জানিয়েছিলেন তাঁরা ৷ এদিন ইনস্টাগ্রামে একটি কার্ড শেয়ার করেছেন দুর্নিবার। সেখানে গায়ক লিখেছেন, "কখনও ভাবতেই পারিনি কান্নার শব্দ আমাদের এই ভাবে মুখে হাসি ফোটাবে।" এরপর তিনি জানিয়েছেন, তাঁদের পুত্র সন্তান হয়েছে। মোহর-দুর্নিবার- নতুন মা-বাবাকে ভালোবাসা জানিয়েছেন নেটিজেনরা। পোস্টের ক্য়াপশনে গায়কের আরও সংযাজন "আমরা তিন হলাম ৷"

উল্লেখ্য, চলতি বছর মার্চ মাসে বিয়ের বন্ধনে আবদ্ধ হন দুর্নিবার ও ঐন্দ্রিলা ৷ এর আগে 2021 সালে মীনাক্ষী মুখোপাধ্যায়কে বিয়ে করেছিলেন সঙ্গীতশিল্পী ৷ তবে বছর ঘুরতে না-ঘুরতেই সেই বিয়েতে ধরে ভাঙন ৷ দুর্নিবারের প্রথম বিয়ে ভাঙার পর তিনি প্রেমে পড়েন মোহর তথা ঐন্দ্রিলার ৷ আর তার জন্য কম কটাক্ষের শিকার হননি গায়ক ৷ মার্চ মাসে প্রেমের সম্পর্ক বিয়েতে পরিণতি পায় ৷ অভিনেতা প্রসেনজিৎ নিজে দাঁড়িয়ে তাঁদের বিয়ের দায়িত্ব দাদা হিসেবে গ্রহণ করেছিলেন ৷

তারপর বেশ কিছুটা সময় নানা ঝড়-ঝাপটা গিয়েছে তাঁদের জীবনে ৷ অনেকে সোশাল মিডিয়ায় দুর্নিবারের বিয়ে ভাঙার কারণ হিসাবে দায়ী করেন ঐন্দ্রিলাকে ৷ তবে সব বিতর্ককে পিছনে ফেলে জয় হয় তাঁদের ভালোবাসার ৷ আর এবার তাঁরা দুই থেকে তিন হলেন ৷ এই খবরে নেটিজেনরা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ অক্টোবরে সুখবর শোনার পর গত 18 জানুয়ারি সাধভক্ষণের অনুষ্ঠান হয় ঐন্দ্রিলার ৷ সেদিন সারেগামাপা খ্যাত গায়ক গায়ক ও তাঁর স্ত্রীর পরনে ছিল ঢাকাই পাঞ্জাবি। অন্যদিকে ঐন্দ্রিলা সেজেছিলেন সাদা গরদের শাড়ি এবং সোনার গয়নায়।

আরও পড়ুন:

  1. দেবীপক্ষের সূচনায় খুশির খবর শোনালেন দুর্নিবার-ঐন্দ্রিলা, পরিবারে আসছে ছোট্ট সদস্য
  2. শুভদৃষ্টি থেকে মালাবদল- মোহর-দুর্নিবারের বিয়ের মধ্যমণি বুম্বাদা
  3. বিয়ের পিঁড়িতে ঐন্দ্রিলা-দুর্নিবার! হলুদ বেশে ধরা দিলেন বর-কনে
Last Updated : Feb 4, 2024, 4:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.