ETV Bharat / entertainment

আমার মতো নন-সিনেম্যাটিক মানুষকে সিনেম্যাটিক বানিয়েছিলেন সত্যজিৎ রায়; স্মৃতিতে ভাসলেন ‘তোপসে’ - Satyajit Ray Birth Anniversary - SATYAJIT RAY BIRTH ANNIVERSARY

Siddhartha Chatterjee on Satyajit Ray: সিদ্ধার্থ চট্টোপাধ্যায় ছিলেন সত্যজিৎ রায়ের প্রথম তোপসে ৷ পেশায় ব্যবসায়ী হলেও অভিনয় নেশা সিদ্ধার্থ চট্টোপাধ্যায়ের ৷ সত্যজিৎ রায়ের 103তম জন্মদিনের আগে প্রকাশিত হল তাঁর বই ৷ যেখানে সত্যজিৎ রায়ের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা বিস্তারিত বর্ণনা রয়েছে ৷

Satyajit Ray, SIDDHARTHA CHATTERJEE
সত্যজিৎ রায়ের স্মৃতিচারণায় সিদ্ধার্থ চট্টোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : May 2, 2024, 11:07 AM IST

সত্যজিৎ রায়ের স্মৃতিচারণায় প্রথম তোপসে

কলকাতা, 2 মে: বাঙালি ভোলেনি সত্যজিতের প্রথম তোপসেকে । 'সোনার কেল্লা', 'জয় বাবা ফেলুনাথ'-এ তোপসে হিসেবে দর্শক পেয়েছে সিদ্ধার্থ চট্টোপাধ্যায়কে । অভিনেতা হিসেবে তিনি যে অনেক কাজ করেছেন তা নয় । সত্যজিৎ রায়ের পরিচালনায় 'সোনার কেল্লা' এবং 'জয় বাবা ফেলুনাথ' ছাড়াও তিনি অভিনয় করেছেন 'হিটলিস্ট', 'ম্যাডলি বাঙালি', 'পোস্ত', 'আমার আপনজন' এবং 'ভূতের ভবিষ্যৎ'-এ ।

পেশায় ব্যবসায়ী হলেও এবার নিজের লেখা বই নিয়ে হাজির হলেন সত্যজিতের প্রথম তপেশ রঞ্জন মিত্র থুড়ি সিদ্ধার্থ চট্টোপাধ্যায় । সত্যজিৎ রায়ের 103তম জন্মদিনের প্রাক্কালে তাঁর কলমে প্রকাশিত হল 'ফেলুদার প্রথম তোপসে'। বইয়ে সত্যজিৎ রায়ের সঙ্গে সিদ্ধার্থ চট্টোপাধ্যায়ের প্রথম সাক্ষাৎ থেকে তাঁর সঙ্গে সখ্যতা সবই রয়েছে পুঙ্খানুপুঙ্খভাবে ।

পাঠভবন স্কুলে পড়াকালীনই 'সোনার কেল্লা' ছবিতে অভিনয়ের সুযোগ পান তিনি । এরপর 'জয় বাবা ফেলুনাথ' ছবিতেও তাঁকে তোপসে হিসেবে দেখা গিয়েছে । এরপরে অবশ্য বদল হয়েছে তোপসে । বদলেছে ফেলুদাও ।

বই প্রকাশের অনুষ্ঠানে সত্যজিৎ রায় প্রসঙ্গে সিদ্ধার্থ চট্টোপাধ্যায় বলেন, "আমার মতো নন-সিনেম্যাটিক মানুষকে কীভাবে সিনেম্যাটিক করে তোলা যায় তা সত্যজিৎ রায় করেছিলেন । একজন নন-অ্যাক্টরকে কীভাবে অ্যাক্টর করে তোলা যায় উনি জানতেন । কোন পর্যায়ের পরিচালক ছিলেন তা বলে বোঝানোর নয় । কালো কাপড় মাথায় দিয়ে ক্যামেরার সামনে বসে থাকতেন যাতে অভিনেতা ঘাবড়ে না যান ।"

সিদ্ধার্থ চট্টোপাধ্যায়ের বই প্রকাশের অনুষ্ঠানে হাজির ছিলেন সন্দীপ রায়, সত্যজিৎ রায়ের দুই মুকুল কুশল চক্রবর্তী ও শান্তনু বাগচি, মলয় রায় অর্থাৎ 'জয় বাবা ফেলুনাথ' ছবির বডি বিল্ডার গুণময় বাগচি । এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা বরুণ চন্দ, পরিচালক অনীক দত্ত-সহ আরও অনেকে । 'সোনার কেল্লা' থেকে শুরু করে 'জয় বাবা ফেলুনাথ' নির্মাণের নানা কাহিনি উঠে আসে গল্প আড্ডায় ।

আরও পড়ুন :

  1. সত্যজিৎ রায় জয়সলমীরের মানুষের কাছে ভাস্কো দা গামা: কুশল চক্রবর্তী
  2. সত্যজিৎ রায়ের প্রয়াণে কী অবস্থা হয়েছিল সৌমিত্রর ? স্মৃতি আওড়ালেন ‘ফেলুদা’ কন্যা পৌলমী
  3. ফেলুদা ফের ফিরছে, প্রকাশ্যে 'নয়ন রহস্য' মোশন পোস্টার

সত্যজিৎ রায়ের স্মৃতিচারণায় প্রথম তোপসে

কলকাতা, 2 মে: বাঙালি ভোলেনি সত্যজিতের প্রথম তোপসেকে । 'সোনার কেল্লা', 'জয় বাবা ফেলুনাথ'-এ তোপসে হিসেবে দর্শক পেয়েছে সিদ্ধার্থ চট্টোপাধ্যায়কে । অভিনেতা হিসেবে তিনি যে অনেক কাজ করেছেন তা নয় । সত্যজিৎ রায়ের পরিচালনায় 'সোনার কেল্লা' এবং 'জয় বাবা ফেলুনাথ' ছাড়াও তিনি অভিনয় করেছেন 'হিটলিস্ট', 'ম্যাডলি বাঙালি', 'পোস্ত', 'আমার আপনজন' এবং 'ভূতের ভবিষ্যৎ'-এ ।

পেশায় ব্যবসায়ী হলেও এবার নিজের লেখা বই নিয়ে হাজির হলেন সত্যজিতের প্রথম তপেশ রঞ্জন মিত্র থুড়ি সিদ্ধার্থ চট্টোপাধ্যায় । সত্যজিৎ রায়ের 103তম জন্মদিনের প্রাক্কালে তাঁর কলমে প্রকাশিত হল 'ফেলুদার প্রথম তোপসে'। বইয়ে সত্যজিৎ রায়ের সঙ্গে সিদ্ধার্থ চট্টোপাধ্যায়ের প্রথম সাক্ষাৎ থেকে তাঁর সঙ্গে সখ্যতা সবই রয়েছে পুঙ্খানুপুঙ্খভাবে ।

পাঠভবন স্কুলে পড়াকালীনই 'সোনার কেল্লা' ছবিতে অভিনয়ের সুযোগ পান তিনি । এরপর 'জয় বাবা ফেলুনাথ' ছবিতেও তাঁকে তোপসে হিসেবে দেখা গিয়েছে । এরপরে অবশ্য বদল হয়েছে তোপসে । বদলেছে ফেলুদাও ।

বই প্রকাশের অনুষ্ঠানে সত্যজিৎ রায় প্রসঙ্গে সিদ্ধার্থ চট্টোপাধ্যায় বলেন, "আমার মতো নন-সিনেম্যাটিক মানুষকে কীভাবে সিনেম্যাটিক করে তোলা যায় তা সত্যজিৎ রায় করেছিলেন । একজন নন-অ্যাক্টরকে কীভাবে অ্যাক্টর করে তোলা যায় উনি জানতেন । কোন পর্যায়ের পরিচালক ছিলেন তা বলে বোঝানোর নয় । কালো কাপড় মাথায় দিয়ে ক্যামেরার সামনে বসে থাকতেন যাতে অভিনেতা ঘাবড়ে না যান ।"

সিদ্ধার্থ চট্টোপাধ্যায়ের বই প্রকাশের অনুষ্ঠানে হাজির ছিলেন সন্দীপ রায়, সত্যজিৎ রায়ের দুই মুকুল কুশল চক্রবর্তী ও শান্তনু বাগচি, মলয় রায় অর্থাৎ 'জয় বাবা ফেলুনাথ' ছবির বডি বিল্ডার গুণময় বাগচি । এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা বরুণ চন্দ, পরিচালক অনীক দত্ত-সহ আরও অনেকে । 'সোনার কেল্লা' থেকে শুরু করে 'জয় বাবা ফেলুনাথ' নির্মাণের নানা কাহিনি উঠে আসে গল্প আড্ডায় ।

আরও পড়ুন :

  1. সত্যজিৎ রায় জয়সলমীরের মানুষের কাছে ভাস্কো দা গামা: কুশল চক্রবর্তী
  2. সত্যজিৎ রায়ের প্রয়াণে কী অবস্থা হয়েছিল সৌমিত্রর ? স্মৃতি আওড়ালেন ‘ফেলুদা’ কন্যা পৌলমী
  3. ফেলুদা ফের ফিরছে, প্রকাশ্যে 'নয়ন রহস্য' মোশন পোস্টার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.