ETV Bharat / entertainment

'সঙ্গীতের সঙ্গে বন্ধুত্ব করতে হবে', রবিভূমে এসে নবপ্রজন্মকে পরামর্শ শিল্পী শুভা মুদগলের

সুন্দর শাস্ত্রীয় সঙ্গীতের সাক্ষী থাকলেন শান্তিনিকেতনবাসী ৷ গান শোনালেন শিল্পী শুভা মুদগল। অনুষ্ঠান শেষে ইটিভি ভারতের সঙ্গে ভাগ করে নেন নিজের অভিজ্ঞতা ৷

shubha mudgal
মুখোমুখি শিল্পী শুভা মুদগল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 30, 2024, 3:27 PM IST

বোলপুর, 30 নভেম্বর: প্রেমে পড়লে তিনি বলেছেন, "শিখো না ন্যায়নো কি ভাষা পিয়া.." ৷ মনের মানুষ অভিমান করলে, তিনি বলেন, "পিয়া তোরা ক্যায়সা অভিমান ...৷" আবার কখনও বৃষ্টি দেখলে বলে উঠেছেন, "আবকে সাওয়ান অ্যায়সে বরসে... ৷" চোখের জল আর সম্মান সামলাতে যখন আঁচল সম্বল তখন তিনি বলে ওঠেন, "লাগা চুনরি মে দাগ..."৷ আসলে গানে গানে মন আর জীবনের রঙ-বেরঙের কাহিনী জোরালো কণ্ঠে বলেছেন শিল্পী শুভা মুদগল ৷

সম্প্রতি শান্তিনিকেতনে চিত্রশিল্পী যোগেন চৌধুরীর স্বাদ আর্ট গ্যালারিতে বেঙ্গল বিনালের উদ্যোগে সঙ্গীত সন্ধ্যায় অংশ নেন প্রখ্যাত হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী শুভা মুদগল ৷ "সঙ্গীতের সঙ্গে বন্ধুত্ব করতে হবে"- রবীন্দ্র ভূমে এসে নতুন প্রজন্মকে বার্তা দিলেন প্রখ্যাত শিল্পী ৷ অনুষ্ঠান শেষে ইটিভি ভারতকে একান্তে নিজের অভিজ্ঞতা ব্যক্ত করেন শুভা মুদগল।

শিল্পী শুভা মুদগলের অনুষ্ঠান (ইটিভি ভারত)

তিনি বলেন, "এমন একটি জায়গায় আমি আজ অনুষ্ঠান করলাম যার মহত্ত্ব গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে জড়িত। এছাড়া, বেঙ্গল বিনালেতে কত শিল্পীর শিল্প বিকশিত হবে ৷ আর এই স্থানটিও একজন প্রতিভাবান শিল্পীর (যোগেন চৌধুরী)। সৃজনশীল আত্মার মঞ্চে যখন আসতে পারি তখন নিজেকে ভাগ্যবান মনে হয় ৷ আর সব থেকে বড় দর্শকরাও শিল্পী ৷ এই রকম সুযোগ কোথাও পাওয়া যায় না ৷ এটা আমার কাছে বিরাট প্রাপ্তি।"

নতুন প্রজন্মের শিল্পীদের কি পরামর্শ দেবেন? শিল্পী শুভা মুদগল বলেন, "আমি কোনও পরামর্শ দেওয়ার যোগ্য নই ৷ তবে এটুকু বলতে পারি সঙ্গীতের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। নিজের মনে করতে হবে ৷ তাহলের জীবন সমৃদ্ধ হবে ৷ আর যদি জীবনে ভালো গুরু পাওয়া যায়, তাঁর সঙ্গ কখনই ত্যাগ করা উচিত নয় ৷ গুরুর দেখানো পথ ছাড়া চলা খুব মুশকিল।"

পাশাপাশি শিল্পী বিশ্বভারতীর সঙ্গীতভবনের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ৷ শান্তিনিকেতনে শিল্পী শুভা মুদগলের শাস্ত্রী সঙ্গীত শুনতে ভিড় উপচে পড়েছিল ৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকেও বহু শ্রোতা এসেছিলেন অনুষ্ঠানে ৷ মূলত, হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত জগতের অন্যতম শিল্পী শুভা মুদগল।

বিশেষ করে ভারতীয় তামিল চলচ্চিত্র জগতে তাঁর অবদান স্মরণীয়। জাতীয় চলচ্চিত্র পুরস্কার-সহ 2000 সালে 'পদ্মশ্রী' সম্মাননায় ভূষিত হন তিনি ৷ প্রসঙ্গত, এই প্রথম পশ্চিমবঙ্গে 'বেঙ্গল বিনালে' হচ্ছে। যার জন্য দু'টি স্থান বেছে নেওয়া হয়েছে। শান্তিনিকেতন ও কলকাতা। এই বেঙ্গল বিনালের উদ্যোগে প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী স্বাদ আর্ট গ্যালারিতে এক সঙ্গীত সন্ধ্যায় অংশ নেন শুভা মুদগল।

বোলপুর, 30 নভেম্বর: প্রেমে পড়লে তিনি বলেছেন, "শিখো না ন্যায়নো কি ভাষা পিয়া.." ৷ মনের মানুষ অভিমান করলে, তিনি বলেন, "পিয়া তোরা ক্যায়সা অভিমান ...৷" আবার কখনও বৃষ্টি দেখলে বলে উঠেছেন, "আবকে সাওয়ান অ্যায়সে বরসে... ৷" চোখের জল আর সম্মান সামলাতে যখন আঁচল সম্বল তখন তিনি বলে ওঠেন, "লাগা চুনরি মে দাগ..."৷ আসলে গানে গানে মন আর জীবনের রঙ-বেরঙের কাহিনী জোরালো কণ্ঠে বলেছেন শিল্পী শুভা মুদগল ৷

সম্প্রতি শান্তিনিকেতনে চিত্রশিল্পী যোগেন চৌধুরীর স্বাদ আর্ট গ্যালারিতে বেঙ্গল বিনালের উদ্যোগে সঙ্গীত সন্ধ্যায় অংশ নেন প্রখ্যাত হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী শুভা মুদগল ৷ "সঙ্গীতের সঙ্গে বন্ধুত্ব করতে হবে"- রবীন্দ্র ভূমে এসে নতুন প্রজন্মকে বার্তা দিলেন প্রখ্যাত শিল্পী ৷ অনুষ্ঠান শেষে ইটিভি ভারতকে একান্তে নিজের অভিজ্ঞতা ব্যক্ত করেন শুভা মুদগল।

শিল্পী শুভা মুদগলের অনুষ্ঠান (ইটিভি ভারত)

তিনি বলেন, "এমন একটি জায়গায় আমি আজ অনুষ্ঠান করলাম যার মহত্ত্ব গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে জড়িত। এছাড়া, বেঙ্গল বিনালেতে কত শিল্পীর শিল্প বিকশিত হবে ৷ আর এই স্থানটিও একজন প্রতিভাবান শিল্পীর (যোগেন চৌধুরী)। সৃজনশীল আত্মার মঞ্চে যখন আসতে পারি তখন নিজেকে ভাগ্যবান মনে হয় ৷ আর সব থেকে বড় দর্শকরাও শিল্পী ৷ এই রকম সুযোগ কোথাও পাওয়া যায় না ৷ এটা আমার কাছে বিরাট প্রাপ্তি।"

নতুন প্রজন্মের শিল্পীদের কি পরামর্শ দেবেন? শিল্পী শুভা মুদগল বলেন, "আমি কোনও পরামর্শ দেওয়ার যোগ্য নই ৷ তবে এটুকু বলতে পারি সঙ্গীতের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। নিজের মনে করতে হবে ৷ তাহলের জীবন সমৃদ্ধ হবে ৷ আর যদি জীবনে ভালো গুরু পাওয়া যায়, তাঁর সঙ্গ কখনই ত্যাগ করা উচিত নয় ৷ গুরুর দেখানো পথ ছাড়া চলা খুব মুশকিল।"

পাশাপাশি শিল্পী বিশ্বভারতীর সঙ্গীতভবনের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ৷ শান্তিনিকেতনে শিল্পী শুভা মুদগলের শাস্ত্রী সঙ্গীত শুনতে ভিড় উপচে পড়েছিল ৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকেও বহু শ্রোতা এসেছিলেন অনুষ্ঠানে ৷ মূলত, হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত জগতের অন্যতম শিল্পী শুভা মুদগল।

বিশেষ করে ভারতীয় তামিল চলচ্চিত্র জগতে তাঁর অবদান স্মরণীয়। জাতীয় চলচ্চিত্র পুরস্কার-সহ 2000 সালে 'পদ্মশ্রী' সম্মাননায় ভূষিত হন তিনি ৷ প্রসঙ্গত, এই প্রথম পশ্চিমবঙ্গে 'বেঙ্গল বিনালে' হচ্ছে। যার জন্য দু'টি স্থান বেছে নেওয়া হয়েছে। শান্তিনিকেতন ও কলকাতা। এই বেঙ্গল বিনালের উদ্যোগে প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী স্বাদ আর্ট গ্যালারিতে এক সঙ্গীত সন্ধ্যায় অংশ নেন শুভা মুদগল।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.