ETV Bharat / entertainment

এই বর্ষাতেই চার হাত এক! 15 জুলাই বিয়ে সোহিনী-শোভনের - Shovan Sohini Wedding - SHOVAN SOHINI WEDDING

Shovan-Sohini Wedding Bell: কয়েকদিন পরেই গঙ্গোপাধ্যায় ও সরকার পরিবারে বাজতে চলেছে বিয়ের সানাই ৷ ছাদনাতলায় আসতে চলেছেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায় ৷ এবারের প্রেম পেতে চলেছে পরিণতি ৷

Shovan-Sohini Wedding
শোভন-সোহিনীর বিয়ে! (সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 11, 2024, 10:47 PM IST

কলকাতা, 11 জুলাই: 'আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে', হাতে মাত্র চার দিন ৷ তারপরই চার হাত এক হতে চলেছে গায়ক আর নায়িকার। প্রেমিক গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী সোহিনী সরকার ৷ তাঁদের প্রেমের গুঞ্জন আজ আর গুঞ্জনে থেমে নেই ৷ সম্পর্কে সিলমোহর পড়েছে অনেক দিন আগেই ৷ তবে বিয়ের ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন এই কপোত-কপোতী ৷

শোনা যাচ্ছে, 15 জুলাই বিয়ে করছেন সোহিনী আর শোভন ৷ শহর থেকে কিছুটা দূরে একটি ফার্ম হাউজে অনুষ্ঠান হবে বিয়ের। তবে, বিয়ের আগের দিন আছে ব্যাচেলার্স পার্টি ৷ যদিও এও গুঞ্জন ৷ কারণ বিয়ে নিয়ে নায়ক-গায়ক দু'জনেই একেবারে চুপ ৷ ব্যাচেলার্স পার্টির পরের দিন সকালে বাঙালি আচার অনুষ্ঠান আছে ৷ তারপর রেজিস্ট্রি ম্যারেজ ৷ উপস্থিত থাকবেন পরিবারের মানুষ আর কাছের বন্ধুরা। লালরঙা বেনারসিতেই নাকি কনে রূপে দেখা যাবে সোহিনীকে ৷ অন্যদিকে শোভন সাজবেন বাঙালি বাবুর সাজেই ধুতি-পাঞ্জাবিতে ৷

টলিউডে কান পাতলেই শোনা যায়, শোভন এবং সোহিনী দু'জনেই এর আগে ছিলেন অন্য সম্পর্কে ৷ একদিকে সোহিনী নাকি অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন ৷ অন্যদিকে শোভনের সঙ্গে নাকি প্রথমে গায়িকা ইমন চক্রবর্তীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ৷ সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর শোভনের জীবনে নাকি আসেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত ৷ কেন ভেঙেছিল ইমনের সঙ্গে শোভনের প্রেম ? তা নিয়েও জলঘোলা কম হয়নি ৷ জানা যায়, ইমনকে নিয়ে শোভনের মায়ের তির্যক মন্তব্যই নাকি এই ভাঙনের নেপথ্যে ৷

গত বছরেই যিশু সেনগুপ্তর আয়োজনে এক রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে আলাপ দু'জনের ৷ এই বর্ষায় বিয়ে ৷ এর মাঝে দু'জনে ঘুরে এসেছেন সুইডেন ৷ এ বছর হাতে হাত রেখে মুখে মাস্ক পরে ঘুরেছেন বইমেলায় ৷ বিয়ের পর কোথায় যাবেন হানিমুনে ? জানতে হলে অপেক্ষা করা ছাড়া উপায় নেই ।

কলকাতা, 11 জুলাই: 'আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে', হাতে মাত্র চার দিন ৷ তারপরই চার হাত এক হতে চলেছে গায়ক আর নায়িকার। প্রেমিক গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী সোহিনী সরকার ৷ তাঁদের প্রেমের গুঞ্জন আজ আর গুঞ্জনে থেমে নেই ৷ সম্পর্কে সিলমোহর পড়েছে অনেক দিন আগেই ৷ তবে বিয়ের ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন এই কপোত-কপোতী ৷

শোনা যাচ্ছে, 15 জুলাই বিয়ে করছেন সোহিনী আর শোভন ৷ শহর থেকে কিছুটা দূরে একটি ফার্ম হাউজে অনুষ্ঠান হবে বিয়ের। তবে, বিয়ের আগের দিন আছে ব্যাচেলার্স পার্টি ৷ যদিও এও গুঞ্জন ৷ কারণ বিয়ে নিয়ে নায়ক-গায়ক দু'জনেই একেবারে চুপ ৷ ব্যাচেলার্স পার্টির পরের দিন সকালে বাঙালি আচার অনুষ্ঠান আছে ৷ তারপর রেজিস্ট্রি ম্যারেজ ৷ উপস্থিত থাকবেন পরিবারের মানুষ আর কাছের বন্ধুরা। লালরঙা বেনারসিতেই নাকি কনে রূপে দেখা যাবে সোহিনীকে ৷ অন্যদিকে শোভন সাজবেন বাঙালি বাবুর সাজেই ধুতি-পাঞ্জাবিতে ৷

টলিউডে কান পাতলেই শোনা যায়, শোভন এবং সোহিনী দু'জনেই এর আগে ছিলেন অন্য সম্পর্কে ৷ একদিকে সোহিনী নাকি অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন ৷ অন্যদিকে শোভনের সঙ্গে নাকি প্রথমে গায়িকা ইমন চক্রবর্তীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ৷ সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর শোভনের জীবনে নাকি আসেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত ৷ কেন ভেঙেছিল ইমনের সঙ্গে শোভনের প্রেম ? তা নিয়েও জলঘোলা কম হয়নি ৷ জানা যায়, ইমনকে নিয়ে শোভনের মায়ের তির্যক মন্তব্যই নাকি এই ভাঙনের নেপথ্যে ৷

গত বছরেই যিশু সেনগুপ্তর আয়োজনে এক রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে আলাপ দু'জনের ৷ এই বর্ষায় বিয়ে ৷ এর মাঝে দু'জনে ঘুরে এসেছেন সুইডেন ৷ এ বছর হাতে হাত রেখে মুখে মাস্ক পরে ঘুরেছেন বইমেলায় ৷ বিয়ের পর কোথায় যাবেন হানিমুনে ? জানতে হলে অপেক্ষা করা ছাড়া উপায় নেই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.