হায়দরাবাদ, 16 জুন: হাসি-কান্না থেকে শিক্ষা, দর্শকদের নতুন এক সফরে নিয়ে গিয়েছিল 'তারে জমিন পর' ৷ 2007 সালে মুক্তি পেয়েছিল ছবিটি ৷ এরপর অপেক্ষা ছিল এর সিক্যুয়লের ৷ সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে ৷ আসছে 'সিতারে জমিন পর' ৷ শ্যুটিং শেষ হল আরএস প্রসন্ন পরিচালিত এই সিনেমার ৷ ছবিটিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে আমির খান এবং জেনেলিয়া দেশমুখকে ৷ বলিউড সূত্রে খবর, এ বছরের ডিসেম্বর রুপোলি পর্দায় মুক্তি পেতে চলেছে 'সিতারে জমিন পর' ।
পরিচালক আরএস প্রসন্ন শনিবার সিতারে জামিন পারের শ্যুটিং শেষের খবর অনুরাগীদের সঙ্গে সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন ৷ তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে ছবির শ্যুটিংয়ের মাঝে কিছু মুহূর্তের ছবি পোস্ট করেছেন ৷ তার মধ্যে একটি ছবিতে চলচ্চিত্রের ক্ল্যাপবোর্ডে সজ্জিত একটি কেক দেখা যাচ্ছে ৷ তাতে লেখা রয়েছে, 'সিতারে জমিন পর', 'ইটস আ ব়্যাপ' । সঙ্গে হৃদয়ের ইমোজি দিয়ে প্রসন্ন ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁর উচ্ছাস প্রকাশ করেছেন ।
অন্য একটি পোস্টে চলচ্চিত্র নির্মাতাকে জেনেলিয়া দেশমুখের সঙ্গে ছবিতে পোজ দিতে দেখা গিয়েছে ৷ 'সিতারে জামিন পর' সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জেনেলিয়া । প্রসন্নর পোস্ট করা ছবিতে দু'জনের মুখে চওড়া হাসি ৷ অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে, জেনেলিয়া পরিচালকের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত ৷
পোস্টটি শেয়ার করে প্রসন্ন লিখেছেন, "কী ভীষণ ভালো মানুষ তুমি জেনেলিয়া ৷ বন্ধু, তুমি আমাদের সম্পদ ৷" যার উত্তরে জেনেলিয়া পোস্টে গিয়ে লিখেছেন, "সবচেয়ে প্রিয় মানুষ ৷ তাঁরা অনেক ভাগ্যবান যাঁরা আপনার মতো পরিচালকের সঙ্গে কাজ করতে পারেন । আপনার সঙ্গে কাজ করতে পেরে চির কৃতজ্ঞ ।" সঙ্গে সবুজ-হৃদয় এঁকেছেন অভিনেত্রী ৷
চলচ্চিত্র নির্মাতা আরএস প্রসন্ন তাঁর আরও একটি পোস্টে সোশাল মিডিয়ায় আমিরের প্রশংসা করেছেন ৷ 'লগান' সিনেমা দেখার অভিজ্ঞতা থেকে এখন 'সিতারে জমিন পর'-এ আমিরের সঙ্গে কাজের কথাও ভাগ করে নিয়েছেন তিনি ৷ পরিচালক লিখেছেন, "স্ক্রিনে 'লগান' দেখা থেকে আমির স্যারের পাশে দাঁড়ানো, তাঁর কাছ থেকে কাজ শিখতে পেরেছি ৷ ঈশ্বর অত্যন্ত সদয় এবং আমার প্রতি উদার ৷"
আমিরের নেতৃত্ব এবং সৃজনশীল দক্ষতা এবং একজন পরামর্শদাতা হিসাবে তাঁর ভূমিকার প্রশংসা করে প্রসন্ন লিখেছেন, "অনেক বিষয়ে স্যারের কাছ থেকে এত কিছু শেখার আছে, কিন্তু সর্বোপরি কীভাবে একজন ভালো মানুষ হওয়া যায়, সেটা সবচেয়ে বেশি শিক্ষনীয় ৷ ভালোবাসায় পূর্ণ, অন্তহীন কৌতূহল এবং শেখার উদ্যম ইচ্ছাশক্তি সম্পন্ন একজন অসাধারণ মানুষ তিনি ৷ তার চারপাশের সকল মানুষদের তিনি প্রতিনিয়ত ক্ষমতায়ন করে চলেছেন ৷ অত্যন্ত ভরসাযোগ্য মানুষ এবং একজন খুব ভালো অভিভাবক ।"
জানা গিয়েছে, 'সিতারে জমিন পর' সিনেমাটির গল্প ক্রীড়া প্রশিক্ষকের সঙ্গে বিশেষভাবে-সক্ষম শিশুদের সম্পর্ককে ঘিরে আবর্তিত হবে ৷ ছবিটির অসাধারণ গল্প, নিপুণ চরিত্রায়ন আমির খান মানুষের মন জয় করবে বলে আশা করছেন সবাই ৷ সিনেমাটি এ বছরের বড় দিনে মুক্তি পেতে পারে ৷ ওই একই সময় মুক্তি পাবে আহমেদ খান পরিচালিত অক্ষয় কুমারের বহু-প্রতীক্ষিত মাল্টি-স্টারার 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' সিনেমাটিও । ফলে বক্স অফিসে দু'টি বড় ফিল্মের জোর টক্কর হতে চলেছে বলে মনে করছে সিনেমহল ৷