হায়দরাবাদ, 7 মে: 'অনুপমা' খ্যাত তারকা রূপালি গঙ্গোপাধ্যায়ের পর এবার বিজেপিতে যোগ দিলেন অভিনেতা শেখর সুমন ও কংগ্রেস নেত্রী রাধিকা খিরা ৷ তৃতীয় দফা নির্বাচনের আবহে নয়াদিল্লি হোড কোয়ার্টারে বিনোদ তারের হাত ধরে পদ্মশিবিরে যোগ দিলেন দু'জনে ৷ বিজেপিতে যোগ দেওয়ার পর অভিনেতা শেখর সুমন ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা, অনুরাগ ঠাকুর ও অনিল বালুনিকে ৷
সাংবাদিক সম্মেলনে শেখর সুমন বলেন, "গতকাল পর্যন্ত আমি জানতাম না আজ আমি এখানে বসে থাকব ৷ জীবনে অনেক কিছু ঘটে চলেছে ৷ আমি এই দলে যোগ দিয়েছি অনেক ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে ৷ আমি ভগবানকেও ধন্যবাদ জানাই আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ৷" তিনি আরও বলেন, "আমি এখানে এসেছি একদম নবীশ হিসাবে ৷ যখন তুমি নিজেকে পুরোপুরি সঁপে দাও তখন সেখানে প্রশ্নের জায়গা থাকে না ৷ আমাদের প্রত্যেকের একটা সামাজিক কর্তব্য ও দায়িত্ব রয়েছে ৷ তাই আমি এখানে এসেছি ৷ আমরা প্রত্যেকেই কোনটা ঠিক কোনটা ভুল না নিয়ে বিচার বিশ্লেষণ করি ৷ তাই সিস্টেমে থেকে কিছু করতে চাই ৷"
অন্য়দিকে, বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন কংগ্রেস নেত্রী রাধিকা খেরা ৷ তিনি বলেন, "আমি সবসময় শুনেছি কংগ্রেস রামবিরোধী ৷ কিন্তু আমি এই ঘটনার জ্বলন্ত উদাহরণ ৷ আমি রাম মন্দিরে যাওয়ার পর আমার সঙ্গে যেই রকম ব্যবহার করা হয়েছে তার বিচার এখনও পর্যন্ত হয়নি ৷ কংগ্রেস তাদের মেয়েদের ও কর্মীদের বিচার দিতে অক্ষম ৷ জনগণ সাক্ষী, কংগ্রেস কীভাবে দেশটাকে চালিয়েছে ৷ আমি জনসাধারণকে বলতে চাই, যদি এই দল মহিলাদের সম্মান করতে না পারে ৷ কাউকেই ন্যায় দিতে সক্ষম নয় ৷"
উল্লেখ্য, অভিনেতা শেখর সুমনকে শেষ দেখা গিয়েছে সঞ্জয়লীলা বনশালি পরিচালিত 'হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার' সিরিজে ৷ জুলফিকর আহমেদের চরিত্রে তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শকদের ৷
আরও পড়ুন
1.পাঞ্জাবি-শাড়ি পরে জোড়ায় ভোটদান রীতেশ-জেনেলিয়ার; দেখুন ভিডিয়ো
2. মেট গালায় সব্যসাচীর শাড়িতে 'ঐশ্বরিক' আলিয়া, রণবীর-জায়ায় মুগ্ধ নেটপাড়া
3. সলমনের বাড়ির বাইরে গুলি-কাণ্ডে গ্রেফতার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য