ETV Bharat / entertainment

রুপোলি পর্দায় ফিরছে মিঠুন-দেবশ্রী জুটি, শ্যামবাজারে শুরু 'শাস্ত্রী'র শুটিং - মিঠুন চক্রবর্তী

Shashtri Cinema Shooting: জ্যোতির্বিদ্যা কী আদৌ বিজ্ঞান নাকি অপবিজ্ঞান ? উত্তর মিলবে শাস্ত্রী সিনেমায় ৷ যার শুটিং শুরু হল বুধবার থেকে ৷ এই ছবিতে বহু বছর পর ফের একসঙ্গে জুটিতে দেখা যাবে মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায়কে ৷

Shastri cinema
শাস্ত্রী
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2024, 10:56 AM IST

Updated : Jan 31, 2024, 7:11 PM IST

কলকাতা, 31 জানুয়ারি: আরও একবার রুপোলি পর্দায় ঝড় তুলতে ফিরছে মিঠুন-দেবশ্রী জুটি ৷ আজ থেকে শুরু তাঁদের আসন্ন ছবি 'শাস্ত্রী'র শুটিং । এই সিনেমার পরিচালক পথিকৃৎ বসু । প্রযোজক সোহম চক্রবর্তী । মঙ্গলবারেই শুভ মহরৎ সেরে ফেলেছে টিম 'শাস্ত্রী' । সম্পন্ন হয়েছে লুক সেটও । এবার টিম 'শাস্ত্রী'র কলাকুশলীদের ফ্লোরে হাজির হওয়ার অপেক্ষা । এই ছবিতে মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায়ের পাশাপাশি বিভিন্ন চরিত্রে দেখা যাবে রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তীর মতো অভিনেতাদের ।

'শাস্ত্রী' ছবির পরিচালক ইটিভি ভারতকে আগেই জানিয়েছিলেন, দেবারতি মুখোপাধ্যায়ের গল্প নিয়ে তাঁর কাজ করার ইচ্ছা বহুদিনের । জ্যোতির্বিদ্যা কী আদৌ বিজ্ঞান নাকি, অপবিজ্ঞান, সেটাই দেখানোর চেষ্টা করা হবে এই ছবিতে । তিনি আরও জানিয়েছিলেন, শুরু থেকেই কথা ছিল যে মিঠুন চক্রবর্তীকে নিয়ে কাজ হবে এই ছবিতে । এবার কাজ শুরুর অপেক্ষা । দেবারতি মুখোপাধ্যায়ের ছোটগল্প অবলম্বনে তৈরি হবে এই ছবি । অর্ণব ভৌমিক ও অরিত্র বন্দ্যোপাধ্যায় রয়েছেন চিত্রনাট্য নির্মাণে । বিজ্ঞান-অপবিজ্ঞান দ্বন্দ্ব নিয়েই তৈরি হচ্ছে 'শাস্ত্রী'। সোহম চক্রবর্তীকে দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায় ।

Shastri cinema
এই সিনেমায় মুখ্য চরিত্রে রয়েছেন মিঠুন চক্রবর্তী

জানা গিয়েছে, ছবির গল্প আবর্তিত হবে পরিমল সান্যালকে কেন্দ্রে রেখে । পরিমলের জীবনের দু'টি অধ্যায় তুলে ধরা হবে ছবিতে । সেই মতোই লুক সেট হয়েছে অভিনেতার । এই চরিত্রেই রয়েছেন মিঠুন চক্রবর্তী । পরিমলের স্ত্রী সরলার ভূমিকায় অভিনয় করবেন দেবশ্রী রায় । একইভাবে সরলার জীবনেরও দু'টি অধ্যায় তুলে ধরা হবে ছবিতে । লুকেও থাকবে চমক । ইটিভি ভারতকে পথিকৃৎ বলেন, "আজ শ্যামবাজারে শুটিং । মিঠুন দা, দেবশ্রী দি দুজনেই থাকছেন আজকের শুটিংয়ে ।" এ ছাড়া ছবির ব্যাপারে এক্ষুণি আর কিছু বলতে নারাজ পরিচালক ।

Shastri cinema
শাস্ত্রী সিনেমার শুভ মহরৎ

প্রসঙ্গত, মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায় জুটির 'ত্রয়ী' সিনেমা সাড়া ফেলেছিল বাঙালি দর্শকের হৃদয়ে । তাঁদের রসায়ন ছিল অনবদ্য । 'এমএলএ ফাটাকেষ্ট', 'টাইগার' ছবিতেও জুটি বেঁধেছিলেন তাঁরা । এরপর 'শুকনো লঙ্কা' ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেন মিঠুন-দেবশ্রী । এবার 'শাস্ত্রী'তে দুই অধ্যায়ের রসায়ণ দেখা যাবে তাঁদের জীবনের । এই দুই অভিনেতাকে একসঙ্গে দেখতে মুখিয়ে রয়েছে দর্শককূল ৷

আরও পড়ুন:

  1. শিক্ষাক্ষেত্রে 'দুর্নীতি' নিয়ে সরব দেবশ্রী! অন্যায় না করলে কেউ ভয় পায় না, স্পষ্টবার্তা অভিনেত্রীর
  2. 'কেমিস্ট্রি মাসি'র মেক-আপ রুমে ইটিভি ভারতের সঙ্গে আড্ডায় দেবশ্রী রায়
  3. মিঠুনদাকে যোগ্য সম্মান দেওয়া হয়নি, চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ বিতর্ক আরও উসকে দিলেন দেবশ্রী

কলকাতা, 31 জানুয়ারি: আরও একবার রুপোলি পর্দায় ঝড় তুলতে ফিরছে মিঠুন-দেবশ্রী জুটি ৷ আজ থেকে শুরু তাঁদের আসন্ন ছবি 'শাস্ত্রী'র শুটিং । এই সিনেমার পরিচালক পথিকৃৎ বসু । প্রযোজক সোহম চক্রবর্তী । মঙ্গলবারেই শুভ মহরৎ সেরে ফেলেছে টিম 'শাস্ত্রী' । সম্পন্ন হয়েছে লুক সেটও । এবার টিম 'শাস্ত্রী'র কলাকুশলীদের ফ্লোরে হাজির হওয়ার অপেক্ষা । এই ছবিতে মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায়ের পাশাপাশি বিভিন্ন চরিত্রে দেখা যাবে রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তীর মতো অভিনেতাদের ।

'শাস্ত্রী' ছবির পরিচালক ইটিভি ভারতকে আগেই জানিয়েছিলেন, দেবারতি মুখোপাধ্যায়ের গল্প নিয়ে তাঁর কাজ করার ইচ্ছা বহুদিনের । জ্যোতির্বিদ্যা কী আদৌ বিজ্ঞান নাকি, অপবিজ্ঞান, সেটাই দেখানোর চেষ্টা করা হবে এই ছবিতে । তিনি আরও জানিয়েছিলেন, শুরু থেকেই কথা ছিল যে মিঠুন চক্রবর্তীকে নিয়ে কাজ হবে এই ছবিতে । এবার কাজ শুরুর অপেক্ষা । দেবারতি মুখোপাধ্যায়ের ছোটগল্প অবলম্বনে তৈরি হবে এই ছবি । অর্ণব ভৌমিক ও অরিত্র বন্দ্যোপাধ্যায় রয়েছেন চিত্রনাট্য নির্মাণে । বিজ্ঞান-অপবিজ্ঞান দ্বন্দ্ব নিয়েই তৈরি হচ্ছে 'শাস্ত্রী'। সোহম চক্রবর্তীকে দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায় ।

Shastri cinema
এই সিনেমায় মুখ্য চরিত্রে রয়েছেন মিঠুন চক্রবর্তী

জানা গিয়েছে, ছবির গল্প আবর্তিত হবে পরিমল সান্যালকে কেন্দ্রে রেখে । পরিমলের জীবনের দু'টি অধ্যায় তুলে ধরা হবে ছবিতে । সেই মতোই লুক সেট হয়েছে অভিনেতার । এই চরিত্রেই রয়েছেন মিঠুন চক্রবর্তী । পরিমলের স্ত্রী সরলার ভূমিকায় অভিনয় করবেন দেবশ্রী রায় । একইভাবে সরলার জীবনেরও দু'টি অধ্যায় তুলে ধরা হবে ছবিতে । লুকেও থাকবে চমক । ইটিভি ভারতকে পথিকৃৎ বলেন, "আজ শ্যামবাজারে শুটিং । মিঠুন দা, দেবশ্রী দি দুজনেই থাকছেন আজকের শুটিংয়ে ।" এ ছাড়া ছবির ব্যাপারে এক্ষুণি আর কিছু বলতে নারাজ পরিচালক ।

Shastri cinema
শাস্ত্রী সিনেমার শুভ মহরৎ

প্রসঙ্গত, মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায় জুটির 'ত্রয়ী' সিনেমা সাড়া ফেলেছিল বাঙালি দর্শকের হৃদয়ে । তাঁদের রসায়ন ছিল অনবদ্য । 'এমএলএ ফাটাকেষ্ট', 'টাইগার' ছবিতেও জুটি বেঁধেছিলেন তাঁরা । এরপর 'শুকনো লঙ্কা' ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেন মিঠুন-দেবশ্রী । এবার 'শাস্ত্রী'তে দুই অধ্যায়ের রসায়ণ দেখা যাবে তাঁদের জীবনের । এই দুই অভিনেতাকে একসঙ্গে দেখতে মুখিয়ে রয়েছে দর্শককূল ৷

আরও পড়ুন:

  1. শিক্ষাক্ষেত্রে 'দুর্নীতি' নিয়ে সরব দেবশ্রী! অন্যায় না করলে কেউ ভয় পায় না, স্পষ্টবার্তা অভিনেত্রীর
  2. 'কেমিস্ট্রি মাসি'র মেক-আপ রুমে ইটিভি ভারতের সঙ্গে আড্ডায় দেবশ্রী রায়
  3. মিঠুনদাকে যোগ্য সম্মান দেওয়া হয়নি, চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ বিতর্ক আরও উসকে দিলেন দেবশ্রী
Last Updated : Jan 31, 2024, 7:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.