ETV Bharat / entertainment

'রাজকুমার' হোক বা 'কামিনে', 21 পেরিয়ে ইন্ডাস্ট্রির 'হায়দার' শাহিদই

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 25, 2024, 3:56 PM IST

Shahid Kapoor Birthday: দেখতে দেখতে 21 বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দিলেন শাহিদ কাপুর ৷ চকোলেট বয় ইমেজ ছেড়ে আজ তিনি বলিউডের অ্যাকশন হিরোও বটে ৷ জন্মদিনে ফিরে দেখা আইএমডিবির দেওয়া রেটিং অনুযায়ী তাঁর অভিনীত সেরা ছবির তালিকা ৷

Shahid Kapoor Birthday
শাহিদ কাপুর

হায়দরাবাদ, 25 ফেব্রুয়ারি: 'তাল' ছবিতে ঐশ্বর্য রাই বচ্চনের ব্যাকআপ ডান্সার হিসাবে পর্দায় আসেন তিনি ৷ ছোট্ট ঝলকে সেই নৃত্যশিল্পীকে মনে না-থাকলেও রূপোলি পর্দাই যে তাঁর ভবিষ্যত, সেই বিষয়ে নিশ্চিত ছিলেন শাহিদ কাপুর ৷ 2003 সালে 'ইশক ভিশক' প্রথমবার এক চকোলেট বয়ের সঙ্গে পরিচয় হয় দর্শকদের ৷ নিউ কামার হিসাবে ফিল্মফেয়ার পুরস্কারও আসে ঝুলিতে ৷ দেখতে দেখতে 21 বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দিলেন শাহিদ ৷ ফিরে দেখা তাঁর অভিনীত সেরা ছবির তালিকা ৷

বিবাহ- সূরজ আর বারজাতিয়া পরিচালিত পারিবারিক ছবি 'বিবাহ' শাহিদ কাপুরের ফিল্মি কেরিয়ারে একটা টার্নি পয়েন্ট ছিল বলা যেতে পারে ৷ 'ইশক ভিশক'-এর পর এটি ছিল শাহিদের অন্যতম হিট ছবি ৷

হায়দার- উইলিয়াম শেক্সপিয়ারের ট্রাজেটি ড্রামা 'হ্যামলেট' অবলম্বনে তৈরি হয় হায়দার ৷ 62তম জাতীয় চলচ্চিত্র অনুষ্ঠানে পাঁচটি পুরস্কার আসে এই ছবির ঝুলিতে ৷ বিশাল ভরদ্বাজ পরিচালিত শাহিদ কাপুর, টাবু, শ্রদ্ধা কাপুর, কেকে মেনন অভিনীত এই ছবি শাহিদের কেরিয়ারের অন্যতম চর্চিত ছবি ৷

উড়তা পাঞ্জাব- অভিষেক চৌবে পরিচালিত 'উড়তা পাঞ্জাব' শাহিদের কেরিয়ারে অন্যতম সেরা ছবি ৷ এই ছবির জন্য 62তম ফিল্মফেয়ার অনুষ্ঠানে বেস্ট অ্যাক্টর হিসাবে ক্রিটিক অ্যাওয়ার্ডস পান শাহিদ কাপুর ৷

কবীর সিং- এই ছবি একাধারে যেমন বক্সঅফিসে সাফল্য এনেছে তেমনই সমালোচিতও হয়েছে ৷ সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত শাহিদ কাপুর- কিয়ারা আদবানি অভিনীত 'কবীর সিং' ছিল 2017 সালে মুক্তি পাওয়া 'অর্জুন রেড্ডি' ছবির রিমেক ৷

জব উই মেট- শাহিদ কাপুর ও করিনা কাপুর খান অভিনীত এই ছবি অন্যতম ৷ ইমতিয়াজ আলি পরিচালিত 'জব উই মেট' গীত ও আদিত্য কাশ্যপের লাভস্টোরি আজও জনপ্রিয় সিনেপ্রেমীকদের কাছে ৷

এছাড়াও ছবির তালিকায় রাখা যেতে পারে 'আর রাজকুমার', 'চুপ চুপ কে' ও সম্প্রতি মুক্তি পাওয়া 'তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া'-র মতো ছবি ৷ আগামিদিনে শাহিদ কাপুরের কেরিয়ার আরও সুন্দর এ মসৃণ হোক, জন্মদিনে রইল সেই শুভেচ্ছা ৷

আরও পড়ুন:

1. প্রযুক্তিকে দমন নয়, পরিবর্তে সমস্যার সমাধান শেখা উচিত; মনে করেন আমির

2. বিনোদুনিয়ার বেশ কিছু তারকা ডার্ক ওয়েব ব্যবহার করে আড়ি পাতছেন, বিস্ফোরক কঙ্গনা

3. 'রোমা' চরিত্রে কিয়ারা, জিনত-প্রিয়াঙ্কার জুতোয় পা গলিয়ে উচ্ছ্বসিত সিদ্ধার্থ-পত্নী

হায়দরাবাদ, 25 ফেব্রুয়ারি: 'তাল' ছবিতে ঐশ্বর্য রাই বচ্চনের ব্যাকআপ ডান্সার হিসাবে পর্দায় আসেন তিনি ৷ ছোট্ট ঝলকে সেই নৃত্যশিল্পীকে মনে না-থাকলেও রূপোলি পর্দাই যে তাঁর ভবিষ্যত, সেই বিষয়ে নিশ্চিত ছিলেন শাহিদ কাপুর ৷ 2003 সালে 'ইশক ভিশক' প্রথমবার এক চকোলেট বয়ের সঙ্গে পরিচয় হয় দর্শকদের ৷ নিউ কামার হিসাবে ফিল্মফেয়ার পুরস্কারও আসে ঝুলিতে ৷ দেখতে দেখতে 21 বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দিলেন শাহিদ ৷ ফিরে দেখা তাঁর অভিনীত সেরা ছবির তালিকা ৷

বিবাহ- সূরজ আর বারজাতিয়া পরিচালিত পারিবারিক ছবি 'বিবাহ' শাহিদ কাপুরের ফিল্মি কেরিয়ারে একটা টার্নি পয়েন্ট ছিল বলা যেতে পারে ৷ 'ইশক ভিশক'-এর পর এটি ছিল শাহিদের অন্যতম হিট ছবি ৷

হায়দার- উইলিয়াম শেক্সপিয়ারের ট্রাজেটি ড্রামা 'হ্যামলেট' অবলম্বনে তৈরি হয় হায়দার ৷ 62তম জাতীয় চলচ্চিত্র অনুষ্ঠানে পাঁচটি পুরস্কার আসে এই ছবির ঝুলিতে ৷ বিশাল ভরদ্বাজ পরিচালিত শাহিদ কাপুর, টাবু, শ্রদ্ধা কাপুর, কেকে মেনন অভিনীত এই ছবি শাহিদের কেরিয়ারের অন্যতম চর্চিত ছবি ৷

উড়তা পাঞ্জাব- অভিষেক চৌবে পরিচালিত 'উড়তা পাঞ্জাব' শাহিদের কেরিয়ারে অন্যতম সেরা ছবি ৷ এই ছবির জন্য 62তম ফিল্মফেয়ার অনুষ্ঠানে বেস্ট অ্যাক্টর হিসাবে ক্রিটিক অ্যাওয়ার্ডস পান শাহিদ কাপুর ৷

কবীর সিং- এই ছবি একাধারে যেমন বক্সঅফিসে সাফল্য এনেছে তেমনই সমালোচিতও হয়েছে ৷ সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত শাহিদ কাপুর- কিয়ারা আদবানি অভিনীত 'কবীর সিং' ছিল 2017 সালে মুক্তি পাওয়া 'অর্জুন রেড্ডি' ছবির রিমেক ৷

জব উই মেট- শাহিদ কাপুর ও করিনা কাপুর খান অভিনীত এই ছবি অন্যতম ৷ ইমতিয়াজ আলি পরিচালিত 'জব উই মেট' গীত ও আদিত্য কাশ্যপের লাভস্টোরি আজও জনপ্রিয় সিনেপ্রেমীকদের কাছে ৷

এছাড়াও ছবির তালিকায় রাখা যেতে পারে 'আর রাজকুমার', 'চুপ চুপ কে' ও সম্প্রতি মুক্তি পাওয়া 'তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া'-র মতো ছবি ৷ আগামিদিনে শাহিদ কাপুরের কেরিয়ার আরও সুন্দর এ মসৃণ হোক, জন্মদিনে রইল সেই শুভেচ্ছা ৷

আরও পড়ুন:

1. প্রযুক্তিকে দমন নয়, পরিবর্তে সমস্যার সমাধান শেখা উচিত; মনে করেন আমির

2. বিনোদুনিয়ার বেশ কিছু তারকা ডার্ক ওয়েব ব্যবহার করে আড়ি পাতছেন, বিস্ফোরক কঙ্গনা

3. 'রোমা' চরিত্রে কিয়ারা, জিনত-প্রিয়াঙ্কার জুতোয় পা গলিয়ে উচ্ছ্বসিত সিদ্ধার্থ-পত্নী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.