মুম্বই, 13 নভেম্বর: 'হার কর জিতনে ওয়ালো কো বাজিগর কহেতে হ্যায়...' 1993 সালের ব্লকব্লাস্টার সিনেমার সিক্যুয়েল আসতে চলেছে ৷ চলচ্চিত্র নির্মাতা রতন জৈন এই বিষয়ে নীরবতা ভেঙেছেন ৷ শাহরুখ খান, কাজল ও শিল্পা শেঠ্ঠী অভিনীত 'বাজিগর' বলিউডের অন্যতম জনপ্রিয় ছবি। দীর্ঘ সময় ধরেই ছবির সিক্যুয়েল নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল ৷ এখন সেই জল্পনাই সত্যি হয়েছে ৷
সিক্যুয়েলে থাকছেন এসআরকে?
সাম্প্রতিক এক সাক্ষাত্কারে, রতন জৈন নিশ্চিত করেছেন যে বাজিগর 2 সম্পর্কে আলোচনা চলছে ৷ বিশেষ করে ছবিতে শাহরুখ খানের উপস্থিতি নিয়ে কথাবার্তা চলছে । জৈন বলেন, "বাজিগর 2 নিয়ে আমরা শাহরুখের সঙ্গে কথা বলছি ৷ কিন্তু এখনও পর্যন্ত ফাইনাল কিছু হয়নি ৷ তবে এটা সত্যি, বাজিগর 2 তৈরি হচ্ছে ৷ এই খবরে নিঃসন্দেহে উত্তেজিত হয়ে পড়েছেন সিনেপ্রেমীরা ৷
বাজিগর 2
সিক্যুয়াল সম্পর্কে কথা বলতে গিয়ে, জৈন বলেন, "এই ছবির সিক্যুয়েল তখনই তৈরি হবে যখন শাহরুখ খান আবারও তাঁর চরিত্রে অভিনয় করতে রাজি হবেন ৷ কারণ দর্শকদের কাছে এই চরিত্র আইকনিক ৷ ফলে বাদশাকে ছাড়া এই ছবি সম্ভব নয় ৷" আসলে 'বাজিগর' ছবির সংলাপ আজও অনুরাগীদের মুখে মুখে ফেরে ৷ আলাদা করে সিনেমার প্রতিটা গান আজও সমান জনপ্রিয় ৷ বর্তমানে ছবিটির চিত্রনাট্য এখনও পর্যন্ত ঠিক হয়নি বলে জানা গিয়েছে ৷
কবে হবে চিত্রনাট্য তৈরি?
নির্মাতারা জানিয়েছেন, এই ছবির জন্য তারা ভালো স্ক্রিপ্টের খোঁজ করছেন ৷ কারণ 'বাজিগর' ব্লকবাস্টার সিনেমা ৷ ফলে ছবির সিক্যুয়েল নিয়ে অতিরিক্ত প্রত্যাশা দর্শকদের মধ্যে থাকতে বাধ্য ৷ এছাড়া সিক্যুয়েলের জন্য একজন পরিচালক ও কলাকুশলীও ভাবতে হবে ৷ আপাতত ছবির প্রধান চরিত্রের জন্য শাহরুখ খানের সঙ্গে কথা বলছেন নির্মাতারা ৷ এবার দেখার ছবির বাকি দুই প্রধান মহিলা চরিত্রকে পর্দায় কীভাবে সাজানো হয় ৷