ETV Bharat / entertainment

ড্যাসিং লুকে মুম্বই ছাড়লেন শাহরুখ, বিমানবন্দরে ক্যামেরাবন্দি সুহানা-গৌরী; যাচ্ছেন কোথায় ? - শাহরুখ খান

Shah Rukh Khan: শনিবার সকালে মুম্বই বিমানবন্দরে ধরা দিলেন শাহরুখ খান ৷ কিং খানের আগে তাঁর মেয়ে সুহানা এবং স্ত্রী গৌরী খানকেও বিমানবন্দরে দেখা গিয়েছে ৷ পরিবার নিয়ে কোথায় চললেন শাহরুখ, জানতে আগ্রহী ভক্তরা ৷

ETV Bharat
ইটিভি ভারত
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 20, 2024, 6:57 PM IST

হায়দরাবাদ, 20 জানুয়ারি: পরনে নেভি ব্লু টি-শার্ট, ছেঁড়া ডেনিম জিন্স, পায়ে ট্রেন্ডি সাদা স্নিকার্সের সঙ্গে চোখে গাঢ় রঙের সানগ্লাস ৷ শনিবার এই ড্যাসিং লুকে মুম্বই বিমানবন্দর ছাড়লেন সুপারস্টার শাহরুখ খান ৷ উড়ান ধরার জন্য তাড়াহুড়োয় ছিলেন তিনি ৷ তবুও পাপারাজ্জিদের নজর এড়াননি বাদশা ৷ সাদা গাড়ি বিমানবন্দরের সামনে এসে দাঁড়াতেই ভিড় জমান পাপারাজ্জিরা ৷ এরপর স্বভাবভঙ্গিতেই গাড়ি থেকে নেমে আসেন কিং খান ৷ তাঁর সঙ্গে ছিলেন ম্যানেজার পূজা দাদলানিও ৷ সোজা মুম্বই বিমানবন্দরে ঢুকে যান তাঁরা ৷ তবে সকাল সকাল শাহরুখের ঝলক দেখে মন ভালো হয়ে গিয়েছে ভক্তকূলের ৷ বাদশার এই ভিডিয়ো দেখে নানান মন্তব্য করেছেন নেটিজেনেরা ৷

তবে শুধু কিং খানকে নয়, তাঁর বিমানবন্দর ছাড়ার কয়েক ঘণ্টা আগে সেখানে ক্যামেরাবন্দি হয়েছেন শাহরুখ কন্যা সুহানা ও স্ত্রী গৌরী খানও ৷ সুহানা বরাবরই ভীষণ স্টাইলিশ ৷ ট্রেন্ড ফলো করে চলেন তিনি ৷ তবে নিজের পোশাকে সময় সাদামাটা ব্যাপারটা বজায় রাখেন ৷ শুক্রবার রাতে এই আর্চিস অভিনেত্রী খুব সিম্পেল এয়ারপোর্ট লুকে ধরা দিয়েছেন ৷ সুহানার গায়ে ছিল একটি কালো টপ, তার উপর সাদা ফুলহাতা জিপার, নীচে ধূসর ট্র্যাক প্যান্ট এবং পায়ে স্টাইলিশ সাদা স্নিকার্স ৷ গৌরী খানকে সাদা প্রিন্টেড ওয়ান পিস ড্রেসের উপর একটি অলিভ গ্রিন ব্লেজারে পরতে দেখা গিয়েছে ৷ সঙ্গে পায়ে ছিল সাদা স্নিকার্স এবং কাঁধে একটি পিচ রঙের হ্যান্ডব্যাগ । গৌরী না দাঁড়ালেও সুহানা বিমানবন্দরের ভিতরে যাওয়ার আগে পাপারাজ্জিদের সামনে পোজ দিয়েছেন । তবে শাহরুখ, সুহানা ও গৌরী কোথায় গিয়েছেন সে নিয়ে কিছু জানা যায়নি ৷ তিনজনের একসঙ্গে বাইরে যাওয়া নিয়ে জল্পনা বেড়েছে নেটমহলে ৷

2023 সালটা ছিল শাহরুখ খানের ৷ তিনি যে বলিউডের বাদশা তার আরও একবার প্রমাণ মিলেছে একই বছরে তিন তিনটে সুপারহিট ছবির মাধ্যমে ৷ পাঠান, জওয়ান ও ডাঙ্কি বক্স অফিসে ঝড় তুলেছে ৷ এখনও প্রেক্ষাগৃহে চলছে রাজকুমার হিরানি পরিচালিত ফিল্ম ডাঙ্কি ৷ তিনটে ভিন্ন স্বাদের সিনেমার পর এখন দর্শক মুখিয়ে রেখেছে কিং খানের পরবর্তী ছবি নিয়ে ৷ আগামীতে বাদশাকে বড় স্ক্রিনে দেখা যাবে মেয়ে সুহানার সঙ্গে । বাবা-মেয়ের জুটি প্রথমবার একসঙ্গে আসছেন দর্শকের মন জয় করতে ৷ একটি অ্যাকশন-প্যাকড থ্রিলারে স্ক্রিন শেয়ার করবেন এই দু'জন ৷ ছবির নাম রাজা বলে জানা গিয়েছে । সুজয় ঘোষের পরিচালনা এবং রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও সিদ্ধার্থ আনন্দের মারফ্লিক্স এন্টারটেইনমেন্ট যৌথ প্রযোজনায় গড়ে উঠবে ফিল্মটি ৷ যার শ্যুটিং শীঘ্রই শুরু হবে বলে খবর ।

আরও পড়ুন:

  1. 'খারাপ সময় অনেক শিক্ষা দিয়েছে'- ঘুরে দাঁড়ানোর লড়াই নিয়ে মুখ খুললেন বাদশা
  2. পাঠান-জওয়ান-ডাঙ্কি নিয়ে 2023 সেরা কাটল, প্রশ্নোত্তর পর্বে নিজেই জানালেন শাহরুখ
  3. রাষ্ট্রপতি ভবনে প্রদর্শিত হবে শাহরুখ খানের ডাঙ্কি, কবে স্পেশাল স্ক্রিনিং ?

হায়দরাবাদ, 20 জানুয়ারি: পরনে নেভি ব্লু টি-শার্ট, ছেঁড়া ডেনিম জিন্স, পায়ে ট্রেন্ডি সাদা স্নিকার্সের সঙ্গে চোখে গাঢ় রঙের সানগ্লাস ৷ শনিবার এই ড্যাসিং লুকে মুম্বই বিমানবন্দর ছাড়লেন সুপারস্টার শাহরুখ খান ৷ উড়ান ধরার জন্য তাড়াহুড়োয় ছিলেন তিনি ৷ তবুও পাপারাজ্জিদের নজর এড়াননি বাদশা ৷ সাদা গাড়ি বিমানবন্দরের সামনে এসে দাঁড়াতেই ভিড় জমান পাপারাজ্জিরা ৷ এরপর স্বভাবভঙ্গিতেই গাড়ি থেকে নেমে আসেন কিং খান ৷ তাঁর সঙ্গে ছিলেন ম্যানেজার পূজা দাদলানিও ৷ সোজা মুম্বই বিমানবন্দরে ঢুকে যান তাঁরা ৷ তবে সকাল সকাল শাহরুখের ঝলক দেখে মন ভালো হয়ে গিয়েছে ভক্তকূলের ৷ বাদশার এই ভিডিয়ো দেখে নানান মন্তব্য করেছেন নেটিজেনেরা ৷

তবে শুধু কিং খানকে নয়, তাঁর বিমানবন্দর ছাড়ার কয়েক ঘণ্টা আগে সেখানে ক্যামেরাবন্দি হয়েছেন শাহরুখ কন্যা সুহানা ও স্ত্রী গৌরী খানও ৷ সুহানা বরাবরই ভীষণ স্টাইলিশ ৷ ট্রেন্ড ফলো করে চলেন তিনি ৷ তবে নিজের পোশাকে সময় সাদামাটা ব্যাপারটা বজায় রাখেন ৷ শুক্রবার রাতে এই আর্চিস অভিনেত্রী খুব সিম্পেল এয়ারপোর্ট লুকে ধরা দিয়েছেন ৷ সুহানার গায়ে ছিল একটি কালো টপ, তার উপর সাদা ফুলহাতা জিপার, নীচে ধূসর ট্র্যাক প্যান্ট এবং পায়ে স্টাইলিশ সাদা স্নিকার্স ৷ গৌরী খানকে সাদা প্রিন্টেড ওয়ান পিস ড্রেসের উপর একটি অলিভ গ্রিন ব্লেজারে পরতে দেখা গিয়েছে ৷ সঙ্গে পায়ে ছিল সাদা স্নিকার্স এবং কাঁধে একটি পিচ রঙের হ্যান্ডব্যাগ । গৌরী না দাঁড়ালেও সুহানা বিমানবন্দরের ভিতরে যাওয়ার আগে পাপারাজ্জিদের সামনে পোজ দিয়েছেন । তবে শাহরুখ, সুহানা ও গৌরী কোথায় গিয়েছেন সে নিয়ে কিছু জানা যায়নি ৷ তিনজনের একসঙ্গে বাইরে যাওয়া নিয়ে জল্পনা বেড়েছে নেটমহলে ৷

2023 সালটা ছিল শাহরুখ খানের ৷ তিনি যে বলিউডের বাদশা তার আরও একবার প্রমাণ মিলেছে একই বছরে তিন তিনটে সুপারহিট ছবির মাধ্যমে ৷ পাঠান, জওয়ান ও ডাঙ্কি বক্স অফিসে ঝড় তুলেছে ৷ এখনও প্রেক্ষাগৃহে চলছে রাজকুমার হিরানি পরিচালিত ফিল্ম ডাঙ্কি ৷ তিনটে ভিন্ন স্বাদের সিনেমার পর এখন দর্শক মুখিয়ে রেখেছে কিং খানের পরবর্তী ছবি নিয়ে ৷ আগামীতে বাদশাকে বড় স্ক্রিনে দেখা যাবে মেয়ে সুহানার সঙ্গে । বাবা-মেয়ের জুটি প্রথমবার একসঙ্গে আসছেন দর্শকের মন জয় করতে ৷ একটি অ্যাকশন-প্যাকড থ্রিলারে স্ক্রিন শেয়ার করবেন এই দু'জন ৷ ছবির নাম রাজা বলে জানা গিয়েছে । সুজয় ঘোষের পরিচালনা এবং রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও সিদ্ধার্থ আনন্দের মারফ্লিক্স এন্টারটেইনমেন্ট যৌথ প্রযোজনায় গড়ে উঠবে ফিল্মটি ৷ যার শ্যুটিং শীঘ্রই শুরু হবে বলে খবর ।

আরও পড়ুন:

  1. 'খারাপ সময় অনেক শিক্ষা দিয়েছে'- ঘুরে দাঁড়ানোর লড়াই নিয়ে মুখ খুললেন বাদশা
  2. পাঠান-জওয়ান-ডাঙ্কি নিয়ে 2023 সেরা কাটল, প্রশ্নোত্তর পর্বে নিজেই জানালেন শাহরুখ
  3. রাষ্ট্রপতি ভবনে প্রদর্শিত হবে শাহরুখ খানের ডাঙ্কি, কবে স্পেশাল স্ক্রিনিং ?
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.