ETV Bharat / entertainment

'মায়ের অনুভূতি সবসময়...', অভিনব উপায়ে জন্মদিন উদযাপন কিং খানের - SHAH RUKH KHAN BIRTHDAY SPECIAL

'কভি খুশি কভি গম' ছবির আইকনিক দৃশ্য শেয়ার করে শাহরুখ খানের জন্মদিন উদযাপন দ্য অ্যাকাডেমির ৷

Etv Bharat
'কভি খুশি কভি গম' ছবি পোস্টার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 2, 2024, 12:21 PM IST

Updated : Nov 2, 2024, 12:30 PM IST

হায়দরাবাদ, 2 নভেম্বর: কিং খানের জন্মদিন বলে কথা, অতিরিক্ত সেলিব্রেশন হবে না তা কি করে হয়! একবছর বাদেই সুইট 60তে পা দেবেন বাদশা ৷ কিন্তু 'জওয়ান'-এর কাছে বয়স থমকে গিয়েছে ৷ ফলে সংখ্যায় 59তম জন্মদিন হলেও আদতে তিনি 'ম্যায় হুঁ না' ছবির সেই কলেজ বয় রামপ্রসাদ শর্মা ৷ অনুরাগীদের পাশাপাশি দ্য অ্যাকাডেমি বাদশার জন্মদিন উদযাপন করেছে ইউনিক ওয়েতে ৷

2001 সালে মুক্তি করণ জোহরের ছবি 'কভি খুশি কভি গম'-এর দৃশ্য তুলে ধরা হয়েছে দ্য অ্যাকাডেমির সোশাল মিডিয়া পেজে ৷ ফেস্টিভ সিজনে 'দ্য মোস্ট রোমান্টিক হিরো'র জন্মদিন আরও স্মরণীয় হয়ে উঠেছে ৷ খানের অন্যতম স্মরণীয় চরিত্র রাহুল রায়চন্দকে তুলে ধরা হয় 'কে3জি' সিনেমা থেকে ৷ যা দেখে আবেগতাড়িত হয়ে পড়েন এসআরকের 'জাবরা' ফ্যানরা ৷

এদিন ইন্সটাগ্রামে অ্যাকাডেমির পেজে সেই দৃশ্য তুলে ধরা হয় যেখানে রায়চন্দ ম্যানসনে দিওয়ালি উদযাপন করা হচ্ছিল ৷ ঠিক সেই সময়ে কালো হেলিকপ্টারে শাহরুখের এন্ট্রি, সেই দৃশ্য ভোলার নয় ৷ রাহুল মাটিতে পা রাখতেই তাঁর মা নন্দিনী রায়চন্দ (জয়া বচ্চন) বুঝে যান ছেলের উপস্থিতি ৷ মণীশ মলহোত্রার ডিজাইন করা সাদা শাড়িতে জয়া যেন মমতার প্রতীক ৷ ছেলে আসার আনন্দে স্বামী যশ রায়চন্দ (অমিতাভ বচ্চন)-কে তিলক পড়ানোর পরেই মা নন্দিনী এগিয়ে যান দরজার দিকে ৷

তারপরেই সেই আইকনিক দৃশ্য, বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর যখন মনের ভ্রম ভাবছেন ঠিক তখনই কাঁধের ব্যাগ ঠিক করতে করতে কালো কোট পরে এন্ট্রি শাহরুখের ৷ এই দৃশ্য দেখে সেই সময়ে প্রেক্ষাগৃহে হাততালি-সিটি পরেনি এমনটা হতে পারে না ৷ গালে টোল ফেলে রাহুলের এগিয়ে এসে প্রথম সংলাপ "মা, আমি আসার আগে কি করে তুমি আমার উপস্থিতি বুঝতে পারো?" এরপর চোখে জল, ঠোঁটে হাসি নিয়ে ছেলের কপালে তিলক পরিয়ে স্বাগত জানান নন্দিনী ৷ ছবির দৃশ্য শেয়ার করে অ্যাকাডেমির তরফে ক্যাপশন দেওয়া হয়েছে, "মায়ের অনুভূতি সবসময় ঠিক হয় ৷"

এমনভাবে এসআরকের জন্মদিন উদযাপন দেখে নস্ট্যালজিক হয়ে পড়েন অনুরাগীরা ৷ সোশাল মিডিয়ায় এক অনুরাগী লেখেন, "শাহরুখের অন্যতম সেরা এন্ট্রি ৷ এসআরকে কিং অফ রোমান্স ৷" আর এক ইউজার লেখেন, "এই পোস্ট আমার ঠোঁটে চওড়া হাসি এনে দিয়েছে ৷"

2001 সালে মুক্তি পায় শাহরুখ খান, কাজল, হৃতিক রোশন, করিনা কাপুর খান, রানি মুখোপাধ্যায়, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন অভিনীত কভি খুশি কভি গম ৷ যা আজও সিনেপ্রেমীদের কাছে সমান জনপ্রিয় ৷ সম্প্রতি করণ জোহর ব্যস্ত রয়েছেন নেটফ্লিক্সের জন্য ওয়েব সিরিজ তৈরিতে ৷ অন্যদিকে শাহরুখ ব্যস্ত ক্রাইম-ড্রামা কিং ছবির শুটিং নিয়ে, যা মুক্তি পাবে আগামী বছর ঈদে ৷

হায়দরাবাদ, 2 নভেম্বর: কিং খানের জন্মদিন বলে কথা, অতিরিক্ত সেলিব্রেশন হবে না তা কি করে হয়! একবছর বাদেই সুইট 60তে পা দেবেন বাদশা ৷ কিন্তু 'জওয়ান'-এর কাছে বয়স থমকে গিয়েছে ৷ ফলে সংখ্যায় 59তম জন্মদিন হলেও আদতে তিনি 'ম্যায় হুঁ না' ছবির সেই কলেজ বয় রামপ্রসাদ শর্মা ৷ অনুরাগীদের পাশাপাশি দ্য অ্যাকাডেমি বাদশার জন্মদিন উদযাপন করেছে ইউনিক ওয়েতে ৷

2001 সালে মুক্তি করণ জোহরের ছবি 'কভি খুশি কভি গম'-এর দৃশ্য তুলে ধরা হয়েছে দ্য অ্যাকাডেমির সোশাল মিডিয়া পেজে ৷ ফেস্টিভ সিজনে 'দ্য মোস্ট রোমান্টিক হিরো'র জন্মদিন আরও স্মরণীয় হয়ে উঠেছে ৷ খানের অন্যতম স্মরণীয় চরিত্র রাহুল রায়চন্দকে তুলে ধরা হয় 'কে3জি' সিনেমা থেকে ৷ যা দেখে আবেগতাড়িত হয়ে পড়েন এসআরকের 'জাবরা' ফ্যানরা ৷

এদিন ইন্সটাগ্রামে অ্যাকাডেমির পেজে সেই দৃশ্য তুলে ধরা হয় যেখানে রায়চন্দ ম্যানসনে দিওয়ালি উদযাপন করা হচ্ছিল ৷ ঠিক সেই সময়ে কালো হেলিকপ্টারে শাহরুখের এন্ট্রি, সেই দৃশ্য ভোলার নয় ৷ রাহুল মাটিতে পা রাখতেই তাঁর মা নন্দিনী রায়চন্দ (জয়া বচ্চন) বুঝে যান ছেলের উপস্থিতি ৷ মণীশ মলহোত্রার ডিজাইন করা সাদা শাড়িতে জয়া যেন মমতার প্রতীক ৷ ছেলে আসার আনন্দে স্বামী যশ রায়চন্দ (অমিতাভ বচ্চন)-কে তিলক পড়ানোর পরেই মা নন্দিনী এগিয়ে যান দরজার দিকে ৷

তারপরেই সেই আইকনিক দৃশ্য, বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর যখন মনের ভ্রম ভাবছেন ঠিক তখনই কাঁধের ব্যাগ ঠিক করতে করতে কালো কোট পরে এন্ট্রি শাহরুখের ৷ এই দৃশ্য দেখে সেই সময়ে প্রেক্ষাগৃহে হাততালি-সিটি পরেনি এমনটা হতে পারে না ৷ গালে টোল ফেলে রাহুলের এগিয়ে এসে প্রথম সংলাপ "মা, আমি আসার আগে কি করে তুমি আমার উপস্থিতি বুঝতে পারো?" এরপর চোখে জল, ঠোঁটে হাসি নিয়ে ছেলের কপালে তিলক পরিয়ে স্বাগত জানান নন্দিনী ৷ ছবির দৃশ্য শেয়ার করে অ্যাকাডেমির তরফে ক্যাপশন দেওয়া হয়েছে, "মায়ের অনুভূতি সবসময় ঠিক হয় ৷"

এমনভাবে এসআরকের জন্মদিন উদযাপন দেখে নস্ট্যালজিক হয়ে পড়েন অনুরাগীরা ৷ সোশাল মিডিয়ায় এক অনুরাগী লেখেন, "শাহরুখের অন্যতম সেরা এন্ট্রি ৷ এসআরকে কিং অফ রোমান্স ৷" আর এক ইউজার লেখেন, "এই পোস্ট আমার ঠোঁটে চওড়া হাসি এনে দিয়েছে ৷"

2001 সালে মুক্তি পায় শাহরুখ খান, কাজল, হৃতিক রোশন, করিনা কাপুর খান, রানি মুখোপাধ্যায়, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন অভিনীত কভি খুশি কভি গম ৷ যা আজও সিনেপ্রেমীদের কাছে সমান জনপ্রিয় ৷ সম্প্রতি করণ জোহর ব্যস্ত রয়েছেন নেটফ্লিক্সের জন্য ওয়েব সিরিজ তৈরিতে ৷ অন্যদিকে শাহরুখ ব্যস্ত ক্রাইম-ড্রামা কিং ছবির শুটিং নিয়ে, যা মুক্তি পাবে আগামী বছর ঈদে ৷

Last Updated : Nov 2, 2024, 12:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.