ETV Bharat / entertainment

'ডাঙ্কি' এবার ওটিটি-তে, কবে-কোথায় দেখতে পাবেন ? জানালেন শাহরুখ - Dunki on Netflix

Dunki Releases on OTT: বক্সঅফিসে সাফল্যের পর যাঁরা এখনও শাহরুখের হিট ছবি ডাঙ্কি দেখেননি তাঁদের জন্য সুখবর ৷ ভালোবাসার দিনে দর্শকদের উপহার হিসাবে ওটিটি-তে এল রাজকুমার হিরানির 'ডাঙ্কি' ৷

Dunki Releases on OTT
ওটিটি-তে রাজকুমার হিরানির 'ডাঙ্কি'
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 15, 2024, 11:39 AM IST

মুম্বই, 15 ফেব্রুয়ারি: গত বছর ক্রিসমাসে মুক্তি পায় রাজকুমার হিরানি পরিচালিত 'ডাঙ্কি' ৷ অবৈধ অনুপ্রবেশ নিয়ে শাহরুখ খানের এই ছবি দর্শক দরবারে প্রশংসিত হয় ৷ পরপর দুটি অ্যাকশন ছবি উপহার দেওয়ার পর শাহরুখ খানের ইমোশনাল এই জার্নিতে ভাবুক হন সিনেপ্রেমীরা ৷ কিং খানের সেই ছবি এবার আসছে ওটিটি-তে ৷ 2023 সালের হাইয়েস্ট-গ্রসিং ছবি 'ডাঙ্কি' মুক্তি পাচ্ছে নেটফ্লিক্সে ৷

'ডাঙ্কি' মনের খুব কাছের ছবি বলে জানিয়েছেন বাদশা ৷ তিনি বলেন, "ডাঙ্কি আমার কেরিয়ারের বিশেষ ছবি এবং এটা মনের খুব কাছের ৷ সত্যি আমার ভালো লাগছে, নেটফ্লিক্সের মাধ্যমে সুন্দর এই গল্প দর্শকদের সঙ্গে শেয়ার করতে পেরে ৷ অনুভূতি ও আবেগের চড়াই-উতরাইয়ের সাক্ষী থাকবেন দর্শকরা ৷ আশা করি বন্ধুদের এক্সট্রাঅর্ডিনারি এই জার্নি গ্লোবালি চলচ্চিত্রপ্রেমীদের মন জয় করবে ৷"

অন্যদিকে, নেটফ্লিক্সের তরফেও এই খবর সোশাল প্ল্যাটফর্মে শেয়ার করা হয়েছে ৷ ক্যাপশনে লেখা, "নিজেদের ব্যাগ প্যাক করে নিন ৷ একজন ডাঙ্কি হিসাবে বিশ্ব ভ্রমণের পর শাহরুখ খান ফিরছেন ঘরে ৷ ডাঙ্কি এবার নেটফ্লিক্সে ৷" এই খবরে উচ্ছ্বসিত অনুরাগীরা ৷ কেউ যেমন এটিকে ভ্যালেন্টাইনস ডে উপহার হিসাবে উল্লেখ করেছেন আবার কেউ বলেছেন 2023-এর সেরা ছবি 'ডাঙ্কি' ৷

এর আগে এক সাক্ষাৎকারে পরিচালক রাজকুমার বলেন, "একজন পরিচালক হিসাবে সবসময় দর্শকদের ভালো গল্প বলার তাগিদ থাকে ৷ শাহরুখ প্রথম থেকে এই ছবির চিত্রনাট্য পছন্দ করেছে ৷ অ্যাকশন ছবি করার পাশাপাশি, অন্য ধরনের চরিত্রও সে করতে চেয়েছে ৷ পাশাপাশি শাহরুখের সঙ্গে কাজ করার ইচ্ছাও অনেকদিনের ৷ ফলে কাজ করতে গিয়ে ভীষণ মজা হয়েছে ৷"

'ডাঙ্কি' বক্স অফিসে 1000 কোটির রেকর্ড তৈরি করা অ্যাকশন ছবি হতে না পারলেও কিং খান গতবছর সুপারহিট ছবির হ্যাটট্রিক করেছেন ৷ দেশ বিদেশ মিলিয়ে ডাঙ্কি ছবির আয় দাঁড়ায় 400 কোটি টাকায় ৷ শাহরুখের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যায় তাপসী পান্নু, ভিকি কৌশল, বিক্রম কোছার ও অনিল গ্রোভারকে ৷

আরও পড়ুন

1. ক্রাচে ভর দিয়ে দাঁড়িয়ে হৃতিক, কী হয়েছে অভিনেতার ? চিন্তিত অনুরাগীরা

2. বদলাচ্ছে ভালোবাসার সমীকরণ, সেই গল্পই শোনাবে 'লাভ সেক্স অউর ধোকা 2'; কবে ?

3. 'রামের সঙ্গে আপনার নাম খোদাই থাকবে', মন্দির নির্মাণ নিয়ে আবেগতাড়িত শিল্পা

মুম্বই, 15 ফেব্রুয়ারি: গত বছর ক্রিসমাসে মুক্তি পায় রাজকুমার হিরানি পরিচালিত 'ডাঙ্কি' ৷ অবৈধ অনুপ্রবেশ নিয়ে শাহরুখ খানের এই ছবি দর্শক দরবারে প্রশংসিত হয় ৷ পরপর দুটি অ্যাকশন ছবি উপহার দেওয়ার পর শাহরুখ খানের ইমোশনাল এই জার্নিতে ভাবুক হন সিনেপ্রেমীরা ৷ কিং খানের সেই ছবি এবার আসছে ওটিটি-তে ৷ 2023 সালের হাইয়েস্ট-গ্রসিং ছবি 'ডাঙ্কি' মুক্তি পাচ্ছে নেটফ্লিক্সে ৷

'ডাঙ্কি' মনের খুব কাছের ছবি বলে জানিয়েছেন বাদশা ৷ তিনি বলেন, "ডাঙ্কি আমার কেরিয়ারের বিশেষ ছবি এবং এটা মনের খুব কাছের ৷ সত্যি আমার ভালো লাগছে, নেটফ্লিক্সের মাধ্যমে সুন্দর এই গল্প দর্শকদের সঙ্গে শেয়ার করতে পেরে ৷ অনুভূতি ও আবেগের চড়াই-উতরাইয়ের সাক্ষী থাকবেন দর্শকরা ৷ আশা করি বন্ধুদের এক্সট্রাঅর্ডিনারি এই জার্নি গ্লোবালি চলচ্চিত্রপ্রেমীদের মন জয় করবে ৷"

অন্যদিকে, নেটফ্লিক্সের তরফেও এই খবর সোশাল প্ল্যাটফর্মে শেয়ার করা হয়েছে ৷ ক্যাপশনে লেখা, "নিজেদের ব্যাগ প্যাক করে নিন ৷ একজন ডাঙ্কি হিসাবে বিশ্ব ভ্রমণের পর শাহরুখ খান ফিরছেন ঘরে ৷ ডাঙ্কি এবার নেটফ্লিক্সে ৷" এই খবরে উচ্ছ্বসিত অনুরাগীরা ৷ কেউ যেমন এটিকে ভ্যালেন্টাইনস ডে উপহার হিসাবে উল্লেখ করেছেন আবার কেউ বলেছেন 2023-এর সেরা ছবি 'ডাঙ্কি' ৷

এর আগে এক সাক্ষাৎকারে পরিচালক রাজকুমার বলেন, "একজন পরিচালক হিসাবে সবসময় দর্শকদের ভালো গল্প বলার তাগিদ থাকে ৷ শাহরুখ প্রথম থেকে এই ছবির চিত্রনাট্য পছন্দ করেছে ৷ অ্যাকশন ছবি করার পাশাপাশি, অন্য ধরনের চরিত্রও সে করতে চেয়েছে ৷ পাশাপাশি শাহরুখের সঙ্গে কাজ করার ইচ্ছাও অনেকদিনের ৷ ফলে কাজ করতে গিয়ে ভীষণ মজা হয়েছে ৷"

'ডাঙ্কি' বক্স অফিসে 1000 কোটির রেকর্ড তৈরি করা অ্যাকশন ছবি হতে না পারলেও কিং খান গতবছর সুপারহিট ছবির হ্যাটট্রিক করেছেন ৷ দেশ বিদেশ মিলিয়ে ডাঙ্কি ছবির আয় দাঁড়ায় 400 কোটি টাকায় ৷ শাহরুখের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যায় তাপসী পান্নু, ভিকি কৌশল, বিক্রম কোছার ও অনিল গ্রোভারকে ৷

আরও পড়ুন

1. ক্রাচে ভর দিয়ে দাঁড়িয়ে হৃতিক, কী হয়েছে অভিনেতার ? চিন্তিত অনুরাগীরা

2. বদলাচ্ছে ভালোবাসার সমীকরণ, সেই গল্পই শোনাবে 'লাভ সেক্স অউর ধোকা 2'; কবে ?

3. 'রামের সঙ্গে আপনার নাম খোদাই থাকবে', মন্দির নির্মাণ নিয়ে আবেগতাড়িত শিল্পা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.