ETV Bharat / entertainment

শাহরুখ-আরিয়ানের সঙ্গে 11 বছর বয়সেই সিনে জগতে হাত পাকাচ্ছে ছোট্ট আব্রাম - Mufasa The Lion King Trailer

author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 12, 2024, 6:07 PM IST

Mufasa: The Lion King Hindi Version Trailer: বাবা শাহরুখ খানের হাত ধরে ছোট্ট বয়সেই সেলুলয়েডের পর্দায় পা রাখল আব্রাম ৷ সঙ্গ দিল বড় ছেলে আরিয়ান খানও ৷ 'মুফাসা: দ্য লায়ন কিং' ছবিতে বাপ-বেটাদের শোনা যাবে পর্দার নেপথ্যে ৷

Mufasa: The Lion King Hindi Version Trailer
সিনে জগতে হাত পাকাচ্ছে ছোট্ট আব্রাম (সোশাল মিডিয়া)

হায়দরাবাদ, 12 অগস্ট: মিষ্টি আব্রাম এখন অনেক বড় হয়ে গিয়েছে ৷ বাবা-দাদার সঙ্গে সমান তালে সিনেমার পর্দায় চমকে দিল দর্শকদের ৷ 'মুফাসা: দ্য লায়ন কিং' ছবির হিন্দি সংস্করণে বাবা শাহরুখ খান ও দাদা আরিয়ান খানের সঙ্গে শোনা গেল আব্রামের কণ্ঠও ৷ সোমবার ট্রেলার সামনে আসতেই হতবাক নেটিজেনরা ৷

ডিজনির তরফে সোশাল মিডিয়ায় ট্রেলার শেয়ার করা হয়েছে ৷ ক্যাপশনে লেখা হয়েছে, "একজনই হবে জঙ্গলের রাজা ৷" মুফাসার চরিত্রে বাদশা কণ্ঠ দিয়েছেন ৷ বড় ছেলে আরিয়ান নাকি কণ্ঠ দিয়েছেন সিম্বার চরিত্রে ৷ আর মুফাসার ছোটবেলার চরিত্রে কণ্ঠ দিয়েছে আব্রাম ৷ ট্রেলার সামনে আসতেই উত্তেজনার পারদ বেড়েছে দর্শক দরবারে ৷ 1994 সালে মুক্তি পায় ক্ল্যাসিক অ্যানিমেটেড সিনেমা দ্য লায়ন কিং ৷ এরপর ছবির পুনর্নির্মাণ হয় 2019 সালে ৷ একই নামে মুক্তি পায় এই ছবি ৷ তার পাঁচ বছর পর আসছে ছবির দ্বিতীয় ভাগ 'মুফাসা: দ্য লায়ন কিং' ৷

এর আগের কাহিনীতে দর্শকরা 'সিম্বা'র জার্নি দেখেছেন ৷ সেই ছবিতে শাহরুখ-আরিয়ান দুজনের কণ্ঠই শোনা গিয়েছিল ৷ এবার সামনে মুফাসার চরিত্রে আরও বড় আকারে তুলে ধরা হবে ৷ যেখানে মুফাসার ছোটবেলার দৃশ্যে কণ্ঠ দিয়েছে আব্রাম৷ অন্যদিকে, পুম্বা চরিত্রে কণ্ঠ দিয়েছেন সঞ্জয় মিশ্র ৷ টিমন চরিত্রে কণ্ঠ দিয়েছে শ্রেসয় তালপাড়ে ৷ ছবিটি পরিচালনা করেছেন অস্কারজয়ী পরিচালক ব্যারি জেনকিন্স ৷ 'মুফাসা: দ্য লায়ন কিং' 20 ডিসেম্বর ইংরাজি, হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে 2ডি ও 3ডি-তে ৷

হায়দরাবাদ, 12 অগস্ট: মিষ্টি আব্রাম এখন অনেক বড় হয়ে গিয়েছে ৷ বাবা-দাদার সঙ্গে সমান তালে সিনেমার পর্দায় চমকে দিল দর্শকদের ৷ 'মুফাসা: দ্য লায়ন কিং' ছবির হিন্দি সংস্করণে বাবা শাহরুখ খান ও দাদা আরিয়ান খানের সঙ্গে শোনা গেল আব্রামের কণ্ঠও ৷ সোমবার ট্রেলার সামনে আসতেই হতবাক নেটিজেনরা ৷

ডিজনির তরফে সোশাল মিডিয়ায় ট্রেলার শেয়ার করা হয়েছে ৷ ক্যাপশনে লেখা হয়েছে, "একজনই হবে জঙ্গলের রাজা ৷" মুফাসার চরিত্রে বাদশা কণ্ঠ দিয়েছেন ৷ বড় ছেলে আরিয়ান নাকি কণ্ঠ দিয়েছেন সিম্বার চরিত্রে ৷ আর মুফাসার ছোটবেলার চরিত্রে কণ্ঠ দিয়েছে আব্রাম ৷ ট্রেলার সামনে আসতেই উত্তেজনার পারদ বেড়েছে দর্শক দরবারে ৷ 1994 সালে মুক্তি পায় ক্ল্যাসিক অ্যানিমেটেড সিনেমা দ্য লায়ন কিং ৷ এরপর ছবির পুনর্নির্মাণ হয় 2019 সালে ৷ একই নামে মুক্তি পায় এই ছবি ৷ তার পাঁচ বছর পর আসছে ছবির দ্বিতীয় ভাগ 'মুফাসা: দ্য লায়ন কিং' ৷

এর আগের কাহিনীতে দর্শকরা 'সিম্বা'র জার্নি দেখেছেন ৷ সেই ছবিতে শাহরুখ-আরিয়ান দুজনের কণ্ঠই শোনা গিয়েছিল ৷ এবার সামনে মুফাসার চরিত্রে আরও বড় আকারে তুলে ধরা হবে ৷ যেখানে মুফাসার ছোটবেলার দৃশ্যে কণ্ঠ দিয়েছে আব্রাম৷ অন্যদিকে, পুম্বা চরিত্রে কণ্ঠ দিয়েছেন সঞ্জয় মিশ্র ৷ টিমন চরিত্রে কণ্ঠ দিয়েছে শ্রেসয় তালপাড়ে ৷ ছবিটি পরিচালনা করেছেন অস্কারজয়ী পরিচালক ব্যারি জেনকিন্স ৷ 'মুফাসা: দ্য লায়ন কিং' 20 ডিসেম্বর ইংরাজি, হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে 2ডি ও 3ডি-তে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.