ETV Bharat / entertainment

মিলে গেল রাখীর ভবিষ্যৎবাণী, 29 বছর পর ফের একসঙ্গে করণ-অর্জুন - KARAN ARJUN TO RERELEASE

শাহরুখ খান-সলমান খান অভিনীত 'করণ-অর্জুন' পুনরায় মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে ৷ 29 বছর পর ফের পর্দায় রাখী গুলজারের সঙ্গে সলমন-শাহরুখ ম্যাজিক ৷

Etv Bharat
ফের মুক্তি পাচ্ছে করণ-অর্জুন (সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 28, 2024, 4:32 PM IST

হায়দরাবাদ, 28 অক্টোবর: সালটা 1995 ৷ বড়পর্দায় মুক্তি পায় রাকেশ রোশন পরিচালিত 'করণ-অর্জুন' ৷ 6 কোটি টাকা বাজেটের এই ছবি বক্সঅফিসে আয় করে 43 কোটি টাকা ৷ আইকনিক সেই ছবি নয়ের দশকে পর্দায় ঝড় তুলেছিল ৷ সেই নস্ট্যালজিয়া আবারও ফিরিয়ে আনা হচ্ছে ৷ প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পাচ্ছে শাহরুখ খান, সলমন খান অভিনীত 'করণ-অর্জুন' ৷ সোমবার ইন্সটাগ্রাম পোস্টে খুশির খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন খোদ সলমন খান ৷

কবে পুনরায় মুক্তি পাচ্ছে এই ছবি?

ভাইজান ইন্সটাগ্রাম পোস্টে শাহরুখের সঙ্গে একটি ছবি শেয়ার করে ছবির পুনরায় মুক্তির কথা জানিয়েছেন ৷ ক্যাপশনে তিনি লেখেন, "রাখীজি সিনেমায় ঠিক কথাই বলেছিলেন যে মেরে করণ-অর্জুন আয়েঙ্গে ৷ 22 নভেম্বর বিভিন্ন প্রেক্ষাগৃহে ফিরছে এই ছবি ৷" মূলত, বাবা সিদ্দিকীর হত্যার ঘটনা সামনে আসার পর কঠোর নিরাপত্তার ঘেরাটোপে রয়েছেন অভিনেতা সলমন খান ৷ তারমাঝেই সারছেন ছোটপর্দা-বড়পর্দার কাজ ৷

আইকনিক ছবি করণ-অর্জুন

ছবিতে করণ-অর্জুনের মায়ের চরিত্রে দেখা গিয়েছে রাখী গুলজারকে ৷ ছবিতে শাহরুখের চরিত্রের নাম অর্জুন ও সলমনের চরিত্রের নাম করণ ৷ খলনায়কের চরিত্রে দেখা গিয়েছে অমরীশ পুরীকে ৷ তাঁকে দেখা গিয়েছে ঠাকুর দুর্জন সিংয়ের চরিত্রে৷ পুনর্জন্মের প্রেক্ষাপটে তৈরি ছবির গল্প মন ছুঁয়ে যায় দর্শকদের ৷ সঙ্গে উপরি পাওনা রাজেশ রোশনের মিউজিক ৷ ছবিতে কাজলকে দেখা গিয়েছে শাহরুখের বিপরীতে ৷ অন্যদিকে, সলমনের নায়িকা হন মমতা কুলকার্নী ৷

করণ-অর্জুন বক্সঅফিস

1995 সালে মুক্তি পাওয়া 'করণ-অর্জুন' ছিল সেকেন্ড হাইয়েস্ট-গ্রসিং ভারতীয় সিনেমা ৷ যা পিছনে ফেলেছিল 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' ছবির কালেকশনকেও ৷ গ্লোবালি ছবির আয় হয় 450 মিলিয়ন ডলার ৷ বেস্ট এডিটিং ও বেস্ট অ্যাকশনের জন্য ঝুলিতে আসে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ৷ এবার জেন-জি'রা 'করণ-অর্জুন' সিনেমা বড়পর্দায় উপভোগ করার সুযোগ পেতে চলেছেন ৷

হায়দরাবাদ, 28 অক্টোবর: সালটা 1995 ৷ বড়পর্দায় মুক্তি পায় রাকেশ রোশন পরিচালিত 'করণ-অর্জুন' ৷ 6 কোটি টাকা বাজেটের এই ছবি বক্সঅফিসে আয় করে 43 কোটি টাকা ৷ আইকনিক সেই ছবি নয়ের দশকে পর্দায় ঝড় তুলেছিল ৷ সেই নস্ট্যালজিয়া আবারও ফিরিয়ে আনা হচ্ছে ৷ প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পাচ্ছে শাহরুখ খান, সলমন খান অভিনীত 'করণ-অর্জুন' ৷ সোমবার ইন্সটাগ্রাম পোস্টে খুশির খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন খোদ সলমন খান ৷

কবে পুনরায় মুক্তি পাচ্ছে এই ছবি?

ভাইজান ইন্সটাগ্রাম পোস্টে শাহরুখের সঙ্গে একটি ছবি শেয়ার করে ছবির পুনরায় মুক্তির কথা জানিয়েছেন ৷ ক্যাপশনে তিনি লেখেন, "রাখীজি সিনেমায় ঠিক কথাই বলেছিলেন যে মেরে করণ-অর্জুন আয়েঙ্গে ৷ 22 নভেম্বর বিভিন্ন প্রেক্ষাগৃহে ফিরছে এই ছবি ৷" মূলত, বাবা সিদ্দিকীর হত্যার ঘটনা সামনে আসার পর কঠোর নিরাপত্তার ঘেরাটোপে রয়েছেন অভিনেতা সলমন খান ৷ তারমাঝেই সারছেন ছোটপর্দা-বড়পর্দার কাজ ৷

আইকনিক ছবি করণ-অর্জুন

ছবিতে করণ-অর্জুনের মায়ের চরিত্রে দেখা গিয়েছে রাখী গুলজারকে ৷ ছবিতে শাহরুখের চরিত্রের নাম অর্জুন ও সলমনের চরিত্রের নাম করণ ৷ খলনায়কের চরিত্রে দেখা গিয়েছে অমরীশ পুরীকে ৷ তাঁকে দেখা গিয়েছে ঠাকুর দুর্জন সিংয়ের চরিত্রে৷ পুনর্জন্মের প্রেক্ষাপটে তৈরি ছবির গল্প মন ছুঁয়ে যায় দর্শকদের ৷ সঙ্গে উপরি পাওনা রাজেশ রোশনের মিউজিক ৷ ছবিতে কাজলকে দেখা গিয়েছে শাহরুখের বিপরীতে ৷ অন্যদিকে, সলমনের নায়িকা হন মমতা কুলকার্নী ৷

করণ-অর্জুন বক্সঅফিস

1995 সালে মুক্তি পাওয়া 'করণ-অর্জুন' ছিল সেকেন্ড হাইয়েস্ট-গ্রসিং ভারতীয় সিনেমা ৷ যা পিছনে ফেলেছিল 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' ছবির কালেকশনকেও ৷ গ্লোবালি ছবির আয় হয় 450 মিলিয়ন ডলার ৷ বেস্ট এডিটিং ও বেস্ট অ্যাকশনের জন্য ঝুলিতে আসে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ৷ এবার জেন-জি'রা 'করণ-অর্জুন' সিনেমা বড়পর্দায় উপভোগ করার সুযোগ পেতে চলেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.