ETV Bharat / entertainment

সুপ্রিম কোর্টে আরজি কর মামলা, ন্যায়বিচার চেয়ে পথে নামছেন টেলিভিশন তারকা-বাচিক শিল্পীরা - RG Kar Rape And Murder Case - RG KAR RAPE AND MURDER CASE

Kolkata Doctor rape-murder case: আরজি কর মামলা এখন বিচারাধীন দেশের শীর্ষ আদালতে ৷ মামলায় রাজ্যের হওয়া খরচ নিয়ে প্রশ্ন তুললেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র ৷ অন্যদিকে, ন্যায় বিচার চেয়ে পথে নামছেন কবি-সাহিত্যিক থেকে ছোটপর্দার শিল্পীরা ৷

Kolkata Doctor rape-murder case
আরজি কর কাণ্ডে ন্যায়-বিচারের দাবি (সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 21, 2024, 2:20 PM IST

হায়দরাবাদ, 21 অগস্ট: আরজি কর-কাণ্ডে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট ৷ রাজ্যের হয়ে সওয়াল করেছেন আইনজীবী কপিল সিব্বল ৷ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মঙ্গলবার ছিল মামলার প্রথম শুনানি । তিলোত্তমার বিচার চেয়ে ইতিমধ্যে সরব গোটা দেশ ৷ কলকাতায় আছড়ে পড়েছে প্রতিবাদের সুনামি ৷ এবার রাজপথে দেখা যাবে কবি-সাহিত্যিক থেকে শুরু করে টেলিভিশন তারকাদের ৷

এদিন অভিনেত্রী শ্রুতি দাস, পিঙ্কি দাসের মতো ধারাবাহিকের তারকারা সামাজিক মাধ্যমে পোস্ট করেন ৷ সেখানে তাঁরা জানান, কবে কোথায়, কখন প্রতিবাদ মিছিলের ব্যবস্থা করা হয়েছে ৷ তালিকায় রয়েছেন ধ্রুপদী সঙ্গীত ও নৃত্যশিল্পীরাও ৷ একনজরে দেখা যাক সময় সূচী ৷

  • কলকাতার ধ্রুপদী সঙ্গীত ও নৃত্যশিল্পীরা বুধবার সন্ধে 7টা থেকে পায়ে পা মিলিয়ে পৌঁছবেন নন্দন থেকে ধর্মতলা।
  • বৃহস্পতিবার বাংলার ইউটিউবার এবং ইনফ্লুয়েন্সাররা সন্ধে 6টা থেকে পদযাত্রা করবেন পাটুলি মোড় থেকে গাঙ্গুলীবাগান।
  • 24 অগাস্ট, সন্ধে 6.30তে কবি-সাহিত্যিকরা মিছিল করবেন অ্যাকাডেমির সামনে থেকে।
  • 25 অগাস্ট কলকাতার ছোটপর্দার শিল্পী ও কলাকুশলীরা সন্ধে 6টা থেকে পায়ে পা মিলিয়ে পৌঁছবেন ইন্দ্রপুরী স্টুডিয়ো থেকে দেশপ্রিয় পার্ক।
  • বাংলার বাচিক শিল্পীদের উদ্যোগে প্রতিবাদে প্রতিরোধে ৷ 22 অগস্ট, সন্ধ্যা 7টা, বিড়লা একাডেমী থেকে রবীন্দ্র সরোবর

এদিকে, আরজি কর কাণ্ডের প্রতিবাদে প্রথম থেকেই সরব অভিনেত্রী শ্রীলেখা মিত্র ৷ তিনি যেমন রাস্তায় মিছিল করে প্রতিবাদ করেছেন তেমনই সোশাল মিডিয়ায় তাঁর একাধিক প্রতিবাদী পোস্ট নজরে এসেছে ৷ এবার সুপ্রিম কোর্টে চলা আরজি কর মামলায় রাজ্যের খরচ নিয়ে সরব হয়েছেন তিনি ৷ সাধারণ মানুষের করের টাকা এইভাবে খরচ হচ্ছে বলে রাজ্যসরকারকে তুলোধনা করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র ৷

Kolkata Doctor rape-murder case
প্রতিবাদ মিছিলে যোগদানের পোস্ট (সোশাল মিডিয়া)

হায়দরাবাদ, 21 অগস্ট: আরজি কর-কাণ্ডে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট ৷ রাজ্যের হয়ে সওয়াল করেছেন আইনজীবী কপিল সিব্বল ৷ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মঙ্গলবার ছিল মামলার প্রথম শুনানি । তিলোত্তমার বিচার চেয়ে ইতিমধ্যে সরব গোটা দেশ ৷ কলকাতায় আছড়ে পড়েছে প্রতিবাদের সুনামি ৷ এবার রাজপথে দেখা যাবে কবি-সাহিত্যিক থেকে শুরু করে টেলিভিশন তারকাদের ৷

এদিন অভিনেত্রী শ্রুতি দাস, পিঙ্কি দাসের মতো ধারাবাহিকের তারকারা সামাজিক মাধ্যমে পোস্ট করেন ৷ সেখানে তাঁরা জানান, কবে কোথায়, কখন প্রতিবাদ মিছিলের ব্যবস্থা করা হয়েছে ৷ তালিকায় রয়েছেন ধ্রুপদী সঙ্গীত ও নৃত্যশিল্পীরাও ৷ একনজরে দেখা যাক সময় সূচী ৷

  • কলকাতার ধ্রুপদী সঙ্গীত ও নৃত্যশিল্পীরা বুধবার সন্ধে 7টা থেকে পায়ে পা মিলিয়ে পৌঁছবেন নন্দন থেকে ধর্মতলা।
  • বৃহস্পতিবার বাংলার ইউটিউবার এবং ইনফ্লুয়েন্সাররা সন্ধে 6টা থেকে পদযাত্রা করবেন পাটুলি মোড় থেকে গাঙ্গুলীবাগান।
  • 24 অগাস্ট, সন্ধে 6.30তে কবি-সাহিত্যিকরা মিছিল করবেন অ্যাকাডেমির সামনে থেকে।
  • 25 অগাস্ট কলকাতার ছোটপর্দার শিল্পী ও কলাকুশলীরা সন্ধে 6টা থেকে পায়ে পা মিলিয়ে পৌঁছবেন ইন্দ্রপুরী স্টুডিয়ো থেকে দেশপ্রিয় পার্ক।
  • বাংলার বাচিক শিল্পীদের উদ্যোগে প্রতিবাদে প্রতিরোধে ৷ 22 অগস্ট, সন্ধ্যা 7টা, বিড়লা একাডেমী থেকে রবীন্দ্র সরোবর

এদিকে, আরজি কর কাণ্ডের প্রতিবাদে প্রথম থেকেই সরব অভিনেত্রী শ্রীলেখা মিত্র ৷ তিনি যেমন রাস্তায় মিছিল করে প্রতিবাদ করেছেন তেমনই সোশাল মিডিয়ায় তাঁর একাধিক প্রতিবাদী পোস্ট নজরে এসেছে ৷ এবার সুপ্রিম কোর্টে চলা আরজি কর মামলায় রাজ্যের খরচ নিয়ে সরব হয়েছেন তিনি ৷ সাধারণ মানুষের করের টাকা এইভাবে খরচ হচ্ছে বলে রাজ্যসরকারকে তুলোধনা করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র ৷

Kolkata Doctor rape-murder case
প্রতিবাদ মিছিলে যোগদানের পোস্ট (সোশাল মিডিয়া)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.