কলকাতা, 7 ডিসেম্বর: সিনেমার উৎসব মানে শুধুমাত্র সিনেমা দেখা নয় ৷ সিনেমাকে কেন্দ্র রেখে ছোট ছোট আরও অনেক শিল্প নজর আসে ৷ সেই তালিকায় যেমন বিভিন্ন ধরনের খাবারের স্টল থাকে তেমনই থাকে সাজ-সজ্জার স্টলও ৷
রঙ-বেরঙের না সাজ নিয়ে সেজে ওঠে সিনেমা কেন্দ্রিক চত্বর অর্থাৎ নন্দনের পিছন দিক বা বলা ভাল আকাদেমি চত্বর ৷ কেউ শাড়ি কেউবা আবার হাতের-কানের গয়না নিয়ে পসরা সাজিয়ে বসেছেন ৷ অন্যান্য দিনের তুলনায় সেখানে সাধারণ মানুষের ভিড় একটু বেশি ৷ কথায় আছে 'রথ দেখা কলা বেচা'- আর সেটাই জমিয়ে চলছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে ঘিরে।
সিনেমা দেখতে এসে চলছে কেনাকাটা। শাড়ি, গয়না, শীতের পোশাকের পসরা সাজিয়ে বসেছেন দোকানীরা। সারা বছর কমবেশি বিক্রি হলেও এই সময়ে ক্রেতার ভিড় কিছুটা বেশিই- বলছেন দোকানীরা। সব স্তরের মানুষের চাহিদা এবং সাধ্যের কথা মাথায় রেখেই দাম রাখা হয়েছে জিনিসের। কেননা সব স্তরের ক্রেতারই আনাগোনা আকাদেমি চত্বরে।
বিক্রেতাদের মধ্যে কেউ বলছেন, যাঁরা সিনেমা দেখতে আসছেন তাঁরা স্টলে এসে ঢুঁ মারছেন ৷ ফলে বিকি-কিনি ভালোই হচ্ছে ৷ আবার কেউ বলছেন, এই সময়টা উৎসবের মরসুম ৷ সকাল থেকেই সাধারণ মানুষের আনাগোনা লেগেই থাকে ৷ ফলে হস্তশিল্পও সিনেমার হাত ধরে কিছুটা নিজের জায়গা করে নিচ্ছে ৷ অন্যদিকে, যাঁরা সিনেমা দেখতে আসছেন, তাঁরাও প্রিয় শো দেখার আগে-পরে চোখ বুলিয়ে নিচ্ছেন বিভিন্ন স্টলে ৷
কোনও স্টলে কোনও কিছু মন কাড়লে কিনে নিচ্ছেন ফটাফট ৷ আসলে নন্দন চত্বরকে যদি সিনেমার শিকড় বলা যায়, তাহলে তার আশেপাশে তৈরি হওয়া বা গজিয়ে ওঠা বিভিন্ন স্টলকে বলা যায় শাখা-প্রশাখা ৷