ETV Bharat / entertainment

দেশরক্ষার দায়িত্বে সারা, কবে মুক্তি পাচ্ছে 'অ্যায় বতন মেরে বতন' ? - অ্যায় বতন মেরে বতন

Ae Watan Mere Watan: দেশাত্মবোধক চরিত্রে সারা আলি খান ৷ কবে আসবে 'অ্যায় বতন মেরে বতন' ওটিটি পর্দায়, ওয়ার্ল্ড রেডিয়ো ডে-তে ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিয়ো প্রকাশ্যে এনেছে ছবি মুক্তির তারিখ ৷

Etv Bharat
কবে আসছে 'অ্যায় বতন মেরে বতন'
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 13, 2024, 8:04 PM IST

হায়দরাবাদ, 13 ফেব্রুয়ারি: 1942 সালে ভারতের স্বাধীনতা সংগ্রামীর চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন সারা আলি খান ৷ পরিচালক কান্নন আইয়ারের ছবির চিত্রনাট্যে উঠে এসেছে সেই সময়ে দাঁড়িয়ে বম্বের একজন সাহসী মেয়ের কাহিনী ৷ যিনি পরবর্তী সময়ে হয়ে উঠেছিলেন স্বাধীনতা সংগ্রামী ৷ ছবির নাম 'অ্যায় বতন মেরে বতন' ৷ স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহতার চরিত্র ফুটিয়ে তুলতে চলেছেন সারা আলি খান ৷ তবে বড় পর্দায় নয়, এই ছবি আসছে ওটিটি প্ল্যাটফর্মে ৷ ওয়ার্ল্ড রেডিয়ো ডে-তে ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিয়ো প্রকাশ্যে এনেছে ছবি মুক্তির তারিখ ৷ 21 মার্চ থেকে দর্শকরা এই ছবি দেখার সুযোগ পাবেন ওটিটি পর্দায় ৷

দেশের স্বাধীনতা সংগ্রামে এমন অনেক দেশপ্রেমী রয়েছেন যাঁদের নিঃস্বার্থ ত্যাগ অনেকে ভুলে গিয়েছেন ৷ ইতিহাসে তাঁদের নাম উজ্জ্বল হয়ে রয়েছে ৷ তেমনই এক দেশপ্রেমিক ঊষা মেহতা ৷ প্রাইম ভিডিয়োর অধিকর্তা অপর্ণা পুরোহিত জানিয়েছেন, এই ছবি অগণিত অদম্য বীরেদের প্রতি শ্রদ্ধা ৷ যাঁদের আত্মত্যাগে দেশ স্বাধীনতা লাভ করেছে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

তিনি বলেন, "যখন ছবির ভাবনা আমাদের শোনানো হয়, তখনই তা আমাদের মন ছুঁয়ে যায় ৷ সিদ্ধান্ত নেওয়া হয় এটিকে সিনেমার পর্দায় তুলে ধরা হবে ৷ এরপরেই ধর্মাটিক এন্টারটেইনমেন্টের সঙ্গে কথা বলা শুরু হয় ৷" করণ জোহর বলেন, "এটা আমার স্বপ্নের প্রজেক্ট ৷ মন ছুঁয়ে যাওয়ার মতো গল্প দর্শকদের সামনে তুলে ধরতে ভালোই লাগে ৷ তার মধ্যে 'অ্যায় বতন মেরে বতন' একটি ৷ একজন স্বাধীনতা সংগ্রামী মহিলাকে পর্দায় তুলে ধরা হয়েছে ৷ আশা করি দর্শকদের ভালো লাগবে ৷"

'অ্যায় বতন মেরে বতন' 21 মার্চ ওটিটি প্ল্যাটফর্মে আসছে তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড় ভাষায় ৷ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শচীন খেদেকর, অভয় ভার্মা, স্পর্শ শ্রীবাস্তব, অ্যালেক্স ও' নিল এবং আনন্দ তিওয়ারি ৷ অতিথি শিল্পী হিসাবে দেখা যাবে ইমরান হাশমিকে ৷

আরও পড়ুন:

1. বেকহ্যাম-কেট ব্ল্যানচেটদের সঙ্গে বাফটার আসরে উপস্থাপক দীপিকা

2. রাজবাড়িতেই ফিরছে মঞ্জুলিকা বিদ্যা-কার্তিক, 'ভুলভুলাইয়া 3' মুক্তির তারিখ প্রকাশ্যে

3. এক টিকিটেই ছবি দেখবেন যুগলে, ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে অভিনব ঘোষণা শাহিদের ছবির নির্মাতাদের

হায়দরাবাদ, 13 ফেব্রুয়ারি: 1942 সালে ভারতের স্বাধীনতা সংগ্রামীর চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন সারা আলি খান ৷ পরিচালক কান্নন আইয়ারের ছবির চিত্রনাট্যে উঠে এসেছে সেই সময়ে দাঁড়িয়ে বম্বের একজন সাহসী মেয়ের কাহিনী ৷ যিনি পরবর্তী সময়ে হয়ে উঠেছিলেন স্বাধীনতা সংগ্রামী ৷ ছবির নাম 'অ্যায় বতন মেরে বতন' ৷ স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহতার চরিত্র ফুটিয়ে তুলতে চলেছেন সারা আলি খান ৷ তবে বড় পর্দায় নয়, এই ছবি আসছে ওটিটি প্ল্যাটফর্মে ৷ ওয়ার্ল্ড রেডিয়ো ডে-তে ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিয়ো প্রকাশ্যে এনেছে ছবি মুক্তির তারিখ ৷ 21 মার্চ থেকে দর্শকরা এই ছবি দেখার সুযোগ পাবেন ওটিটি পর্দায় ৷

দেশের স্বাধীনতা সংগ্রামে এমন অনেক দেশপ্রেমী রয়েছেন যাঁদের নিঃস্বার্থ ত্যাগ অনেকে ভুলে গিয়েছেন ৷ ইতিহাসে তাঁদের নাম উজ্জ্বল হয়ে রয়েছে ৷ তেমনই এক দেশপ্রেমিক ঊষা মেহতা ৷ প্রাইম ভিডিয়োর অধিকর্তা অপর্ণা পুরোহিত জানিয়েছেন, এই ছবি অগণিত অদম্য বীরেদের প্রতি শ্রদ্ধা ৷ যাঁদের আত্মত্যাগে দেশ স্বাধীনতা লাভ করেছে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

তিনি বলেন, "যখন ছবির ভাবনা আমাদের শোনানো হয়, তখনই তা আমাদের মন ছুঁয়ে যায় ৷ সিদ্ধান্ত নেওয়া হয় এটিকে সিনেমার পর্দায় তুলে ধরা হবে ৷ এরপরেই ধর্মাটিক এন্টারটেইনমেন্টের সঙ্গে কথা বলা শুরু হয় ৷" করণ জোহর বলেন, "এটা আমার স্বপ্নের প্রজেক্ট ৷ মন ছুঁয়ে যাওয়ার মতো গল্প দর্শকদের সামনে তুলে ধরতে ভালোই লাগে ৷ তার মধ্যে 'অ্যায় বতন মেরে বতন' একটি ৷ একজন স্বাধীনতা সংগ্রামী মহিলাকে পর্দায় তুলে ধরা হয়েছে ৷ আশা করি দর্শকদের ভালো লাগবে ৷"

'অ্যায় বতন মেরে বতন' 21 মার্চ ওটিটি প্ল্যাটফর্মে আসছে তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড় ভাষায় ৷ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শচীন খেদেকর, অভয় ভার্মা, স্পর্শ শ্রীবাস্তব, অ্যালেক্স ও' নিল এবং আনন্দ তিওয়ারি ৷ অতিথি শিল্পী হিসাবে দেখা যাবে ইমরান হাশমিকে ৷

আরও পড়ুন:

1. বেকহ্যাম-কেট ব্ল্যানচেটদের সঙ্গে বাফটার আসরে উপস্থাপক দীপিকা

2. রাজবাড়িতেই ফিরছে মঞ্জুলিকা বিদ্যা-কার্তিক, 'ভুলভুলাইয়া 3' মুক্তির তারিখ প্রকাশ্যে

3. এক টিকিটেই ছবি দেখবেন যুগলে, ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে অভিনব ঘোষণা শাহিদের ছবির নির্মাতাদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.