ETV Bharat / entertainment

স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহতার জীবনী পর্দায়, প্রকাশ্যে সারা আলি খানের 'অ্যায় বতন মেরে বতন' ছবির ট্রেলার - freedom fighter

Sara Ali Khan's upcoming movie: প্রকাশ্যে 'অ্যায় বতন মেরে বতন' ছবির ট্রেলার ৷ স্বাধীনতা সংগ্রামী রূপে সকলকে তাক লাগালেন সারা আলি খান ৷ ইংরেজদের বিরুদ্ধে আওয়াজ তুললেন 'করো ইয়া মরো'৷

Sara Ali Khan's upcoming movie
প্রকাশ্যে 'অ্যায় বতন মেরে বতন' ছবির ট্রেলার ৷
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 4, 2024, 2:55 PM IST

হায়দরাবাদ, 4 মার্চ: 1942 সালে জাতির জনক মহাত্মা গান্ধি ইংরেজ বিরুদ্ধে ডাক দিয়েছিলেন ভারত ছাড়ো আন্দোলনের ৷ তাঁর ডাকে দেশের লক্ষ লক্ষ যুবারা ঝাঁপ দেন দেশ মায়ের মুক্তির লড়াইয়ে ৷ প্রথম সারিতে এগিয়ে আসেন 22 বছরের এক অকুতভয় নারী ৷ তিনি স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহতা ৷ ব্রিটিশ রাজের বিরুদ্ধে যিনি সারা দেশকে জাগিয়ে তুলেছেন রেডিয়ো বার্তার মাধ্যমে ৷ সেই বায়োপিক এবার সিনেপর্দায় ৷ মুক্তি পেল 'অ্যায় বতন মেরে বতন' ট্রেলার ৷

পরিচালক কান্নন আইয়ারের ছবির চিত্রনাট্যে উঠে এসেছে সেই সময়ে দাঁড়িয়ে বম্বের একজন সাহসী মেয়ের কাহিনী ৷ স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহতার চরিত্র ফুটিয়ে তুলতে চলেছেন সারা আলি খান ৷ তবে বড় পর্দায় নয়, এই ছবি আসছে ওটিটি প্ল্যাটফর্মে ৷ 21 মার্চ থেকে দর্শকরা এই ছবি দেখার সুযোগ পাবেন ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ছবির ট্রেলারে দেখানো হয়েছে মহাত্মী গান্ধির আদর্শে অনুপ্রাণিত হয়ে ব্রিটিশ রাজের বিরুদ্ধে দেশবাসীকে জাগিয়ে তুলতে একটি রেডিয়ো স্টেশন তৈরি করেন ঊষা ৷ দেশপ্রেমীক হিসাবে ইংরেজদের চোখ রাঙানিকে যিনি এতটুকু ভয় পাননি ৷ বরং দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে এগিয়ে গিয়েছে সামনের দিকে ৷ একজন মহিলা দেশপ্রেমীক হিসাবে তাঁর সাহসিকতা ও বলিদান দেশবাসীকে আরও একবার মনে করিয়ে দিতে চলেছে বলিউড ৷

দেশের স্বাধীনতা সংগ্রামে এমন অনেক দেশপ্রেমী রয়েছেন যাঁদের নিঃস্বার্থ ত্যাগ অনেকে ভুলে গিয়েছেন ৷ ইতিহাসে তাঁদের নাম উজ্জ্বল হয়ে রয়েছে ৷ তেমনই এক দেশপ্রেমিক ঊষা মেহতা ৷ 21 মার্চ ওটিটি প্ল্যাটফর্মে আসছে তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড় ভাষায় ৷ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শচীন খেদেকর, অভয় ভার্মা, স্পর্শ শ্রীবাস্তব, অ্যালেক্স ও' নিল এবং আনন্দ তিওয়ারি ৷ অতিথি শিল্পী হিসাবে দেখা যাবে ইমরান হাশমিকে ৷ ছবিটি প্রযোজনা করেছেন করণ জোহর ও সোমেন মিশ্রা ৷ এখন দেখার দর্শক মহলে সারা আলি খানের এই ছবি কতটা মন কাড়ে ৷

আরও পড়ুন

1. জামনগর জমজমাট! রণবীরের সঙ্গে 'গল্লা গোরিয়া'য় পা মেলালেন 'মম টু বি' দীপিকা, দেখুন ভিডিয়ো

2. অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং মিলিয়ে দিল খান ত্রয়ীকে, অস্কারজয়ী গানে পা মেলালেন শাহরুখ-সলমন-আমির

3. 'জিঙ্গত' গানে জাহ্নবীর সঙ্গে ঠুমকা পপ তারকা রিহানার, দেখুন ভাইরাল নাচের ভিডিয়ো

হায়দরাবাদ, 4 মার্চ: 1942 সালে জাতির জনক মহাত্মা গান্ধি ইংরেজ বিরুদ্ধে ডাক দিয়েছিলেন ভারত ছাড়ো আন্দোলনের ৷ তাঁর ডাকে দেশের লক্ষ লক্ষ যুবারা ঝাঁপ দেন দেশ মায়ের মুক্তির লড়াইয়ে ৷ প্রথম সারিতে এগিয়ে আসেন 22 বছরের এক অকুতভয় নারী ৷ তিনি স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহতা ৷ ব্রিটিশ রাজের বিরুদ্ধে যিনি সারা দেশকে জাগিয়ে তুলেছেন রেডিয়ো বার্তার মাধ্যমে ৷ সেই বায়োপিক এবার সিনেপর্দায় ৷ মুক্তি পেল 'অ্যায় বতন মেরে বতন' ট্রেলার ৷

পরিচালক কান্নন আইয়ারের ছবির চিত্রনাট্যে উঠে এসেছে সেই সময়ে দাঁড়িয়ে বম্বের একজন সাহসী মেয়ের কাহিনী ৷ স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহতার চরিত্র ফুটিয়ে তুলতে চলেছেন সারা আলি খান ৷ তবে বড় পর্দায় নয়, এই ছবি আসছে ওটিটি প্ল্যাটফর্মে ৷ 21 মার্চ থেকে দর্শকরা এই ছবি দেখার সুযোগ পাবেন ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ছবির ট্রেলারে দেখানো হয়েছে মহাত্মী গান্ধির আদর্শে অনুপ্রাণিত হয়ে ব্রিটিশ রাজের বিরুদ্ধে দেশবাসীকে জাগিয়ে তুলতে একটি রেডিয়ো স্টেশন তৈরি করেন ঊষা ৷ দেশপ্রেমীক হিসাবে ইংরেজদের চোখ রাঙানিকে যিনি এতটুকু ভয় পাননি ৷ বরং দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে এগিয়ে গিয়েছে সামনের দিকে ৷ একজন মহিলা দেশপ্রেমীক হিসাবে তাঁর সাহসিকতা ও বলিদান দেশবাসীকে আরও একবার মনে করিয়ে দিতে চলেছে বলিউড ৷

দেশের স্বাধীনতা সংগ্রামে এমন অনেক দেশপ্রেমী রয়েছেন যাঁদের নিঃস্বার্থ ত্যাগ অনেকে ভুলে গিয়েছেন ৷ ইতিহাসে তাঁদের নাম উজ্জ্বল হয়ে রয়েছে ৷ তেমনই এক দেশপ্রেমিক ঊষা মেহতা ৷ 21 মার্চ ওটিটি প্ল্যাটফর্মে আসছে তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড় ভাষায় ৷ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শচীন খেদেকর, অভয় ভার্মা, স্পর্শ শ্রীবাস্তব, অ্যালেক্স ও' নিল এবং আনন্দ তিওয়ারি ৷ অতিথি শিল্পী হিসাবে দেখা যাবে ইমরান হাশমিকে ৷ ছবিটি প্রযোজনা করেছেন করণ জোহর ও সোমেন মিশ্রা ৷ এখন দেখার দর্শক মহলে সারা আলি খানের এই ছবি কতটা মন কাড়ে ৷

আরও পড়ুন

1. জামনগর জমজমাট! রণবীরের সঙ্গে 'গল্লা গোরিয়া'য় পা মেলালেন 'মম টু বি' দীপিকা, দেখুন ভিডিয়ো

2. অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং মিলিয়ে দিল খান ত্রয়ীকে, অস্কারজয়ী গানে পা মেলালেন শাহরুখ-সলমন-আমির

3. 'জিঙ্গত' গানে জাহ্নবীর সঙ্গে ঠুমকা পপ তারকা রিহানার, দেখুন ভাইরাল নাচের ভিডিয়ো

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.