ETV Bharat / entertainment

ফের নারীশক্তির জয় ! 'জিততেই এসেছিলাম', বিগ বস ট্রফি হাতে বললেন সানা - Bigg Boss OTT Winner - BIGG BOSS OTT WINNER

Bigg Boss OTT Winner Sana Makbul Khan: বিগ বস মানে বিতর্ক ৷ বিগ বস মানেই নানা প্ল্যানিং ৷ যত জনতাকে বিনোদন করতে পারবেন তত ভোট পান প্রতিযোগীরা ৷ শুক্রবার বিগ বস ওটিটি-3'র ট্রফি ছিনিয়ে নিলেন সানা মকবুল খান ৷ দৌড়ে ছিলেন নায়েজি ও বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর শোরে ৷ কিন্তু 10 মিনিটের ভোটিং লাইনে মাত করলেন টেলিতারকা সানা ৷ 'জিততেই এসেছিলেন', ট্রফি হাতে নিয়ে তা বুঝিয়ে দিলেন ৷

Bigg Boss OTT Winner Sana Makbul Khan
বিগ বস ওটিটি-3-এর ফাইনাল মঞ্চ (এক্স)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 3, 2024, 11:42 AM IST

Updated : Aug 3, 2024, 12:24 PM IST

মুম্বই, 3 অগস্ট: "ট্রফি কে লিয়েই আয়ি থি, অর ভো মে জিতকে যাউঙ্গি", বিগ বস ওটিটি-3-এ এসে এই কথাটাই অধিকাংশ সময় আওড়ে গিয়েছেন টেলিস্টার সানা মকবুল খান ৷ বছর একত্রিশের মুম্বইয়ের জনপ্রিয় অভিনেত্রী সানা মকবুল খান জনতাকে এন্টারটেইন করে মন জিতে নিয়েছেন ৷ শুক্রবার রাতে জনতার রায়ে বিগ বস ওটিটি-3'র ট্রফি শো'য়ের সঞ্চালক অনিল কাপুর বিজয়ীর হাতে তুলে দেন ৷ 25 লাখ টাকা জয়ী সানা বললেন, "এসেছিলাম জিততেই, আর আমি জিতলাম ৷"

বিগ বস ট্রফি হাতে সানা (ইটিভি ভারত)

ট্রফির পাশাপাশি সানা 25 লাখ টাকাও জিতে নিয়েছেন ৷ ব়্যাপার নায়েজিকে হারিয়ে এই জয় এনেছেন তিনি। নায়েজি ছাড়াও রণবীর শোরে, সাই কেতন রাও এবং কৃতিকা মালিকও বিজয়ী হওয়ার দৌড়ে ছিলেন। এই পাঁচজনই ছিলেন বিগ বস ওটিটি তৃতীয় সিজনের শেষ প্রতিযোগী ৷ ট্রফি দখলের দৌড়ে শেষ তিনে পৌঁছেছিলেন সানা মকবুল, নায়েজি এবং রণবীর শোরে। জনতার রায়ে তিরে এসে তরী ডোবে কঙ্কনা সেন শর্মার প্রাক্তন স্বামী। তৃতীয়স্থানেই শেষ করতে হয় অভিনেতাকে। এরপর শেষ দু'জনের হাত ধরেন সঞ্চালক অনিল কাপুর ৷

ট্রফি কার হাতে উঠবে তা জানাতে সানার হাত শূন্যে তুলে ধরেন কাপুর সাহাব ৷ বিগ বস জেতার পরই আনন্দে চিৎকারে ফেটে পড়েন সানা মকবুল ৷ মঞ্চে থাকা পরিবারের সদস্যদের জড়িয়ে ধরেন ৷ সানা মকবুল এবং ব়্যাপার নেজি পুরো সিজনজুড়ে খুব ভালো বন্ধু ছিলেন। তবে, বিগ বস ওটিটি-3-তে নিজের মতামত নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন সানা। সেটাই তাঁর জয়ের অন্যতম কারণ।

ট্রফি হাতে নিয়ে সানা বলেন, "এই ঘরে প্রথম দুই সপ্তাহ সবকিছু ঠিকঠাক মনে হয় ৷ খেলা থেকে শুরু করে সমস্ত মানুষের সঙ্গে সম্পর্কের সমীকরণ পরিবর্তন হতে থাকে, যে কেউ, যে কোনও সময়ে পরিবর্তন হয়ে যায়। এখনই একটা কথা আমার সঙ্গে, আবার খানিকপরই অন্য কথা, তো অনেক ওঠাপড়া ছিল ৷ সবশেষে আমার জয় হয়েছে ৷" বন্ধু জয়ী হওয়ায় নায়েজি বলেন, "ট্রফি না-জিতলেও আমি জনতার মন জিতেছি ৷ আর আমি খুশি যে সানা জিতেছে ৷"

গত 1 জুন থেকে শুরু হয়েছিল বিগ বিস ওটিটি-র এই সিজন। প্রায় দেড় মাসের সফর শেষে ট্রফি জিতলেন সানা। এর আগে বিগ বস ওটিটি-1-এর বিজেতা হয়েছিলেন দিব্যা আগরওয়াল ও বিগ বস ওটিটি-2-এর খেতাব জেতেন এলভিশ যাদব ৷

মুম্বই, 3 অগস্ট: "ট্রফি কে লিয়েই আয়ি থি, অর ভো মে জিতকে যাউঙ্গি", বিগ বস ওটিটি-3-এ এসে এই কথাটাই অধিকাংশ সময় আওড়ে গিয়েছেন টেলিস্টার সানা মকবুল খান ৷ বছর একত্রিশের মুম্বইয়ের জনপ্রিয় অভিনেত্রী সানা মকবুল খান জনতাকে এন্টারটেইন করে মন জিতে নিয়েছেন ৷ শুক্রবার রাতে জনতার রায়ে বিগ বস ওটিটি-3'র ট্রফি শো'য়ের সঞ্চালক অনিল কাপুর বিজয়ীর হাতে তুলে দেন ৷ 25 লাখ টাকা জয়ী সানা বললেন, "এসেছিলাম জিততেই, আর আমি জিতলাম ৷"

বিগ বস ট্রফি হাতে সানা (ইটিভি ভারত)

ট্রফির পাশাপাশি সানা 25 লাখ টাকাও জিতে নিয়েছেন ৷ ব়্যাপার নায়েজিকে হারিয়ে এই জয় এনেছেন তিনি। নায়েজি ছাড়াও রণবীর শোরে, সাই কেতন রাও এবং কৃতিকা মালিকও বিজয়ী হওয়ার দৌড়ে ছিলেন। এই পাঁচজনই ছিলেন বিগ বস ওটিটি তৃতীয় সিজনের শেষ প্রতিযোগী ৷ ট্রফি দখলের দৌড়ে শেষ তিনে পৌঁছেছিলেন সানা মকবুল, নায়েজি এবং রণবীর শোরে। জনতার রায়ে তিরে এসে তরী ডোবে কঙ্কনা সেন শর্মার প্রাক্তন স্বামী। তৃতীয়স্থানেই শেষ করতে হয় অভিনেতাকে। এরপর শেষ দু'জনের হাত ধরেন সঞ্চালক অনিল কাপুর ৷

ট্রফি কার হাতে উঠবে তা জানাতে সানার হাত শূন্যে তুলে ধরেন কাপুর সাহাব ৷ বিগ বস জেতার পরই আনন্দে চিৎকারে ফেটে পড়েন সানা মকবুল ৷ মঞ্চে থাকা পরিবারের সদস্যদের জড়িয়ে ধরেন ৷ সানা মকবুল এবং ব়্যাপার নেজি পুরো সিজনজুড়ে খুব ভালো বন্ধু ছিলেন। তবে, বিগ বস ওটিটি-3-তে নিজের মতামত নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন সানা। সেটাই তাঁর জয়ের অন্যতম কারণ।

ট্রফি হাতে নিয়ে সানা বলেন, "এই ঘরে প্রথম দুই সপ্তাহ সবকিছু ঠিকঠাক মনে হয় ৷ খেলা থেকে শুরু করে সমস্ত মানুষের সঙ্গে সম্পর্কের সমীকরণ পরিবর্তন হতে থাকে, যে কেউ, যে কোনও সময়ে পরিবর্তন হয়ে যায়। এখনই একটা কথা আমার সঙ্গে, আবার খানিকপরই অন্য কথা, তো অনেক ওঠাপড়া ছিল ৷ সবশেষে আমার জয় হয়েছে ৷" বন্ধু জয়ী হওয়ায় নায়েজি বলেন, "ট্রফি না-জিতলেও আমি জনতার মন জিতেছি ৷ আর আমি খুশি যে সানা জিতেছে ৷"

গত 1 জুন থেকে শুরু হয়েছিল বিগ বিস ওটিটি-র এই সিজন। প্রায় দেড় মাসের সফর শেষে ট্রফি জিতলেন সানা। এর আগে বিগ বস ওটিটি-1-এর বিজেতা হয়েছিলেন দিব্যা আগরওয়াল ও বিগ বস ওটিটি-2-এর খেতাব জেতেন এলভিশ যাদব ৷

Last Updated : Aug 3, 2024, 12:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.