ETV Bharat / entertainment

অনন্ত-রাধিকার সন্তানের সঙ্গে খেলা করতে চান সলমন - Anant Radhika Post Wedding - ANANT RADHIKA POST WEDDING

Salman Khan-Akshay Kumar wish Anant- Radhika: বিয়ের এক সপ্তাহও কাটেনি ৷ তার মধ্যেই অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের সন্তানের সঙ্গে খেলার ইচ্ছেপ্রকাশ করলেন সলমন খান ৷

Anant- Radhika Wedding
অনন্ত-রাধিকাকে শুভেচ্ছাবার্তা সলমন-অক্ষয়ের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 16, 2024, 3:09 PM IST

হায়দরাবাদ, 16 জুলাই: বছরের অন্যতম শাহি বিয়ের সাক্ষী থেকেছে দেশ তথা বিশ্ব ৷ অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের সেই বিয়েতে তারকাদের ঝলমলে উপস্থিতি তাক লাগিয়েছে ৷ নতুন জীবন শুরু করেছেন মিস্টার অ্যান্ড মিসেস অনন্ত অম্বানি ৷ নবদম্পতিকে আগামীর জন্য মিষ্টি শুভেচ্ছা জানালেন সলমন খান ৷ পাশাপাশি করোনামুক্ত হয়েই অম্বানিদের পোস্ট-ওয়েডিং সেলিব্রেশনে অংশগ্রহণ করলেন অক্ষয় কুমার, টুইঙ্কল খান্না ৷

সুপারস্টার সলমন খান অনন্ত-রাধিকার বিয়েতে নিজের সোয়্যাগ ও স্টাইল স্টেটমেন্টে ঘায়েল করেছেন সকলে ৷ তিনি যখনই এসেছেন কেড়েছেন স্পটলাইট ৷ দাবাং খানের বরাতি নাচও ভাইরাল হয় নেটপাড়ায় ৷ এমনকী, হলদি থেকে সঙ্গীত সব অনুষ্ঠানেই অনন্ত-রাধিকার দিন আরও স্পেশাল করে তোলেন ভাইজান ৷ শেষ হয়েছে বিয়ের পর্ব ৷ নবদম্পতিকে আগামীর জন্য শুভকামনা করে বিশেষ বার্তা দিলেন সলমন ৷

এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "অনন্ত ও রাধিকা, মিস্টার অ্যান্ড মিসেস অনন্ত অম্বানি, আমি দেখলাম, তোমাদের একে অপরের প্রতি ভালোবাসা ৷ একে অপরের পরিবারের প্রতি ভালোবাসা ৷ তোমরা সুখে থাকো, সুস্থ থাকো ৷ ভগবান তোমাদের আশীর্বাদ করুন এই প্রার্থণা রইল ৷ ধৈর্য্য ধরতে পারছি না, কবে তোমাদের সন্তানের সঙ্গে আমি ডান্স করব ৷ তোমরা খুব ভালো বাবা-মা হবে ৷"

এদিকে, করোনা পজিটিভ হওয়ার কারণে অম্বানি পরিবারের বিয়ের সব রকম অনুষ্ঠান থেকে নিজেকে সরিয়ে নেন অক্ষয় কুমার ৷ এমনকী, বন্ধ রাখেন ছবির প্রচারও ৷ এরপর করোনা মুক্ত হতেই সোজা পৌঁছে যান পোস্ট-ওয়েডিং সেলিব্রেশনে ৷ নবদম্পতিদের শুভেচ্ছা জানাতে অক্ষয়ের সঙ্গে দেখা যায় স্ত্রী টুইঙ্কল খান্নাকেও ৷ 12 জুলাই সাত পাকে বাঁধা পড়েছেন মুকেশ ও নীতা অম্বানির ছোট ছেলে অনন্ত অম্বানি ৷ শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকার সঙ্গে নতুন জীবন শুরু করেন অনন্ত ৷

হায়দরাবাদ, 16 জুলাই: বছরের অন্যতম শাহি বিয়ের সাক্ষী থেকেছে দেশ তথা বিশ্ব ৷ অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের সেই বিয়েতে তারকাদের ঝলমলে উপস্থিতি তাক লাগিয়েছে ৷ নতুন জীবন শুরু করেছেন মিস্টার অ্যান্ড মিসেস অনন্ত অম্বানি ৷ নবদম্পতিকে আগামীর জন্য মিষ্টি শুভেচ্ছা জানালেন সলমন খান ৷ পাশাপাশি করোনামুক্ত হয়েই অম্বানিদের পোস্ট-ওয়েডিং সেলিব্রেশনে অংশগ্রহণ করলেন অক্ষয় কুমার, টুইঙ্কল খান্না ৷

সুপারস্টার সলমন খান অনন্ত-রাধিকার বিয়েতে নিজের সোয়্যাগ ও স্টাইল স্টেটমেন্টে ঘায়েল করেছেন সকলে ৷ তিনি যখনই এসেছেন কেড়েছেন স্পটলাইট ৷ দাবাং খানের বরাতি নাচও ভাইরাল হয় নেটপাড়ায় ৷ এমনকী, হলদি থেকে সঙ্গীত সব অনুষ্ঠানেই অনন্ত-রাধিকার দিন আরও স্পেশাল করে তোলেন ভাইজান ৷ শেষ হয়েছে বিয়ের পর্ব ৷ নবদম্পতিকে আগামীর জন্য শুভকামনা করে বিশেষ বার্তা দিলেন সলমন ৷

এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "অনন্ত ও রাধিকা, মিস্টার অ্যান্ড মিসেস অনন্ত অম্বানি, আমি দেখলাম, তোমাদের একে অপরের প্রতি ভালোবাসা ৷ একে অপরের পরিবারের প্রতি ভালোবাসা ৷ তোমরা সুখে থাকো, সুস্থ থাকো ৷ ভগবান তোমাদের আশীর্বাদ করুন এই প্রার্থণা রইল ৷ ধৈর্য্য ধরতে পারছি না, কবে তোমাদের সন্তানের সঙ্গে আমি ডান্স করব ৷ তোমরা খুব ভালো বাবা-মা হবে ৷"

এদিকে, করোনা পজিটিভ হওয়ার কারণে অম্বানি পরিবারের বিয়ের সব রকম অনুষ্ঠান থেকে নিজেকে সরিয়ে নেন অক্ষয় কুমার ৷ এমনকী, বন্ধ রাখেন ছবির প্রচারও ৷ এরপর করোনা মুক্ত হতেই সোজা পৌঁছে যান পোস্ট-ওয়েডিং সেলিব্রেশনে ৷ নবদম্পতিদের শুভেচ্ছা জানাতে অক্ষয়ের সঙ্গে দেখা যায় স্ত্রী টুইঙ্কল খান্নাকেও ৷ 12 জুলাই সাত পাকে বাঁধা পড়েছেন মুকেশ ও নীতা অম্বানির ছোট ছেলে অনন্ত অম্বানি ৷ শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকার সঙ্গে নতুন জীবন শুরু করেন অনন্ত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.