হায়দরাবাদ, 16 জুলাই: বছরের অন্যতম শাহি বিয়ের সাক্ষী থেকেছে দেশ তথা বিশ্ব ৷ অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের সেই বিয়েতে তারকাদের ঝলমলে উপস্থিতি তাক লাগিয়েছে ৷ নতুন জীবন শুরু করেছেন মিস্টার অ্যান্ড মিসেস অনন্ত অম্বানি ৷ নবদম্পতিকে আগামীর জন্য মিষ্টি শুভেচ্ছা জানালেন সলমন খান ৷ পাশাপাশি করোনামুক্ত হয়েই অম্বানিদের পোস্ট-ওয়েডিং সেলিব্রেশনে অংশগ্রহণ করলেন অক্ষয় কুমার, টুইঙ্কল খান্না ৷
Anant and Radhika, Mr. and Mrs. Anant Ambani, I see the love that you have for each other and each other's families. The universe has got you together. Wish you all the happiness and health. God bless you both! Can't wait to dance when you become the most wonderful parents. pic.twitter.com/ji0Hl0NFBj
— Salman Khan (@BeingSalmanKhan) July 15, 2024
সুপারস্টার সলমন খান অনন্ত-রাধিকার বিয়েতে নিজের সোয়্যাগ ও স্টাইল স্টেটমেন্টে ঘায়েল করেছেন সকলে ৷ তিনি যখনই এসেছেন কেড়েছেন স্পটলাইট ৷ দাবাং খানের বরাতি নাচও ভাইরাল হয় নেটপাড়ায় ৷ এমনকী, হলদি থেকে সঙ্গীত সব অনুষ্ঠানেই অনন্ত-রাধিকার দিন আরও স্পেশাল করে তোলেন ভাইজান ৷ শেষ হয়েছে বিয়ের পর্ব ৷ নবদম্পতিকে আগামীর জন্য শুভকামনা করে বিশেষ বার্তা দিলেন সলমন ৷
এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "অনন্ত ও রাধিকা, মিস্টার অ্যান্ড মিসেস অনন্ত অম্বানি, আমি দেখলাম, তোমাদের একে অপরের প্রতি ভালোবাসা ৷ একে অপরের পরিবারের প্রতি ভালোবাসা ৷ তোমরা সুখে থাকো, সুস্থ থাকো ৷ ভগবান তোমাদের আশীর্বাদ করুন এই প্রার্থণা রইল ৷ ধৈর্য্য ধরতে পারছি না, কবে তোমাদের সন্তানের সঙ্গে আমি ডান্স করব ৷ তোমরা খুব ভালো বাবা-মা হবে ৷"
এদিকে, করোনা পজিটিভ হওয়ার কারণে অম্বানি পরিবারের বিয়ের সব রকম অনুষ্ঠান থেকে নিজেকে সরিয়ে নেন অক্ষয় কুমার ৷ এমনকী, বন্ধ রাখেন ছবির প্রচারও ৷ এরপর করোনা মুক্ত হতেই সোজা পৌঁছে যান পোস্ট-ওয়েডিং সেলিব্রেশনে ৷ নবদম্পতিদের শুভেচ্ছা জানাতে অক্ষয়ের সঙ্গে দেখা যায় স্ত্রী টুইঙ্কল খান্নাকেও ৷ 12 জুলাই সাত পাকে বাঁধা পড়েছেন মুকেশ ও নীতা অম্বানির ছোট ছেলে অনন্ত অম্বানি ৷ শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকার সঙ্গে নতুন জীবন শুরু করেন অনন্ত ৷
HQ VIDEO - #AkshayKumar𓃵 and #TwinkleKhanna at Anant Ambani and Radhika Merchant's wedding reception yesterday after testing negative for #Covid_19 pic.twitter.com/QmxVDhcKXT
— Akshay Kumar Fans Group (@AKFansGroup) July 16, 2024