নয়াদিল্লি, 11 মার্চ: এবারও অস্কারের আসরে উজ্জ্বল উপস্থিতি এসএস রাজামৌলীর আরআরআর-এর ৷ 96তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে আন্তর্জাতিক সিনেমায় স্টান্টের অবদান উদযাপনের একটি মন্তাজে দেখানো হয় আরআরআর-এর একটি অ্যাকশন সিকোয়েন্স ৷
অস্কার মনোনীত রায়ান গসলিং এবং এমিলি ব্লান্ট লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে রবিবার রাতে অনুষ্ঠিত গ্র্যান্ড ইভেন্টে 1.15 মিনিটের একটি শোরিল উপস্থাপন করেন । গসলিং বলেন, "তাঁরা সিনেমার শুরু থেকেই আমাদের শিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল...স্টান্ট পারফর্মার এবং স্টান্ট সমন্বয়কারীরা যাঁরা সিনেমায় ম্যাজিক করতে সাহায্য করে । আমরা আপনাদের স্যালুট জানাই ৷" এমিলি ব্লান্ট বলেন, "তাঁরা সত্যি অর্থেই সেই অজ্ঞাত নায়ক যাঁরা সিনেমার জন্য জীবন ও অঙ্গ-প্রত্যঙ্গের ঝুঁকি নেন ।"
বছরের পর বছর এই নিয়ে কথা চললেও অ্যাকাডেমি পুরস্কার এখনও স্টান্টের জন্য নতুন বিভাগ চালু করতে পারেনি । এই বছরের শুরুতে তারা কাস্টিং ডিরেক্টরদের স্বীকৃতি দেওয়ার জন্য 20 বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথম এই নতুন বিভাগ যুক্ত করার পরিকল্পনার কথা ঘোষণা করেছে । অস্কারে প্রদর্শিত মন্তাজে আরআরআর-এর উপস্থিতিকে 'একটি মিষ্টি চমক' বলে অভিহিত করা হয়েছে ৷ সোমবার আরআরআর-এর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এ জন্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ৷
আরআরআর-এর পাতায় লেখা হয়েছে, "আমরা খুশি যে, সিনেমায় বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্টান্ট সিকোয়েন্সের প্রতি তাদের শ্রদ্ধার অংশ হিসাবে আরআরআর-এর অ্যাকশন সিকোয়েন্সগুলিকে অন্তর্ভুক্ত করেছে অ্যাকাডেমি ৷" রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত আরআরআর অ্যাকশন সিকোয়েন্সের পাশাপাশি চার্লি চ্যাপলিন, হ্যারল্ড লয়েড এবং বাস্টার কিটন, বাচ ক্যাসিডি অ্যান্ড সানড্যান্স কিডের মতো ক্লাসিক থেকে টাইটানিক, মিশন: ইম্পসিবল, জন উইক, দ্য ম্যাট্রিক্স, ব্ল্যাক প্যান্থারের মতো আধুনিক জনপ্রিয় ছবিগুলির উল্লেখ রয়েছে ।
তবে শুধু অ্যাকশন সিকোয়েন্সই নয়, এবারের অস্কারেও বেজেছে আরআরআর-এর গত বছরের সেরা মৌলিক গানের বিজয়ী 'নাতু নাতু'র ভিডিয়ো ক্লিপ ৷ এই ইভেন্টে উইকেড-এর সহ-অভিনেতা আরিয়ানা গ্র্যান্দে এবং সিনথিয়া এরিভো নতুন বিজয়ী ঘোষণা করার জন্য মঞ্চে উঠেছিলেন ৷ সেই সময় নাটু নাটু গানটি বাজানো হয় ৷ বিলি আইলিশ এবং ফিনিয়াস ও'কনেল 'হোয়াট ওয়াস আই মেড ফর ?' বিভাগে তাঁদের দ্বিতীয় অ্যাকাডেমি পুরস্কার অর্জন করেছেন বার্বি থেকে । আরআরআর-এর পোস্টে এই নিয়ে লেখা হয়, "আবারও অস্কারের মঞ্চে !! আরআরআর ৷"
কে চন্দ্রবোসের লেখা ও এম এম কীরাবাণী সুরারোপিত নাটু নাটু গেয়েছিলেন রাহুল সিপলিগঞ্জ এবং কালা ভৈরব ৷ (পিটিআই)
আরও পড়ুন: