ETV Bharat / entertainment

'মেয়েদের নিরাপত্তা দরকার জীবনভর'- আরজি করের সূত্র টেনে মত রূপা গঙ্গোপাধ্যায়ের - Kolkata doctor rape murder case - KOLKATA DOCTOR RAPE MURDER CASE

RG Kar rape and murder Case: 78তম স্বাধীনতা দিবসে মেয়েদের স্বাধীনতা ও নিরাপত্তা আজও প্রশ্নের মুখে ৷ সবকিছু নিয়ে ইটিভি ভারতের সঙ্গে খোলাখুলি কথা বললেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় ৷

RG Kar rape and murder Case
সোজাসাপটা রূপা গঙ্গোপাধ্যায় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 15, 2024, 2:58 PM IST

কলকাতা, 15 অগস্ট: স্বাধীন ভারতবর্ষে মাতৃভূমিকে সম্মান তথা দেশভক্তির উদাহরণ সবসময় উঠে আসে ৷ তবে সেই ভূমিতেই লুন্ঠিত হয় নারীদের সম্মান ৷ ধর্ষণ, খুন, নীরা নির্যাতনের ঘটনা বারবার উঠে আসে খবরের শিরোনামে ৷ স্বাধীনতার আবহে কলকাতার বুকেও নারকীয় ধর্ষণ ও হত্যার সাক্ষী থাকল সাধারণ মানুষ ৷ তাহলে মেয়েরা নিরাপদ কোথায়? স্বাধীন কোথায়? নানা প্রশ্নের উত্তরে স্পষ্ট জবাব দিলেন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় ৷

মুখোমুখি রূপা গঙ্গোপাধ্যায় (ইটিভি ভারত)

ইটিভিভারতের ক্যামেরায় রূপা গঙ্গোপাধ্যায় বলেন, "রাজনৈতিক মদত না থাকলে এমন ঘটনা ঘটতে পারে না। 2016 সালের রিপোর্টে দেখা গিয়েছে এই রাজ্যে 35 হাজার মহিলা নির্যাতনের শিকার ৷ পুলিশ চাইলে সবকিছু করতে পারে ৷ একজন নাগরিক হিসাবে বলতে চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছে করলেই এই অপরাধগুলোর সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় সমাধান করতে পারেন ৷"

ইতিমধ্যেই পুলিশের তরফে আবেদন করা হয়েছে আরজি করের ঘটনা নিয়ে সোশাল মিডিয়া অনেক ভুল তথ্য ছড়ানো হয়েছে ৷ অভিনেত্রী রূপার মতে, প্রথম ভুল তথ্য পুলিশের তরফে ছড়়ানো হয়েছে ৷ তিনি বলেন, "একজন হাসপাতালে প্রিন্সিপাল মেয়েটির ওই অবস্থা দেখে কী করে বললেন সেটি খুন নয় আত্মহত্যা ৷ বাড়িতেও ফোন করে জানিয়ে দিলেন ৷ উনিই তো প্রথম ভুল তথ্য ছড়িয়েছেন ৷ যে কারণে আজ সাধারণ মানুষের মনে এত প্রশ্ন জেগেছে ৷"

বিজেপি নেত্রী জানান, এই ঘটনায় সিবিআই তদন্তের জন্য মুখ্যমন্ত্রী এক সপ্তাহ পুলিশকে সময় দেয় ৷ এর কারণ একটা বাচ্চাও বোঝে বলে । সরকার যদি এই রাজ্যকে ভালোবেসে থাকে, মেয়েদের নিরাপত্তার কথা ভেবে থাকে তাহলে সত্য সামনে আসবে ৷ এই সমস্য়ার সমাধানও হবে ৷ পাশাপাশি এদিন প্রশ্ন তোলেন রাতের বেলায় কেন মেয়েরা বাইরে বেরোতে পারবেন না? অভিনয়, আইটি সেক্টর, সাংবাদিকতা সব জায়গাতেই মেয়েদের রাতের কাজ থাকে ৷ তাহলে কেন তাঁরা নিরাপদে রাতে কাজ করে ফিরতে ভয় পাবেন, সেই প্রশ্ন উঠে আসে রূপা গঙ্গোপাধ্যায় কথায় ৷

কলকাতা, 15 অগস্ট: স্বাধীন ভারতবর্ষে মাতৃভূমিকে সম্মান তথা দেশভক্তির উদাহরণ সবসময় উঠে আসে ৷ তবে সেই ভূমিতেই লুন্ঠিত হয় নারীদের সম্মান ৷ ধর্ষণ, খুন, নীরা নির্যাতনের ঘটনা বারবার উঠে আসে খবরের শিরোনামে ৷ স্বাধীনতার আবহে কলকাতার বুকেও নারকীয় ধর্ষণ ও হত্যার সাক্ষী থাকল সাধারণ মানুষ ৷ তাহলে মেয়েরা নিরাপদ কোথায়? স্বাধীন কোথায়? নানা প্রশ্নের উত্তরে স্পষ্ট জবাব দিলেন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় ৷

মুখোমুখি রূপা গঙ্গোপাধ্যায় (ইটিভি ভারত)

ইটিভিভারতের ক্যামেরায় রূপা গঙ্গোপাধ্যায় বলেন, "রাজনৈতিক মদত না থাকলে এমন ঘটনা ঘটতে পারে না। 2016 সালের রিপোর্টে দেখা গিয়েছে এই রাজ্যে 35 হাজার মহিলা নির্যাতনের শিকার ৷ পুলিশ চাইলে সবকিছু করতে পারে ৷ একজন নাগরিক হিসাবে বলতে চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছে করলেই এই অপরাধগুলোর সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় সমাধান করতে পারেন ৷"

ইতিমধ্যেই পুলিশের তরফে আবেদন করা হয়েছে আরজি করের ঘটনা নিয়ে সোশাল মিডিয়া অনেক ভুল তথ্য ছড়ানো হয়েছে ৷ অভিনেত্রী রূপার মতে, প্রথম ভুল তথ্য পুলিশের তরফে ছড়়ানো হয়েছে ৷ তিনি বলেন, "একজন হাসপাতালে প্রিন্সিপাল মেয়েটির ওই অবস্থা দেখে কী করে বললেন সেটি খুন নয় আত্মহত্যা ৷ বাড়িতেও ফোন করে জানিয়ে দিলেন ৷ উনিই তো প্রথম ভুল তথ্য ছড়িয়েছেন ৷ যে কারণে আজ সাধারণ মানুষের মনে এত প্রশ্ন জেগেছে ৷"

বিজেপি নেত্রী জানান, এই ঘটনায় সিবিআই তদন্তের জন্য মুখ্যমন্ত্রী এক সপ্তাহ পুলিশকে সময় দেয় ৷ এর কারণ একটা বাচ্চাও বোঝে বলে । সরকার যদি এই রাজ্যকে ভালোবেসে থাকে, মেয়েদের নিরাপত্তার কথা ভেবে থাকে তাহলে সত্য সামনে আসবে ৷ এই সমস্য়ার সমাধানও হবে ৷ পাশাপাশি এদিন প্রশ্ন তোলেন রাতের বেলায় কেন মেয়েরা বাইরে বেরোতে পারবেন না? অভিনয়, আইটি সেক্টর, সাংবাদিকতা সব জায়গাতেই মেয়েদের রাতের কাজ থাকে ৷ তাহলে কেন তাঁরা নিরাপদে রাতে কাজ করে ফিরতে ভয় পাবেন, সেই প্রশ্ন উঠে আসে রূপা গঙ্গোপাধ্যায় কথায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.