ETV Bharat / entertainment

ফিরল রকি-রানির স্মৃতি, আবেগী করণ জোহর-টোটা - Rocky Aur Rani Kii Prem Kahaani ki - ROCKY AUR RANI KII PREM KAHAANI KI

Rocky Aur Rani Kii Prem Kahaani ki Journey: 'গল্লি বয়' ছবির পর 'রকি অউর রানি কি প্রেম কাহানি'তে হইচই ফেলে দেন আলিয়া ভাট ও রণবীর সিং ৷ দেখতে দেখতে একবছর পূর্ণ করল সেই ছবি ৷ আবেগতাড়িত পোস্ট পরিচালক করণ জোহরের ৷ স্মৃতির সরণীতে হাঁটলেন টোটা রায়চৌধুরী, আলিয়া ভাট, রণবীর সিং, শাবানা আজমি ৷

Rocky Aur Rani Kii Prem Kahaani ki
'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির একবছর পূর্তি (সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jul 28, 2024, 4:48 PM IST

হায়দরাবাদ, 28 জুলাই: 'দিস সাইড রকি রান্ধাবা...' ৷ পর্দায় স্টাইলিশ রণবীর সিংকে দেখে উথালপাথাল হয় অনেক মহিলা অনুরাগীদের মন ৷ অন্যদিকে, কম যান না বাঙালি মেয়ে রানি চট্টোপাধ্যায়ও ৷ সাংবাদিক রানির পিঠ খোলা ব্লাউজ, ডিজাইনার শাড়ির সঙ্গে নাকে নথ ও কানে ঝুমকা যুবক হৃদয়ে তোলে সেনসেশন ৷ 2023 সালে আজকের দিনে মুক্তি পাওয়া 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ঝড় তোলে বক্সঅফিসে ৷ নেপথ্যে পরিচালক করণ জোহর ৷ ছবির একবছর পূর্তিতে বিশেষ বার্তা পরিচালক-কলাকুশলীদের ৷

এদিন ইন্সটাগ্রাম হ্যান্ডেলে করণ লেখেন, "এই ছবি একবছর পূর্ণ করল ৷ আমি সত্যিই আনন্দিত বিগত একবছর ধরে যেভাবে দর্শকরা এই ছবির প্রতি ভালোবাসা দেখিয়েছেন ৷ আমি গর্বিত আলিয়া ভাট ও রণবীর কাপুরের মতো অভিনেতাদের পেয়ে ৷ দুজনেই আমার কাজ ভীষণ সহজ করে দিয়েছিলেন ৷ গর্বিত জয়া বচ্চনকে এই ছবিতে পেয়ে ৷ তিনি আমাদের সেটে প্রিয় অভিনেত্রী ছিলেন ৷ আপনাকে অনেক ভালোবাসা ৷"

Rocky Aur Rani Kii Prem Kahaani ki
অভিনেতা টোটা রায়চৌধুরীর পোস্ট (সোশাল মিডিয়া)

তিনি আরও লেখেন, "শাবানা আজমি ও ধর্মেন্দ্রজির মতো তারকাদের সঙ্গে কাজ করতে পেরে আমি ধন্য ৷ যখন আমরা এই কাজ শেষ করলাম, তখন একটা গানই গাইতে ইচ্ছা করছিল, 'আভি না জাও ছোড়কে...কে দিল আভি ভরা নেহি ...'৷ পাশাপাশি ধন্যবাদ জানাতে চাই টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়কে ৷"

অভিনেতা টোটাও সেটের একটি ছবি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ তিনি লেখেন, "এই ছবিটা শুটিংয়ের শেষ দিনের৷ সেই সময় অতিমারির কারণে লকডাউন চলছিল ৷ প্রায় প্রতিদিন আরটিপিসিআর টেস্ট করিয়ে সেটে পৌঁছতে হত ৷ সত্যি অনবদ্য একটা সফর ছিল ৷ ভীষণ আনন্দ হয়েছে ছবির শুটিং জুড়ে ৷ ধন্যবাদ করণ জোহর স্যার আমাকে এই ছবিতে সুযোগ দেওয়ার জন্য ৷"

হায়দরাবাদ, 28 জুলাই: 'দিস সাইড রকি রান্ধাবা...' ৷ পর্দায় স্টাইলিশ রণবীর সিংকে দেখে উথালপাথাল হয় অনেক মহিলা অনুরাগীদের মন ৷ অন্যদিকে, কম যান না বাঙালি মেয়ে রানি চট্টোপাধ্যায়ও ৷ সাংবাদিক রানির পিঠ খোলা ব্লাউজ, ডিজাইনার শাড়ির সঙ্গে নাকে নথ ও কানে ঝুমকা যুবক হৃদয়ে তোলে সেনসেশন ৷ 2023 সালে আজকের দিনে মুক্তি পাওয়া 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ঝড় তোলে বক্সঅফিসে ৷ নেপথ্যে পরিচালক করণ জোহর ৷ ছবির একবছর পূর্তিতে বিশেষ বার্তা পরিচালক-কলাকুশলীদের ৷

এদিন ইন্সটাগ্রাম হ্যান্ডেলে করণ লেখেন, "এই ছবি একবছর পূর্ণ করল ৷ আমি সত্যিই আনন্দিত বিগত একবছর ধরে যেভাবে দর্শকরা এই ছবির প্রতি ভালোবাসা দেখিয়েছেন ৷ আমি গর্বিত আলিয়া ভাট ও রণবীর কাপুরের মতো অভিনেতাদের পেয়ে ৷ দুজনেই আমার কাজ ভীষণ সহজ করে দিয়েছিলেন ৷ গর্বিত জয়া বচ্চনকে এই ছবিতে পেয়ে ৷ তিনি আমাদের সেটে প্রিয় অভিনেত্রী ছিলেন ৷ আপনাকে অনেক ভালোবাসা ৷"

Rocky Aur Rani Kii Prem Kahaani ki
অভিনেতা টোটা রায়চৌধুরীর পোস্ট (সোশাল মিডিয়া)

তিনি আরও লেখেন, "শাবানা আজমি ও ধর্মেন্দ্রজির মতো তারকাদের সঙ্গে কাজ করতে পেরে আমি ধন্য ৷ যখন আমরা এই কাজ শেষ করলাম, তখন একটা গানই গাইতে ইচ্ছা করছিল, 'আভি না জাও ছোড়কে...কে দিল আভি ভরা নেহি ...'৷ পাশাপাশি ধন্যবাদ জানাতে চাই টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়কে ৷"

অভিনেতা টোটাও সেটের একটি ছবি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ তিনি লেখেন, "এই ছবিটা শুটিংয়ের শেষ দিনের৷ সেই সময় অতিমারির কারণে লকডাউন চলছিল ৷ প্রায় প্রতিদিন আরটিপিসিআর টেস্ট করিয়ে সেটে পৌঁছতে হত ৷ সত্যি অনবদ্য একটা সফর ছিল ৷ ভীষণ আনন্দ হয়েছে ছবির শুটিং জুড়ে ৷ ধন্যবাদ করণ জোহর স্যার আমাকে এই ছবিতে সুযোগ দেওয়ার জন্য ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.