কলকাতা, 17 অক্টোবর: বুধবার নিজের বাড়িতেই কোজাগরী লক্ষ্মীপুজো করলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত । তবে, এবার পুজো উপলক্ষে কোনও অতিথি সমাগম ছিল না তাঁর বাড়িতে । স্বামী সঞ্জয় ও শাশুড়িমাকে পাশে নিয়েই নিয়ম, উপাচার মতো পুজো সারলেন অভিনেত্রী । পুজো সেরেই তিনি রওনা দেন সিঙ্গাপুরে । আজ সেখানেও লক্ষ্মীপুজো করেন তিনি ৷
প্রতি বছর বেশ আড়ম্বরের সঙ্গেই লক্ষ্মীপুজো করেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত । কিন্তু এবার তিনি একেবারেই ঘরোয়াভাবে সারলেন সবটা । পুজোয় মায়ের কাছে কী চাইলেন ঋতুপর্ণা ? অভিনেত্রী বলেন, 'মা-কে জানালাম শান্তি, সুরক্ষা, বিচার দাও শুধু । আমাদের জীবনে যা যা ঘটছে, সব যেন নির্মূল হয় । শান্তি আর বিচার ছাড়া চাওয়ার কিছুই নেই ।"
তিনি আরও বলেন, "বাড়িতেই ফুল, বেলপাতা, ফল, মিষ্টি দিয়ে মাকে আরাধনা করলাম । কারণ রাতে ট্র্যাভেল করার ছিল । সিঙ্গাপুরেও পুজো করার ইচ্ছা আছে ।"
প্রসঙ্গত, কিছুদিন আগে আরজি কর কাণ্ডের প্রতিবাদে তাঁর শাঁখ বাজানোর ভিডিয়ো নিয়ে সোশাল মিডিয়ায় ট্রোলের বন্যা বয়ে গিয়েছিল । আর সম্প্রতি রাজ্য সরকারের দুর্গাপুজো কার্নিভালে নৃত্য পরিবেশন করে নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তকে ৷ আসানসোলে ও রেড রোডের পুজো কার্নিভালে নৃত্য পরিবেশন করেন তিনি ৷
এখানেই শেষ নয়, কার্নিভালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর একটি অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল হয় নেট দুনিয়ায় । সেই নিয়েও নেট নাগরিকদের একাংশের রোষের মুখে পড়তে হয়েছে বাংলা চলচ্চিত্রজগতের সম্রাজ্ঞী ঋতুপর্ণা সেনগুপ্তকে । যদিও সেই সব কটাক্ষ নিয়ে পুজোর দিনে বিচলিত নন তিনি । অভিনেত্রী জানালেন, "মায়ের কাছে অন্যায়ের বিচার চাই । আর চাই সবার জীবনে যা কিছু খারাপ ঘটছে তা যেন নির্মূল হয়ে যায় ।"