ETV Bharat / entertainment

কলকাতা ও সিঙ্গাপুরে কোজাগরীর আরাধনা ঋতুপর্ণার - RITUPARNA SENGUPTA

কোনও আড়ম্বর ছাড়া শুধু স্বামী ও শাশুড়িকে নিয়েই লক্ষ্মীপুজো সারলেন ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ তিনি কোজাগরীর আরাধনা করেন সিঙ্গাপুরেও ৷

ETV BHARAT
শুধু স্বামী-শাশুড়িকে নিয়েই লক্ষ্মীপুজো সারলেন ঋতুপর্ণা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 17, 2024, 2:58 PM IST

কলকাতা, 17 অক্টোবর: বুধবার নিজের বাড়িতেই কোজাগরী লক্ষ্মীপুজো করলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত । তবে, এবার পুজো উপলক্ষে কোনও অতিথি সমাগম ছিল না তাঁর বাড়িতে । স্বামী সঞ্জয় ও শাশুড়িমাকে পাশে নিয়েই নিয়ম, উপাচার মতো পুজো সারলেন অভিনেত্রী । পুজো সেরেই তিনি রওনা দেন সিঙ্গাপুরে । আজ সেখানেও লক্ষ্মীপুজো করেন তিনি ৷

প্রতি বছর বেশ আড়ম্বরের সঙ্গেই লক্ষ্মীপুজো করেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত । কিন্তু এবার তিনি একেবারেই ঘরোয়াভাবে সারলেন সবটা । পুজোয় মায়ের কাছে কী চাইলেন ঋতুপর্ণা ? অভিনেত্রী বলেন, 'মা-কে জানালাম শান্তি, সুরক্ষা, বিচার দাও শুধু । আমাদের জীবনে যা যা ঘটছে, সব যেন নির্মূল হয় । শান্তি আর বিচার ছাড়া চাওয়ার কিছুই নেই ।"

ETV BHARAT
স্বামীর সঙ্গে অভিনেত্রী (নিজস্ব চিত্র)

তিনি আরও বলেন, "বাড়িতেই ফুল, বেলপাতা, ফল, মিষ্টি দিয়ে মাকে আরাধনা করলাম । কারণ রাতে ট্র্যাভেল করার ছিল । সিঙ্গাপুরেও পুজো করার ইচ্ছা আছে ।"

ETV BHARAT
কোজাগরীর আরাধনায় ঋতুপর্ণা (নিজস্ব চিত্র)

প্রসঙ্গত, কিছুদিন আগে আরজি কর কাণ্ডের প্রতিবাদে তাঁর শাঁখ বাজানোর ভিডিয়ো নিয়ে সোশাল মিডিয়ায় ট্রোলের বন্যা বয়ে গিয়েছিল । আর সম্প্রতি রাজ্য সরকারের দুর্গাপুজো কার্নিভালে নৃত্য পরিবেশন করে নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তকে ৷ আসানসোলে ও রেড রোডের পুজো কার্নিভালে নৃত্য পরিবেশন করেন তিনি ৷

ETV BHARAT
লক্ষ্মীপুজো সারলেন ঋতুপর্ণা (নিজস্ব চিত্র)

এখানেই শেষ নয়, কার্নিভালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর একটি অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল হয় নেট দুনিয়ায় । সেই নিয়েও নেট নাগরিকদের একাংশের রোষের মুখে পড়তে হয়েছে বাংলা চলচ্চিত্রজগতের সম্রাজ্ঞী ঋতুপর্ণা সেনগুপ্তকে । যদিও সেই সব কটাক্ষ নিয়ে পুজোর দিনে বিচলিত নন তিনি । অভিনেত্রী জানালেন, "মায়ের কাছে অন্যায়ের বিচার চাই । আর চাই সবার জীবনে যা কিছু খারাপ ঘটছে তা যেন নির্মূল হয়ে যায় ।"

ETV BHARAT
শুধু স্বামী-শাশুড়িকে নিয়েই লক্ষ্মীপুজো সারলেন ঋতুপর্ণা (নিজস্ব চিত্র)

কলকাতা, 17 অক্টোবর: বুধবার নিজের বাড়িতেই কোজাগরী লক্ষ্মীপুজো করলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত । তবে, এবার পুজো উপলক্ষে কোনও অতিথি সমাগম ছিল না তাঁর বাড়িতে । স্বামী সঞ্জয় ও শাশুড়িমাকে পাশে নিয়েই নিয়ম, উপাচার মতো পুজো সারলেন অভিনেত্রী । পুজো সেরেই তিনি রওনা দেন সিঙ্গাপুরে । আজ সেখানেও লক্ষ্মীপুজো করেন তিনি ৷

প্রতি বছর বেশ আড়ম্বরের সঙ্গেই লক্ষ্মীপুজো করেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত । কিন্তু এবার তিনি একেবারেই ঘরোয়াভাবে সারলেন সবটা । পুজোয় মায়ের কাছে কী চাইলেন ঋতুপর্ণা ? অভিনেত্রী বলেন, 'মা-কে জানালাম শান্তি, সুরক্ষা, বিচার দাও শুধু । আমাদের জীবনে যা যা ঘটছে, সব যেন নির্মূল হয় । শান্তি আর বিচার ছাড়া চাওয়ার কিছুই নেই ।"

ETV BHARAT
স্বামীর সঙ্গে অভিনেত্রী (নিজস্ব চিত্র)

তিনি আরও বলেন, "বাড়িতেই ফুল, বেলপাতা, ফল, মিষ্টি দিয়ে মাকে আরাধনা করলাম । কারণ রাতে ট্র্যাভেল করার ছিল । সিঙ্গাপুরেও পুজো করার ইচ্ছা আছে ।"

ETV BHARAT
কোজাগরীর আরাধনায় ঋতুপর্ণা (নিজস্ব চিত্র)

প্রসঙ্গত, কিছুদিন আগে আরজি কর কাণ্ডের প্রতিবাদে তাঁর শাঁখ বাজানোর ভিডিয়ো নিয়ে সোশাল মিডিয়ায় ট্রোলের বন্যা বয়ে গিয়েছিল । আর সম্প্রতি রাজ্য সরকারের দুর্গাপুজো কার্নিভালে নৃত্য পরিবেশন করে নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তকে ৷ আসানসোলে ও রেড রোডের পুজো কার্নিভালে নৃত্য পরিবেশন করেন তিনি ৷

ETV BHARAT
লক্ষ্মীপুজো সারলেন ঋতুপর্ণা (নিজস্ব চিত্র)

এখানেই শেষ নয়, কার্নিভালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর একটি অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল হয় নেট দুনিয়ায় । সেই নিয়েও নেট নাগরিকদের একাংশের রোষের মুখে পড়তে হয়েছে বাংলা চলচ্চিত্রজগতের সম্রাজ্ঞী ঋতুপর্ণা সেনগুপ্তকে । যদিও সেই সব কটাক্ষ নিয়ে পুজোর দিনে বিচলিত নন তিনি । অভিনেত্রী জানালেন, "মায়ের কাছে অন্যায়ের বিচার চাই । আর চাই সবার জীবনে যা কিছু খারাপ ঘটছে তা যেন নির্মূল হয়ে যায় ।"

ETV BHARAT
শুধু স্বামী-শাশুড়িকে নিয়েই লক্ষ্মীপুজো সারলেন ঋতুপর্ণা (নিজস্ব চিত্র)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.