ETV Bharat / entertainment

'মেথড অ্যাক্টিং, জলশঙ্খ বাজানো যায় না !' তীব্র কটাক্ষে ভিডিয়ো ডিলিট ঋতুপর্ণার - Rituparna Sengupta Trolled - RITUPARNA SENGUPTA TROLLED

Rituparna Sengupta Trolled: আরজি কর হাসপাতালের ঘটনায় প্রতিবাদ জানাতে গিয়ে ট্রোলের মুখে পড়লেন ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ শঙ্খ নিয়ে তিনি যে ভিডিয়োটি পোস্ট করেছিলেন, তীব্র কটাক্ষের পর তা ডিলিট করেছেন অভিনেত্রী ৷

ETV BHARAT
তীব্র কটাক্ষে ভিডিয়ো ডিলিট ঋতুপর্ণার (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 18, 2024, 10:49 AM IST

কলকাতা, 18 অগস্ট: আরজি কর-কাণ্ডে প্রতিবাদে মুখর হতে গিয়ে নেটনাগরিকদের চরম রোষের মুখে পড়লেন টলি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের প্রতিবাদস্বরূপ তিনি যে শঙ্খ বাজানোর ভিডিয়ো পোস্ট করেছিলেন, তা নিয়ে জোর চর্চা চলছে সামাজিক মাধ্যমে ৷ তীব্র ট্রোলের মুখে পড়ে ভিডিয়োটি ডিলিট করেছেন অভিনেত্রী ৷

গলি থেকে রাজপথ - আরজি কর-কাণ্ডে মহিলাদের নিরাপত্তার প্রশ্ন তুলে ও মৃতার অভিযুক্তদের শাস্তির দাবিতে প্রতিবাদের জনজোয়ার বইছে বাংলায় । সেই প্রতিবাদ রাজ্য ছাড়িয়ে পৌঁছে গিয়েছে দেশের বাইরে । উত্তাল টলিপাড়া, থিয়েটার পাড়া । এমনকী উত্তাল বলিউডও । কেউ পথে নেমেছেন, কেউ ঘরে বসে বার্তা দিয়ে জানিয়েছেন প্রতিবাদ । জানিয়েছিলেন টলি কুইন ঋতুপর্ণা সেনগুপ্তও । তবে তাঁর পোস্টের কারণে জনতার ট্রোলের মুখে পড়েন তিনি । সোশাল মিডিয়ায় অভিনেত্রীকে তীব্র কটাক্ষ করছেন নেট নাগরিকরা ৷

শাঁখ বাজানোর একটি ভিডিয়ো পোস্ট করে আরজি কর-কাণ্ডে বার্তা দিয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত । তবে নেট দুনিয়ার শ্যেনদৃষ্টি ঠিক বুঝে যায় যে, তিনি শাঁখের আওয়াজটির রেকর্ড বাজিয়েছেন । আর ভিডিয়োতে তাঁকে যে শঙ্খটি নিয়ে দেখা গিয়েছে, সেটি আসলে জলশঙ্খ । আর এতেই সামাজিক মাধ্যমে উঠেছে কটাক্ষের ঝড় । যা থামছেই না । তবে, তাতে মুখে টুঁ শব্দটি নেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর ।

একের পর এক নেতিবাচক মন্তব্যে ভরে গিয়েছিল অভিনেত্রীর ইনস্টাগ্রামের পাতা । তবে, অনুরাগীদের সমালোচনার পর নায়িকা সেই ভিডিয়ো মুছে দিয়েছেন । কিন্তু একটি পোস্ট রয়ে গিয়েছে । যে পোস্টে দেখা যাচ্ছে একটি শাঁখের ছবি । আর তার উপরে লেখা, "মেয়েরা রাতের দখল নাও । আর শঙ্খধ্বনিতে শহর ভরিয়ে দাও ।"

সেখানেও তাঁকে কটাক্ষ করে এক নেট নাগরিকরা লিখেছেন, "শাঁখ বাজানোর ভিডিয়োটি আপনি মুছে দিয়েছেন নিজের ফেসবুক থেকে ? ভিডিয়োটি খুব সুন্দর এডিট করেছিলেন । জলশঙ্খ কখনও বাজানো যায় আমি জানতেই পারতাম না আপনার ভিডিয়োটি না- দেখলে । বলছি, লজ্জা হয় না আপনাদের ? লোকজনকে কী এখনও মূর্খ মনে করেন ? নাকি নিজেদের উচ্চশিক্ষিত ? জোকার ।"

আবার আর একজন মন্তব্য করেছেন, "আপনি একটা পচা অভিনেত্রী । ভালো করে শঙ্খ বাজাতে পারলেন না । মেথড অ্যাক্টিংটা ঠিক করে ধরতে পারলেন না । শঙ্খ বাজানোর সময় মুখটা ফোলাবেন তার পর সাউন্ড বসাবেন ।"

আরেক জনের কথায়, "ম্যাডাম, আপনার কাছে একটা অনুরোধ ৷ এরকম একটা গুরুতর ঘটনা নিয়ে উপহাস না-করে চুপ থাকাটাই শ্রেয় ৷"

কলকাতা, 18 অগস্ট: আরজি কর-কাণ্ডে প্রতিবাদে মুখর হতে গিয়ে নেটনাগরিকদের চরম রোষের মুখে পড়লেন টলি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের প্রতিবাদস্বরূপ তিনি যে শঙ্খ বাজানোর ভিডিয়ো পোস্ট করেছিলেন, তা নিয়ে জোর চর্চা চলছে সামাজিক মাধ্যমে ৷ তীব্র ট্রোলের মুখে পড়ে ভিডিয়োটি ডিলিট করেছেন অভিনেত্রী ৷

গলি থেকে রাজপথ - আরজি কর-কাণ্ডে মহিলাদের নিরাপত্তার প্রশ্ন তুলে ও মৃতার অভিযুক্তদের শাস্তির দাবিতে প্রতিবাদের জনজোয়ার বইছে বাংলায় । সেই প্রতিবাদ রাজ্য ছাড়িয়ে পৌঁছে গিয়েছে দেশের বাইরে । উত্তাল টলিপাড়া, থিয়েটার পাড়া । এমনকী উত্তাল বলিউডও । কেউ পথে নেমেছেন, কেউ ঘরে বসে বার্তা দিয়ে জানিয়েছেন প্রতিবাদ । জানিয়েছিলেন টলি কুইন ঋতুপর্ণা সেনগুপ্তও । তবে তাঁর পোস্টের কারণে জনতার ট্রোলের মুখে পড়েন তিনি । সোশাল মিডিয়ায় অভিনেত্রীকে তীব্র কটাক্ষ করছেন নেট নাগরিকরা ৷

শাঁখ বাজানোর একটি ভিডিয়ো পোস্ট করে আরজি কর-কাণ্ডে বার্তা দিয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত । তবে নেট দুনিয়ার শ্যেনদৃষ্টি ঠিক বুঝে যায় যে, তিনি শাঁখের আওয়াজটির রেকর্ড বাজিয়েছেন । আর ভিডিয়োতে তাঁকে যে শঙ্খটি নিয়ে দেখা গিয়েছে, সেটি আসলে জলশঙ্খ । আর এতেই সামাজিক মাধ্যমে উঠেছে কটাক্ষের ঝড় । যা থামছেই না । তবে, তাতে মুখে টুঁ শব্দটি নেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর ।

একের পর এক নেতিবাচক মন্তব্যে ভরে গিয়েছিল অভিনেত্রীর ইনস্টাগ্রামের পাতা । তবে, অনুরাগীদের সমালোচনার পর নায়িকা সেই ভিডিয়ো মুছে দিয়েছেন । কিন্তু একটি পোস্ট রয়ে গিয়েছে । যে পোস্টে দেখা যাচ্ছে একটি শাঁখের ছবি । আর তার উপরে লেখা, "মেয়েরা রাতের দখল নাও । আর শঙ্খধ্বনিতে শহর ভরিয়ে দাও ।"

সেখানেও তাঁকে কটাক্ষ করে এক নেট নাগরিকরা লিখেছেন, "শাঁখ বাজানোর ভিডিয়োটি আপনি মুছে দিয়েছেন নিজের ফেসবুক থেকে ? ভিডিয়োটি খুব সুন্দর এডিট করেছিলেন । জলশঙ্খ কখনও বাজানো যায় আমি জানতেই পারতাম না আপনার ভিডিয়োটি না- দেখলে । বলছি, লজ্জা হয় না আপনাদের ? লোকজনকে কী এখনও মূর্খ মনে করেন ? নাকি নিজেদের উচ্চশিক্ষিত ? জোকার ।"

আবার আর একজন মন্তব্য করেছেন, "আপনি একটা পচা অভিনেত্রী । ভালো করে শঙ্খ বাজাতে পারলেন না । মেথড অ্যাক্টিংটা ঠিক করে ধরতে পারলেন না । শঙ্খ বাজানোর সময় মুখটা ফোলাবেন তার পর সাউন্ড বসাবেন ।"

আরেক জনের কথায়, "ম্যাডাম, আপনার কাছে একটা অনুরোধ ৷ এরকম একটা গুরুতর ঘটনা নিয়ে উপহাস না-করে চুপ থাকাটাই শ্রেয় ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.