ETV Bharat / entertainment

'দ্য শেমলেস' দেখে অনসূয়ার প্রশংসায় পঞ্চমুখ ঋতুপর্ণা - ANASUYA SENGUPTA THE SHAMELESS

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হল কানজয়ী অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত ছবি ‘দ্য শেমলেস’ ৷ সিনেমা দেখে প্রশংসায় পঞ্চমুখ ঋতুপর্ণা সেনগুপ্ত ৷

Etv Bharat
অনসূয়ার প্রশংসায় পঞ্চমুখ ঋতুপর্ণা সেনগুপ্ত (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 8, 2024, 10:43 PM IST

কলকাতা, 8 ডিসেম্বর: চলতি বছর 30 তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নন্দন 1-এ দেখানো হল কনস্ট্যানটিন বোজানভ পরিচালিত অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত অভিনীত ‘দ্য শেমলেস’। সম্প্রতি 'কান উৎসব'এও দেখানো হয়েছে এই ছবি ৷

সাংবাদিক সম্মেলনে এসে অভিনেত্রী অনসূয়া বলেন, "আমি এখনও কান উৎসবের ঘোর কাটিয়ে উঠতে পারিনি।" সাংবাদিক সম্মেলনে তাঁর সঙ্গে আসেন তাঁর সহ-অভিনেত্রী ওমারা, সঙ্গীত পরিচালক পিটার দণ্ডকভ। নন্দনে এদিন ‘দ্য শেমলেস’ দেখাতে আসেন টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত। এদিন অনসূয়ার অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন তিনি।

অনসূয়ার প্রশংসায় পঞ্চমুখ ঋতুপর্ণা (ইটিভি ভারত)

অভিনেত্রী বলেন, "খুব ভালো সিনেমা। একইসঙ্গে সাংঘাতিক একটা বোল্ড ফিল্ম। অনসূয়া ডিফারেন্ট লেভেলে কাজ করেছেন। ওমারা অসাধারণ। কান-এ সমাদৃত হয়েছে। প্রোডিউসাররা দারুণ একটা বোল্ড ফিল্ম প্রোডিউস করেছেন ৷"
উল্লেখ্য, এবার ঋতুপর্ণা সেনগুপ্তর কোনও ছবি দেখানো হচ্ছে না ফেস্টিভ্যালে। তিনি বলেন, "আমার কোনও ছবি এবার ফেস্টিভ্যালে নেই। 'গুড বাই মাউন্টেইন্স' ছিল। হয়ত পরে কোনও সেকশনে সিলেক্ট হবে। তবে আমি সবাইকে উৎসাহিত করছি। সারা পৃথিবীর ছবির উৎসব এটা। আমাদের ঐতিহ্য।"

কলকাতার মানুষের ছবির প্রতি টান দেখে অবাক হয়েছেন ওমারা। এই গল্প দেবিকা এবং রেনুকা নামের দুই নারীর উদ্দাম যৌনতার। রেণুকা দিল্লির একটি পতিতালয় থেকে পুলিশ অফিসারকে হত্যা করে পালিয়ে যায়। সে একটি যৌনকর্মী সম্প্রদায়ের কাছে আশ্রয় নেওয়ার পরে 17 বছর বয়সী পতিতা দেবিকার সঙ্গে রোম্যান্স শুরু করে। এই নিয়েই এগোয় গল্প।
'দ্য শেমলেস’ এই মুহূর্তে সেন্সরের অপেক্ষায়। সব ঠিক থাকলে নতুন বছরে ভারতে মুক্তি পাবে এই ছবি।

'ম্যাডলি বাঙালি'র পর দীর্ঘ ব্রেক নিয়ে এই ছবিতে ফেরেন অনসূয়া। সাম্প্রতিককালে কোনও বাঙালি অভিনেত্রীকে এমন সাহসী দৃশ্যে অভিনয় করতে দেখা যায়নি বলে মনে করছেন দর্শকরা।

কলকাতা, 8 ডিসেম্বর: চলতি বছর 30 তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নন্দন 1-এ দেখানো হল কনস্ট্যানটিন বোজানভ পরিচালিত অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত অভিনীত ‘দ্য শেমলেস’। সম্প্রতি 'কান উৎসব'এও দেখানো হয়েছে এই ছবি ৷

সাংবাদিক সম্মেলনে এসে অভিনেত্রী অনসূয়া বলেন, "আমি এখনও কান উৎসবের ঘোর কাটিয়ে উঠতে পারিনি।" সাংবাদিক সম্মেলনে তাঁর সঙ্গে আসেন তাঁর সহ-অভিনেত্রী ওমারা, সঙ্গীত পরিচালক পিটার দণ্ডকভ। নন্দনে এদিন ‘দ্য শেমলেস’ দেখাতে আসেন টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত। এদিন অনসূয়ার অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন তিনি।

অনসূয়ার প্রশংসায় পঞ্চমুখ ঋতুপর্ণা (ইটিভি ভারত)

অভিনেত্রী বলেন, "খুব ভালো সিনেমা। একইসঙ্গে সাংঘাতিক একটা বোল্ড ফিল্ম। অনসূয়া ডিফারেন্ট লেভেলে কাজ করেছেন। ওমারা অসাধারণ। কান-এ সমাদৃত হয়েছে। প্রোডিউসাররা দারুণ একটা বোল্ড ফিল্ম প্রোডিউস করেছেন ৷"
উল্লেখ্য, এবার ঋতুপর্ণা সেনগুপ্তর কোনও ছবি দেখানো হচ্ছে না ফেস্টিভ্যালে। তিনি বলেন, "আমার কোনও ছবি এবার ফেস্টিভ্যালে নেই। 'গুড বাই মাউন্টেইন্স' ছিল। হয়ত পরে কোনও সেকশনে সিলেক্ট হবে। তবে আমি সবাইকে উৎসাহিত করছি। সারা পৃথিবীর ছবির উৎসব এটা। আমাদের ঐতিহ্য।"

কলকাতার মানুষের ছবির প্রতি টান দেখে অবাক হয়েছেন ওমারা। এই গল্প দেবিকা এবং রেনুকা নামের দুই নারীর উদ্দাম যৌনতার। রেণুকা দিল্লির একটি পতিতালয় থেকে পুলিশ অফিসারকে হত্যা করে পালিয়ে যায়। সে একটি যৌনকর্মী সম্প্রদায়ের কাছে আশ্রয় নেওয়ার পরে 17 বছর বয়সী পতিতা দেবিকার সঙ্গে রোম্যান্স শুরু করে। এই নিয়েই এগোয় গল্প।
'দ্য শেমলেস’ এই মুহূর্তে সেন্সরের অপেক্ষায়। সব ঠিক থাকলে নতুন বছরে ভারতে মুক্তি পাবে এই ছবি।

'ম্যাডলি বাঙালি'র পর দীর্ঘ ব্রেক নিয়ে এই ছবিতে ফেরেন অনসূয়া। সাম্প্রতিককালে কোনও বাঙালি অভিনেত্রীকে এমন সাহসী দৃশ্যে অভিনয় করতে দেখা যায়নি বলে মনে করছেন দর্শকরা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.