ETV Bharat / entertainment

রিহানায় মজল জামনগর, ভিডিয়োয় দেখুন অম্বানি-পুত্রের প্রাক-বিবাহ অনুষ্ঠানে বার্বাডিয়ান তারকার নানা মুহূর্ত - রিহানা

Rihanna Dazzling Performance: শুক্রবার রাতে জামনগরে মঞ্চ মাতালেন পপ কুইন রিহানা ৷ তাঁর পারফরম্যান্স মুগ্ধ করল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের । রিহানার গতকালের বেশ কয়েকটি নাচ-গানের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ঘোরাফেরা করছে ।

Rihanna Dazzling Performance
পপ কুইন রিহানা
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 2, 2024, 12:49 PM IST

Updated : Mar 2, 2024, 4:11 PM IST

জামনগরে জমকালো পারফরম্যান্স রিহানার

জামনগর (গুজরাত), 2 মার্চ: প্রথমবার ভারতে এসেই নাচে-গানে মঞ্চ দাপালেন পপ কুইন রিহানা ৷ শুক্রবার ছিল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানের প্রথম দিন ৷ এই অনুষ্ঠানের আসর বসেছে গুজরাতের জামনগরে ৷ প্রাক-বিবাহ অনুষ্ঠানের প্রথম দিনেই মঞ্চে জমকালো পারফরম্যান্সের মাধ্যমে অতিথিদের মোহিত করলেন রিহানা ৷ ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পপ কুইনের সেই পারফরম্যান্সের ভিডিয়ো ৷ ভিডিয়োগুলোতে রিহানাকে ফ্লুরোসেন্ট গ্রিন বডিকন এবং গ্লিটারি প্যান্টে দেখা গিয়েছে ৷

তিনি যতক্ষণ মঞ্চে ছিলেন নাচে-গানে দর্শকদের মুগ্ধ করেছেন। রুড বয়, পোর ইট আপ, ডায়মন্ডস এবং ওয়াইল্ড থিংসের মতো সেরা গানগুলি ছিল এদিন রিহানার পারফরম্যান্সের তালিকায়, যা এই প্রথম লাইভ রিহানার গলায় উপভোগ করলেন দর্শকেরা ৷ পপ কুইন আম্বানি পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং নব দম্পতিকে তাঁর আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহের অনুষ্ঠানে রিহানার পারফরম্যান্স ড্রোন শোয়ের মাধ্যমে দেখানো হয়, যেটি সেখানে থাকা অতিথিদের আলাদা অনুভূতি দেয় ৷ বলিউডের বিশিষ্ট ব্যক্তি এবং ক্রীড়াজগতের খ্যাতিমান ব্যক্তিত্ব ছাড়াও দেশ বিদেশের অতিথিরা উপস্থিত রয়েছেন জামনগরে অনন্ত ও রাধিকার প্রাক-বিবাহের অনুষ্ঠানে ৷ তিনদিন চলবে এই অনুষ্ঠান ৷

বাডমিন্টন প্লেয়ার সাইনা নেহওয়ালও হাজির রয়েছেন এই প্রাক-বিবাহের অনুষ্ঠানে ৷ তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি তুলে ধরেছেন অতিথিদের জন্য আয়োজন থেকে অনুষ্ঠান সূচি ৷ শুক্রবার অনুষ্ঠানের সূচনা হয়, 'এন ইভনিং ইন এভারল্যান্ড অ্যাট দ্য কনজারভেটরি' দিয়ে, যেখানে একটি 'এলিগ্যান্ট ককটেল' ড্রেস কোড ছিল ৷ এরপর মনোমুগ্ধকর পারফরম্যান্স এবং ড্রোন শোয়ের আয়োজন করা হয় । যেখানে মঞ্চ কাপান পপ কুইন রিহানা ৷

আরও পড়ুন:

  1. অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে ধোনি, জাহির থেকে সাইনা, দেখুন ভিডিয়ো
  2. অনন্ত-রাধিকার প্রাক্ বিয়ের অনুষ্ঠানে 'হবু মা' দীপিকাকে আগলালেন রণবীর
  3. অম্বানি-পুত্রের প্রাক-বিবাহ অনুষ্ঠানে জামনগরে চাঁদের হাট, উপস্থিত রিহানা থেকে সলমন

জামনগরে জমকালো পারফরম্যান্স রিহানার

জামনগর (গুজরাত), 2 মার্চ: প্রথমবার ভারতে এসেই নাচে-গানে মঞ্চ দাপালেন পপ কুইন রিহানা ৷ শুক্রবার ছিল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানের প্রথম দিন ৷ এই অনুষ্ঠানের আসর বসেছে গুজরাতের জামনগরে ৷ প্রাক-বিবাহ অনুষ্ঠানের প্রথম দিনেই মঞ্চে জমকালো পারফরম্যান্সের মাধ্যমে অতিথিদের মোহিত করলেন রিহানা ৷ ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পপ কুইনের সেই পারফরম্যান্সের ভিডিয়ো ৷ ভিডিয়োগুলোতে রিহানাকে ফ্লুরোসেন্ট গ্রিন বডিকন এবং গ্লিটারি প্যান্টে দেখা গিয়েছে ৷

তিনি যতক্ষণ মঞ্চে ছিলেন নাচে-গানে দর্শকদের মুগ্ধ করেছেন। রুড বয়, পোর ইট আপ, ডায়মন্ডস এবং ওয়াইল্ড থিংসের মতো সেরা গানগুলি ছিল এদিন রিহানার পারফরম্যান্সের তালিকায়, যা এই প্রথম লাইভ রিহানার গলায় উপভোগ করলেন দর্শকেরা ৷ পপ কুইন আম্বানি পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং নব দম্পতিকে তাঁর আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহের অনুষ্ঠানে রিহানার পারফরম্যান্স ড্রোন শোয়ের মাধ্যমে দেখানো হয়, যেটি সেখানে থাকা অতিথিদের আলাদা অনুভূতি দেয় ৷ বলিউডের বিশিষ্ট ব্যক্তি এবং ক্রীড়াজগতের খ্যাতিমান ব্যক্তিত্ব ছাড়াও দেশ বিদেশের অতিথিরা উপস্থিত রয়েছেন জামনগরে অনন্ত ও রাধিকার প্রাক-বিবাহের অনুষ্ঠানে ৷ তিনদিন চলবে এই অনুষ্ঠান ৷

বাডমিন্টন প্লেয়ার সাইনা নেহওয়ালও হাজির রয়েছেন এই প্রাক-বিবাহের অনুষ্ঠানে ৷ তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি তুলে ধরেছেন অতিথিদের জন্য আয়োজন থেকে অনুষ্ঠান সূচি ৷ শুক্রবার অনুষ্ঠানের সূচনা হয়, 'এন ইভনিং ইন এভারল্যান্ড অ্যাট দ্য কনজারভেটরি' দিয়ে, যেখানে একটি 'এলিগ্যান্ট ককটেল' ড্রেস কোড ছিল ৷ এরপর মনোমুগ্ধকর পারফরম্যান্স এবং ড্রোন শোয়ের আয়োজন করা হয় । যেখানে মঞ্চ কাপান পপ কুইন রিহানা ৷

আরও পড়ুন:

  1. অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে ধোনি, জাহির থেকে সাইনা, দেখুন ভিডিয়ো
  2. অনন্ত-রাধিকার প্রাক্ বিয়ের অনুষ্ঠানে 'হবু মা' দীপিকাকে আগলালেন রণবীর
  3. অম্বানি-পুত্রের প্রাক-বিবাহ অনুষ্ঠানে জামনগরে চাঁদের হাট, উপস্থিত রিহানা থেকে সলমন
Last Updated : Mar 2, 2024, 4:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.