হায়দরাবাদ, 18 জুলাই: রিচা চাড্ডা ও আলি ফজলের কোল আলো করে এল কন্যা সন্তান ৷ সোশাল মিডিয়ায় খুশির খবর শেয়ার করলেন তারকা দম্পতি ৷ জানালেন, 16 জুলাই তাঁদের কন্যা সন্তানের জন্ম হয়েছে ৷ খুশির খবর সামনে আসতেই, শুভেচ্ছা-অভিনন্দন জানিয়েছেন অনুরাগীরা ৷
দুই তারকা বৃহস্পতিবার বিবৃতি দিয়ে জানিয়েছেন, "আপনাদের সঙ্গে খুশির খবর শেয়ার করতে চাই ৷ 16 জুলাই আমাদের জীবনে কন্যা সন্তান এসেছে ৷ পরিবারের সকলে ভীষণ আনন্দিত ৷ আমরা সকল শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানাতে চাই ৷ তাঁদের ভালোবাসা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ ৷"
এর আগে 14 জুলাই রিচা ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন ৷ যেখানে তিনি জানান, খুদে সদস্যের জন্য তিনি অধীর অপেক্ষায় রয়েছেন ৷ মাঝেমধ্যে একা মনে হলেও, জীবনের নতুন অধ্যায়ের জার্নি তিনি উপভোগ করেছেন বলেও জানান 'হীরামাণ্ডি' অ ৷ তিনি জানতেন, তাঁর কথা শোনার জন্য কেউ একজন সবসময় তাঁর সঙ্গে রয়েছেন ৷
কেরিয়ারের দিকে নজর দিলে দেখা যায়, রিচাকে শেষ দেখা গিয়েছে সঞ্জয় লীলা বনশালির এপিক ড্রামা 'হীরামাণ্ডি:দ্য ডায়মন্ড বাজার' সিরিজে ৷ সিরিজে 'লাজ্জো' চরিত্রে রিচার অভিনয় দর্শক মনে দাগ কাটে ৷ নেটফ্লিক্সে এই সিরিজ আসার পর সিরিজে সকলের অভিনয়, ড্রামা নজর কাড়ে ৷ অন্যদিকে, আলি ফজলকে শেষ দেখা গিয়েছে 'মির্জাপুর 3' সিরিজে ৷ গুড্ডু পণ্ডিতের চরিত্রে আলি ফজল এককথায় অনবদ্য আবার ৷
5 জুলাই প্রাইম ভিডিয়োয় স্ট্রিমিং হয় 'মির্জাপুর 3' ৷ প্রসঙ্গত, 2020 সালে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়ে করেন রিচা চাড্ডা-আলি ফজল ৷ 2022 সালে তা আনুষ্ঠানিকভাবে সামনে আসে ৷ চলতি বছর ফেব্রুয়ারিতে রিচা সোশাল মিডিয়ায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আনেন ৷